ETV Bharat / state

Student Agitation at Barasat : পাশ করানোর দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বারাসতে ছাত্রীদের বিক্ষোভ

author img

By

Published : Jun 13, 2022, 10:26 PM IST

70 জনের মধ্যে অকৃতকার্য হয়েছেন 40 জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ৷ তার জেরেই বারাসতে বিক্ষোভে সামিল হলেন প্রিয়নাথ গার্লস হাইস্কুলের ছাত্রীরা (Agitation breaks out in Barasat by unsuccessful HS students) ৷

student agitation
পাশ করানোর দাবিতে ছাত্রীদের বিক্ষোভ

বারাসত, 13 জুন : স্কুলের 50 শতাংশেরও বেশি ছাত্রী উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হয়েছে ৷ যা কার্যত মেনে নিতে পারছেন না পড়ুয়ারা । পাশ করানোর দাবিতে এবার সেই পড়ুয়ারা প্ল‍্যাকার্ড হাতে পথে নামলেন উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতে । সোমবার 35 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বারাসত প্রিয়নাথ গার্লস হাইস্কুলের প্রায় 40 জন অকৃতকার্য ছাত্রী (Agitation breaks out in Barasat by unsuccessful HS students)। তাঁদের সঙ্গে আন্দোলনে সামিল হন অভিভাবকরাও । প্রায় 40 মিনিট ধরে চলে রাস্তা অবরোধ এবং বিক্ষোভ । আন্দোলনের জেরে গুরুত্বপূর্ণ 35 নম্বর জাতীয় সড়কে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল । খবর পেয়ে পুলিশ এসে একপ্রকার জোর করে অবরোধ হটিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

এবছর বারাসত প্রিয়নাথ গার্লস হাইস্কুল থেকে সব মিলিয়ে 70 জন ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিল । তার মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র 30 জন পড়ুয়া । বাকি 40 জন অকৃতকার্য হওয়ায় এদিন তাঁরা পথে নামেন পাশ করানোর দাবিতে ।

আরও পড়ুন : HS Result 2022 : উচ্চমাধ্যমিক সাফল্যের আকাশছোঁয়া হারের মধ্যেও ব্যতিক্রমী দুর্গাপুরে, অকৃতকার্য একই স্কুলের 80!

এই বিষয়ে পূজা দাস এবং মৌমিতা মণ্ডল নামে দুই অকৃতকার্য পড়ুয়া বলেন, "স্কুলের 70 জন ছাত্রীর মধ্যে 40 জন কিছুতেই অকৃতকার্য হতে পারে না । আমরা পরীক্ষার আগে রাত জেগে পড়ে ঠিকমতোই পরীক্ষা দিয়েছিলাম । নম্বর কম পেলেও অকৃতকার্য হওয়ার কথা নয় ৷ কিন্তু তারপরও অনলাইনে রেজাল্ট আনসাকসেসফুল দেখাচ্ছে । এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষও কোনও দায়িত্ব নিতে চাইছে না । তাই বাধ্য হয়েই আমরা পথে নেমেছি । আমাদের একটাই দাবি, সঠিক মূল্যায়ন করে পরীক্ষায় পাশ করাতে হবে ।প্রয়োজনে এই দাবিতে বিকাশ ভবন অভিযান করতেও পিছপা হব না আমরা ।"

পাশ করানোর দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন প্রিয়নাথ গার্লস হাইস্কুলের ছাত্রীরা

অন্যদিকে, পাশ করানোর দাবিতে এদিন দুপুরে বারাসতের কলোনি মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাণীনিকেতন গার্লস হাইস্কুলের প্রায় 45 জন অকৃতকার্য পড়ুয়াও । কিছুক্ষণ অবরোধ চলার পর অবশ্য পড়ুয়ারা উঠে যান সেখান থেকে ।

আরও পড়ুন : Road Blocked in Tufanganj: স্কুলের 101 জন পরীক্ষার্থীর 80 শতাংশই উচ্চমাধ্যমিকে অকৃতকার্য ! পাশ করানোর দাবিতে বিক্ষোভ

বারাসত, 13 জুন : স্কুলের 50 শতাংশেরও বেশি ছাত্রী উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হয়েছে ৷ যা কার্যত মেনে নিতে পারছেন না পড়ুয়ারা । পাশ করানোর দাবিতে এবার সেই পড়ুয়ারা প্ল‍্যাকার্ড হাতে পথে নামলেন উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতে । সোমবার 35 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বারাসত প্রিয়নাথ গার্লস হাইস্কুলের প্রায় 40 জন অকৃতকার্য ছাত্রী (Agitation breaks out in Barasat by unsuccessful HS students)। তাঁদের সঙ্গে আন্দোলনে সামিল হন অভিভাবকরাও । প্রায় 40 মিনিট ধরে চলে রাস্তা অবরোধ এবং বিক্ষোভ । আন্দোলনের জেরে গুরুত্বপূর্ণ 35 নম্বর জাতীয় সড়কে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল । খবর পেয়ে পুলিশ এসে একপ্রকার জোর করে অবরোধ হটিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

এবছর বারাসত প্রিয়নাথ গার্লস হাইস্কুল থেকে সব মিলিয়ে 70 জন ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিল । তার মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র 30 জন পড়ুয়া । বাকি 40 জন অকৃতকার্য হওয়ায় এদিন তাঁরা পথে নামেন পাশ করানোর দাবিতে ।

আরও পড়ুন : HS Result 2022 : উচ্চমাধ্যমিক সাফল্যের আকাশছোঁয়া হারের মধ্যেও ব্যতিক্রমী দুর্গাপুরে, অকৃতকার্য একই স্কুলের 80!

এই বিষয়ে পূজা দাস এবং মৌমিতা মণ্ডল নামে দুই অকৃতকার্য পড়ুয়া বলেন, "স্কুলের 70 জন ছাত্রীর মধ্যে 40 জন কিছুতেই অকৃতকার্য হতে পারে না । আমরা পরীক্ষার আগে রাত জেগে পড়ে ঠিকমতোই পরীক্ষা দিয়েছিলাম । নম্বর কম পেলেও অকৃতকার্য হওয়ার কথা নয় ৷ কিন্তু তারপরও অনলাইনে রেজাল্ট আনসাকসেসফুল দেখাচ্ছে । এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষও কোনও দায়িত্ব নিতে চাইছে না । তাই বাধ্য হয়েই আমরা পথে নেমেছি । আমাদের একটাই দাবি, সঠিক মূল্যায়ন করে পরীক্ষায় পাশ করাতে হবে ।প্রয়োজনে এই দাবিতে বিকাশ ভবন অভিযান করতেও পিছপা হব না আমরা ।"

পাশ করানোর দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন প্রিয়নাথ গার্লস হাইস্কুলের ছাত্রীরা

অন্যদিকে, পাশ করানোর দাবিতে এদিন দুপুরে বারাসতের কলোনি মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাণীনিকেতন গার্লস হাইস্কুলের প্রায় 45 জন অকৃতকার্য পড়ুয়াও । কিছুক্ষণ অবরোধ চলার পর অবশ্য পড়ুয়ারা উঠে যান সেখান থেকে ।

আরও পড়ুন : Road Blocked in Tufanganj: স্কুলের 101 জন পরীক্ষার্থীর 80 শতাংশই উচ্চমাধ্যমিকে অকৃতকার্য ! পাশ করানোর দাবিতে বিক্ষোভ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.