ETV Bharat / state

বিদ্যাধরীর জোয়ারের জলে প্লাবিত মিনাখাঁ ব্লকের বিস্তীর্ণ কৃষিজমি - Basirhut

লকডাউনের জেরে রোজগার নেই । এই পরিস্থিতিতে বিদ্যাধরীর জোয়ারের জল ঢুকে প্লাবিত হল মিনাখাঁ ব্লকের বিস্তীর্ণ কৃষিজমি ।

Minakhan
মিনাখাঁ
author img

By

Published : Apr 27, 2020, 11:54 PM IST

মিনাখাঁ , 27 এপ্রিল : বিদ্যাধরী নদীর জোয়ারের জল ঢুকে প্লাবিত হল চাষের জমি ৷ এর ফলে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন মিনাখাঁ ব্লকের চৈতল গ্রাম পঞ্চায়েতের চাষিরা ।

কোরোনা সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউন চলছে । কাজ হারিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন । গ্রামীণ এলাকায় অনেকেই চাষাবাদের উপরে নির্ভরশীল । আর এই পরিস্থিতিতেই বিদ্যাধরী নদীর জোয়ারের জল ঢুকে প্লাবিত হল বিস্তীর্ণ এলাকার কৃষিজমি । ফলে চাষে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে । বিদ্যাধরী নদীর জোয়ারের জল ঢুকে পড়েছে নেরুলি, সর্দারপাড়া , গাজিপাড়া , গোলাঘাটা , ভেটকিমারি সহ আরও কয়েকটি গ্রামে । তাতে 200 বিঘারও বেশি জমির চাষের ক্ষতি হয়েছে । কয়েকটি মাটির বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ।

গ্রামবাসীদের অভিযোগ, ভেড়ির মাছ চাষের সুবিধা জন্য জোয়ারের জল ঢোকানো হয় । ভেড়ির মালিকেরা মোটা অঙ্কের টাকা নিয়ে জোয়ারের অতিরিক্ত জল ঢোকানোর ফলে চাষের জমিতেও জল ঢুকে পড়ে । এক্ষেত্রে চাষিরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ।

স্থানীয় বাসিন্দা মণিমোহন মণ্ডল বলেন , "ভেড়িতে বেশি জল ঢোকাতে গিয়ে প্রায়ই প্লাবিত হয় আমাদের এই এলাকা । চাষের ক্ষতি হয় । মাটির বাড়ির ক্ষতি হয় । কিন্তু আমাদের কখনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি ।" চাষিরা মিনাখাঁর BDO শেখ কামরুল ইসলামকে বিষয়টি জানিয়েছেন । ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ।

মিনাখাঁ , 27 এপ্রিল : বিদ্যাধরী নদীর জোয়ারের জল ঢুকে প্লাবিত হল চাষের জমি ৷ এর ফলে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন মিনাখাঁ ব্লকের চৈতল গ্রাম পঞ্চায়েতের চাষিরা ।

কোরোনা সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউন চলছে । কাজ হারিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন । গ্রামীণ এলাকায় অনেকেই চাষাবাদের উপরে নির্ভরশীল । আর এই পরিস্থিতিতেই বিদ্যাধরী নদীর জোয়ারের জল ঢুকে প্লাবিত হল বিস্তীর্ণ এলাকার কৃষিজমি । ফলে চাষে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে । বিদ্যাধরী নদীর জোয়ারের জল ঢুকে পড়েছে নেরুলি, সর্দারপাড়া , গাজিপাড়া , গোলাঘাটা , ভেটকিমারি সহ আরও কয়েকটি গ্রামে । তাতে 200 বিঘারও বেশি জমির চাষের ক্ষতি হয়েছে । কয়েকটি মাটির বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ।

গ্রামবাসীদের অভিযোগ, ভেড়ির মাছ চাষের সুবিধা জন্য জোয়ারের জল ঢোকানো হয় । ভেড়ির মালিকেরা মোটা অঙ্কের টাকা নিয়ে জোয়ারের অতিরিক্ত জল ঢোকানোর ফলে চাষের জমিতেও জল ঢুকে পড়ে । এক্ষেত্রে চাষিরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ।

স্থানীয় বাসিন্দা মণিমোহন মণ্ডল বলেন , "ভেড়িতে বেশি জল ঢোকাতে গিয়ে প্রায়ই প্লাবিত হয় আমাদের এই এলাকা । চাষের ক্ষতি হয় । মাটির বাড়ির ক্ষতি হয় । কিন্তু আমাদের কখনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি ।" চাষিরা মিনাখাঁর BDO শেখ কামরুল ইসলামকে বিষয়টি জানিয়েছেন । ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.