ETV Bharat / state

Shahid Samman Yatra : কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারের অভিযোগ, রাজ্য সরকারকে তালিবানের সঙ্গে তুলনা বিজেপির - রাজ্য সরকারকে তালিবানের সঙ্গে তুলনা বিজেপির

নিউব্যারাকপুরে পুলিশের বিরুদ্ধে শহিদ সম্মান যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ উঠল ৷ পাশাপাশি বিনা কারণে বিজেপি নেত-কর্মীদের গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকেও (Shantanu Thakur) গ্রেফতার করা হয় বলে অভিযোগ গেরুয়া শিবিরের ৷ তবে মন্ত্রীকে গ্রেফতারের বিষয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷

শহিদ সম্মান যাত্রায় গ্রেফতার জয়প্রকাশ-শান্তনু
নিউব্যারাকপুরে বিজেপির শহিদ সম্মান যাত্রায় বাধা দেওয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী-সহ বিজেপি নেতা-কর্মীদের গ্রেফতারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷
author img

By

Published : Aug 17, 2021, 10:11 PM IST

নিউব্যারাকপুর ও মধ্যমগ্রাম , 17 অগস্ট : কেন্দ্রীয় মন্ত্রীকেও গ্রেফতারের অভিযোগ উঠল বিজেপির তরফে ৷ তবে পুলিশ অবশ্য এবিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি ৷ বিজেপি নেতার জয়প্রকাশ মজুমদারের দাবি, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তালিবানি শাসন চালাচ্ছে ৷

মঙ্গলবার বিরাটির গৌরীপুরে কালীমন্দিরে পুজো দিয়ে শহিদ সম্মান যাত্রার সূচনা করার কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) ৷ তবে তার আগেই পুলিশ তা আটকে দেয় বলে অভিযোগ । পুলিশের সঙ্গে বচসায় জড়ান মন্ত্রী ৷ বাকবিতণ্ডা শুরু হয় বিজেপির রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার-সহ দলের কর্মী-সমর্থকদের সঙ্গেও । করোনা বিধি অমান্য করে জমায়েত করার অভিযোগে পুলিশ শান্তনু ঠাকুর, জয়প্রকাশ মজুমদার-সহ বিজেপির একাধিক নেতা ও কর্মীকে আটক করে বিমানবন্দর থানায় নিয়ে যায় । তবে বিজেপির তরফে অফিযোগ, আটক নয়, বিনাকারণে পুলিশ তাঁদের গ্রেফতার করে ৷ কেন্দ্রীয় মন্ত্রীকেও ছাড়েনি ৷

বিকেলে বিমানবন্দর থানা থেকে মুক্তি পেয়ে যশোর রোড ধরে বারাসতের দিকে যাওয়ার সময় ফের মন্ত্রীর কনভয় আটকায় পুলিশ । মন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর ঘনিষ্ঠরা ৷ অভিযোগ, মধ্যমগ্রাম দোলতলার কাছে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় পৌঁছাতেই তা আটকানো হয় ৷ বেশ কিছুক্ষণ যশোর রোডের উপরই মন্ত্রীর গাড়ি আটকে রাখা হয় ৷ বেশ খানিকক্ষণ কেটে যাওয়ার পর একসময় গাড়ি থেকে নেমে আসেন শান্তনু । পরে অবশ্য ছেড়ে দেওয়া হয় শান্তনু ঠাকুর-সহ বিজেপি নেতৃত্বের গাড়ি । তবে গাড়ি আটকানোর কারণ নিয়ে অবশ্য কোনও মুখ খুলতে চায়নি জেলা পুলিশ কর্তারা ।

পাশাপাশি এদিন শহিদ সম্মান যাত্রায় যোগ দিতে গিয়ে নিউব্যারাকপুরে পুলিশের বাধার মুখে পড়েন দলের বারাসত সাংগঠনিক জেলার কনভেনার অনুপ দাস-সহ বেশ কয়েকজন ৷ জোর করে চার নেতা-নেত্রীকে গাড়িতে তুলে মধ্যমগ্রাম থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ । ঘটনার পর উত্তেজনা ছড়ায় নিউব্যারাকপুর বিটি কলেজ সংলগ্ন যশোর রোডে । প্রতিবাদে মধ্যমগ্রাম থানার সামনে অবস্থানে বসেন বিজেপি কর্মী-সমর্থকরা । চলে বিক্ষোভও । বিজেপির অফিযোগ, তাদের 20-25 জন কর্মীকে গ্রেফতার করা হয় ৷ গ্রেফতারের কারণ হিসাবে পুলিশের তরফে করোনা বিধি অমান্য করাকে দেখানো হয় ৷

নিউব্যারাকপুরে বিজেপির শহিদ সম্মান যাত্রায় বাধা দেওয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী-সহ বিজেপি নেতা-কর্মীদের গ্রেফতারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷

