হাবরা, 4 অগাস্ট : হাবরায় ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক । প্রতিদিন অজানা জ্বর নিয়ে শয়ে শয়ে রোগী হাবরা হাসপাতালে ভরতি হচ্ছেন । চিকিৎসকরা জানিয়েছেন, এরমধ্যে অনেকেই ডেঙ্গি আক্রান্ত । ইতিমধ্যে চারজনের মৃত্যুও হয়েছে । পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল হাসপাতালে ঘুরে গেলেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী ।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি । কথা বলেন রোগীদের সঙ্গে । সঙ্গে ছিলেন হাসপাতাল সুপার শংকর ঘোষ । পরে সংবাদমাধ্যমকে বলেন, "চিকিৎসার তেমন সমস্যা নেই । পরিষেবা ঠিকঠাক আছে । সমস্যা কেবল পরিকাঠামোয় । কারণ, হাবরা হাসপাতালে রোগীর চাপ অত্যন্ত বেশি । ডেঙ্গি মোকাবিলায় জরুরি ভিত্তিতে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হয়েছে । নার্সও বাড়ানো হয়েছে ।"
এর আগে 2017 সালে হাবরা এলাকায় ডেঙ্গি মহামারির আকার নিয়েছিল । তৎকালীন স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী উদ্বেগপ্রকাশ করেছিলেন । মাস্টারপ্ল্যানও ঘোষণা হয়েছিল । কিন্তু, রোখা যায়নি । দু'বছর ঘুরে ফের ডেঙ্গির প্রভাব ছড়িয়ে পড়েছে । গত 15 দিনে ডেঙ্গি রোগীর সংখ্যা 500 ছাড়িয়েছে ।