ETV Bharat / state

Barasat Agitation : বিক্ষোভ তুলতে চাকরিপ্রার্থীদের ঘাড় ধাক্কা, কাঠগড়ায় পুলিশ - চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

উত্তর 24 পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয় থেকে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ তুলতে তাঁদের ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল ৷ কাঠগড়ায় বারাসত থানার পুলিশ ৷ যদিও পুলিশের দাবি, আন্দোলনকারীরা বিশৃঙ্খলা তৈরি করছিলেন বলেই তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হয়েছে ৷

agitation chaos in north 24 parganas district primary education office
Barasat Agitation : বিক্ষোভ তুলতে চাকরিপ্রার্থীদের ঘাড় ধাক্কা, কাঠগড়ায় পুলিশ
author img

By

Published : Oct 27, 2021, 9:21 PM IST

Updated : Oct 27, 2021, 11:11 PM IST

বারাসত, 27 অক্টোবর : উত্তর 24 পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয় ঘেরাও মুক্ত করতে এসে চাকরিপ্রার্থীদের ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ আন্দোলনকারীদের দাবি, তাঁদের আনা ব্যানারও ছিঁড়ে দেয় পুলিশ ৷ এমনকী বিক্ষোভকারীদের ধাক্কা মারতে মারতে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ৷ ঘটনা ঘিরে বুধবার উত্তেজনা ছড়ায় সংসদের কার্যালয়ে ৷

আরও পড়ুন : SFI Agitation: স্কুল-কলেজ খোলা নিয়ে বিজ্ঞপ্তির দাবিতে বিক্ষোভ এসএফআইয়ের

চাকরিপ্রার্থীদের এক প্রতিনিধি জানান, চাকরির দাবিতে এদিন অনশন কর্মসূচি পালন করা হচ্ছিল জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে ৷ শান্তিপূর্ণভাবেই চলছিল সেই আন্দোলন ৷ হঠাৎই পুলিশ এসে জোরজবরদস্তি আন্দোলনকারীদের হটিয়ে দেয় ৷ অন্যদিকে, বারাসত থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনের নামে বিশৃঙ্খলা করছিলেন চাকরিপ্রার্থীরা ৷ সেই কারণেই তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ৷

2014 সালে টেট-এ পাস করলেও এখনও চাকরি জোটেনি অসংখ্য প্রার্থীর ৷ চাকরির দাবিতে তাই জেলায় জেলায় আন্দোলনে নেমেছেন প্রশিক্ষণপ্রাপ্ত এই চাকরিপ্রার্থীরা ৷ এদিন এমনই একদল চাকরিপ্রার্থী পৌঁছে যান উত্তর 24 পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয়ে ৷ বিক্ষোভ দেখানোর পাশাপাশি কার্যালয়ের প্রধান ফটকে তালাও ঝুলিয়ে দেন তাঁরা ৷ যার ফলে ভিতরেই আটকে পড়েন কর্মী ও আধিকারিকরা ৷ এরপরই বারাসত থানার আইসি দীপঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন ৷ প্রথমে আলোচনার মাধ্যমে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করেন তাঁরা ৷ তাতে ফল না মেলাতেই জোরজবরদস্তি বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় ৷

বারাসতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয়ে বিক্ষোভ তুলতে এসে চাকরিপ্রার্থীদের ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে

আরও পড়ুন : Water Issue Asansol: জলের দাবিতে আসানসোল পৌরনিগম ঘেরাও মহিলাদের

সুনিতা মণ্ডল নামে আটক এক আন্দোলনকারী বলেন, ‘‘চাকরির দাবিতে আমরা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম ৷ কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা করেননি ৷ উল্টে পুলিশ ডেকে বেকার চাকরিপ্রার্থীদের তুলে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেন ৷ আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷’’ এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবব্রত সরকারের কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

বারাসত, 27 অক্টোবর : উত্তর 24 পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয় ঘেরাও মুক্ত করতে এসে চাকরিপ্রার্থীদের ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ আন্দোলনকারীদের দাবি, তাঁদের আনা ব্যানারও ছিঁড়ে দেয় পুলিশ ৷ এমনকী বিক্ষোভকারীদের ধাক্কা মারতে মারতে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ৷ ঘটনা ঘিরে বুধবার উত্তেজনা ছড়ায় সংসদের কার্যালয়ে ৷

আরও পড়ুন : SFI Agitation: স্কুল-কলেজ খোলা নিয়ে বিজ্ঞপ্তির দাবিতে বিক্ষোভ এসএফআইয়ের

চাকরিপ্রার্থীদের এক প্রতিনিধি জানান, চাকরির দাবিতে এদিন অনশন কর্মসূচি পালন করা হচ্ছিল জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে ৷ শান্তিপূর্ণভাবেই চলছিল সেই আন্দোলন ৷ হঠাৎই পুলিশ এসে জোরজবরদস্তি আন্দোলনকারীদের হটিয়ে দেয় ৷ অন্যদিকে, বারাসত থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনের নামে বিশৃঙ্খলা করছিলেন চাকরিপ্রার্থীরা ৷ সেই কারণেই তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ৷

2014 সালে টেট-এ পাস করলেও এখনও চাকরি জোটেনি অসংখ্য প্রার্থীর ৷ চাকরির দাবিতে তাই জেলায় জেলায় আন্দোলনে নেমেছেন প্রশিক্ষণপ্রাপ্ত এই চাকরিপ্রার্থীরা ৷ এদিন এমনই একদল চাকরিপ্রার্থী পৌঁছে যান উত্তর 24 পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয়ে ৷ বিক্ষোভ দেখানোর পাশাপাশি কার্যালয়ের প্রধান ফটকে তালাও ঝুলিয়ে দেন তাঁরা ৷ যার ফলে ভিতরেই আটকে পড়েন কর্মী ও আধিকারিকরা ৷ এরপরই বারাসত থানার আইসি দীপঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন ৷ প্রথমে আলোচনার মাধ্যমে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করেন তাঁরা ৷ তাতে ফল না মেলাতেই জোরজবরদস্তি বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় ৷

বারাসতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয়ে বিক্ষোভ তুলতে এসে চাকরিপ্রার্থীদের ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে

আরও পড়ুন : Water Issue Asansol: জলের দাবিতে আসানসোল পৌরনিগম ঘেরাও মহিলাদের

সুনিতা মণ্ডল নামে আটক এক আন্দোলনকারী বলেন, ‘‘চাকরির দাবিতে আমরা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম ৷ কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা করেননি ৷ উল্টে পুলিশ ডেকে বেকার চাকরিপ্রার্থীদের তুলে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেন ৷ আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷’’ এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবব্রত সরকারের কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

Last Updated : Oct 27, 2021, 11:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.