এদিন সকালে বিরাটির গৌরীপুর থেকে সেই কর্মসূচির সূচনা করার কথা ছিল বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের । কিন্তু কর্মসূচি শুরুর আগেই তা আটকে দেয় পুলিশ ৷ কর্মসূচিতে হাজির হলেও সেই কর্মসূচির সূচনায় করতে পারেননি মন্ত্রী ৷ তাঁকে এবং বিজেপির একাধিক নেতাকে পুলিশ গ্রেফতার করে বলে দাবি বিজেপির ৷

আরও পড়ুন : Jitendra Tiwari : ফের পাণ্ডবেশ্বরে জিতেন্দ্রকে ঢুকতে বাধা, গাড়ি লক্ষ্য করে ইট-জুতো

নিউব্যারাকপুর ও মধ্যমগ্রাম , 17 অগস্ট : কেন্দ্রীয় মন্ত্রীকেও গ্রেফতারের অভিযোগ উঠল বিজেপির তরফে ৷ তবে পুলিশ অবশ্য এবিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি ৷ বিজেপি নেতার জয়প্রকাশ মজুমদারের দাবি, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তালিবানি শাসন চালাচ্ছে ৷

মঙ্গলবার বিরাটির গৌরীপুরে কালীমন্দিরে পুজো দিয়ে শহিদ সম্মান যাত্রার সূচনা করার কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) ৷ তবে তার আগেই পুলিশ তা আটকে দেয় বলে অভিযোগ । পুলিশের সঙ্গে বচসায় জড়ান মন্ত্রী ৷ বাকবিতণ্ডা শুরু হয় বিজেপির রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার-সহ দলের কর্মী-সমর্থকদের সঙ্গেও । করোনা বিধি অমান্য করে জমায়েত করার অভিযোগে পুলিশ শান্তনু ঠাকুর, জয়প্রকাশ মজুমদার-সহ বিজেপির একাধিক নেতা ও কর্মীকে আটক করে বিমানবন্দর থানায় নিয়ে যায় । তবে বিজেপির তরফে অফিযোগ, আটক নয়, বিনাকারণে পুলিশ তাঁদের গ্রেফতার করে ৷ কেন্দ্রীয় মন্ত্রীকেও ছাড়েনি ৷

বিকেলে বিমানবন্দর থানা থেকে মুক্তি পেয়ে যশোর রোড ধরে বারাসতের দিকে যাওয়ার সময় ফের মন্ত্রীর কনভয় আটকায় পুলিশ । মন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর ঘনিষ্ঠরা ৷ অভিযোগ, মধ্যমগ্রাম দোলতলার কাছে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় পৌঁছাতেই তা আটকানো হয় ৷ বেশ কিছুক্ষণ যশোর রোডের উপরই মন্ত্রীর গাড়ি আটকে রাখা হয় ৷ বেশ খানিকক্ষণ কেটে যাওয়ার পর একসময় গাড়ি থেকে নেমে আসেন শান্তনু । পরে অবশ্য ছেড়ে দেওয়া হয় শান্তনু ঠাকুর-সহ বিজেপি নেতৃত্বের গাড়ি । তবে গাড়ি আটকানোর কারণ নিয়ে অবশ্য কোনও মুখ খুলতে চায়নি জেলা পুলিশ কর্তারা ।

পাশাপাশি এদিন শহিদ সম্মান যাত্রায় যোগ দিতে গিয়ে নিউব্যারাকপুরে পুলিশের বাধার মুখে পড়েন দলের বারাসত সাংগঠনিক জেলার কনভেনার অনুপ দাস-সহ বেশ কয়েকজন ৷ জোর করে চার নেতা-নেত্রীকে গাড়িতে তুলে মধ্যমগ্রাম থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ । ঘটনার পর উত্তেজনা ছড়ায় নিউব্যারাকপুর বিটি কলেজ সংলগ্ন যশোর রোডে । প্রতিবাদে মধ্যমগ্রাম থানার সামনে অবস্থানে বসেন বিজেপি কর্মী-সমর্থকরা । চলে বিক্ষোভও । বিজেপির অফিযোগ, তাদের 20-25 জন কর্মীকে গ্রেফতার করা হয় ৷ গ্রেফতারের কারণ হিসাবে পুলিশের তরফে করোনা বিধি অমান্য করাকে দেখানো হয় ৷

নিউব্যারাকপুরে বিজেপির শহিদ সম্মান যাত্রায় বাধা দেওয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী-সহ বিজেপি নেতা-কর্মীদের গ্রেফতারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷

এদিন সকালে বিরাটির গৌরীপুর থেকে সেই কর্মসূচির সূচনা করার কথা ছিল বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের । কিন্তু কর্মসূচি শুরুর আগেই তা আটকে দেয় পুলিশ ৷ কর্মসূচিতে হাজির হলেও সেই কর্মসূচির সূচনায় করতে পারেননি মন্ত্রী ৷ তাঁকে এবং বিজেপির একাধিক নেতাকে পুলিশ গ্রেফতার করে বলে দাবি বিজেপির ৷

আরও পড়ুন : Jitendra Tiwari : ফের পাণ্ডবেশ্বরে জিতেন্দ্রকে ঢুকতে বাধা, গাড়ি লক্ষ্য করে ইট-জুতো

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.