বসিরহাট, 7 ফেব্রুয়ারি : বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের সমস্ত ঋণ মকুব করে দেবে কেন্দ্র । উত্তর 24 পরগনায় দলীয় কর্মসূচিতে এমনটাই বললেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ।
বসিরহাটের খোলাপোঁতায় গতকাল দলীয় জনসভা থেকে ভারতী ঘোষ বলেন, "2021 সালের পরে তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না । তৃণমূল পালানোর পথ পাবে না ।" তিনি আরও বলেন, "তৃণমূল সরকার যখন ক্ষমতায় আসে, তখন রাজ্যের ঋণ ছিল দুই লাখ কোটি টাকা । গত দশ বছরে ক্লাব, মেলা, খেলা করতে গিয়ে সেই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লাখ কোটি টাকা । তার জন্য 45 হাজার কোটি টাকা সুদ দিতে হয় রাজ্যকে । রাজ্যে একজন শিশু জন্মগ্রহণ করলে সে 65 হাজার টাকা ঋণ নিয়ে জন্মায় । কেন্দ্র ও রাজ্যে এক সরকার থাকলে এই সমস্যা সমাধান করা সম্ভব । বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের সমস্ত ঋণ কেন্দ্র মকুব করে দেবে ।"
তৃণমূলকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, "আমফানের চাল চুরি গিয়েছে । ঘরের টাকা সব কাটমানিতে গিয়েছে । মমতার সরকার কাটমানির সরকার হয়ে গিয়েছে । স্বাস্থ্য খাতেও যা প্রতিশ্রুতি তা ভাঁওতা । মানুষ আপনাকে শূন্য দেবে ।" এদিকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে ভারতী বলেন, "একজন সাংসদ তিনি বাংলার জন্য কিছুই করেননি, অথচ তাঁর নিরাপত্তায় খরচ করা হয় এক কোটি টাকা । আমরা ক্ষমতায় এলে এই অব্যবস্থা বন্ধ করব ।"
আরও পড়ুন : অর্জুন সিংয়ের বাড়ির অদূরে বোমাবাজি, জখম মহিলা