ETV Bharat / state

মিড ডে মিলে সামগ্রী কম দেওয়ার অভিযোগ, ICDS কর্মীকে আটকে রেখে বিক্ষোভ দত্তপুকুরে

মিড ডে মিলে সামগ্রী কম দেওয়ার অভিযোগে ICDS কর্মীকে দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । উত্তর 24 পরগনার দত্তপুকুরের ছোটো জাগুলিয়ার ঘটনা ৷

author img

By

Published : Aug 18, 2020, 4:26 PM IST

ছবি
ছবি

দত্তপুকুর, 18 অগাস্ট : মিডডে মিলে সামগ্রী কম দেওয়ার অভিযোগে ICDS কর্মী ও পঞ্চায়েত সদস্যাকে দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ছোটো জাগুলিয়া পঞ্চায়েতের বড়া এলাকার ঘটনা ৷ অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ICDS সেন্টারের শিশুদের চাল, আলু, ডাল ও ছোলা কম পরিমাণে দেওয়া হচ্ছিল । বিষয়টি ICDS কর্তৃপক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েতকে বারবার জানানো হলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ ৷

গতকাল দুপুরে মিড ডে মিলের জিনিস কম দেওয়ার সময় বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন অভিভাবকরা । তাঁরা লক্ষ্য করেন, মাথাপিছু যে পরিমাণ চাল,ডাল ও আলু দেওয়া কথা তার চেয়ে কম দেওয়া হচ্ছে ৷ যেখানে দু'কেজি করে আলু দেওয়ার কথা সেখানে দেওয়া হচ্ছে দেড় কেজি করে ৷ আর কাউকে 1 কেজি 700 আবার কাউকে 1 কেজি 600 করে চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ ৷ ডালও 250 গ্রামের পরিবর্তে কাউকে 170 গ্রাম আবার কাউকে 200 গ্রাম করে দেওয়া হচ্ছে ৷ গতকাল হাতেনাতে ধরা পড়ে যাওয়ার পর ওই ICDS সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী ও পঞ্চায়েত সদস্যা পিয়ালি দাসকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় ৷ চলে বিক্ষোভও ৷ পরে, স্থানীয় পঞ্চায়েতের হস্তক্ষেপে মুক্ত হন ওই ICDS কর্মী ৷

ICDS কর্মী ও পঞ্চায়েত সদস্যাকে আটকে বিক্ষোভ অভিভাবকদের

এই বিষয়ে সাবির আলি মোল্লা নামে এক অভিভাবক বলেন, "লকডাউনের সময় থেকেই মিড ডে মিলের সামগ্রী কম দেওয়ার প্রবণতা চলছে ৷ বারবার আমরা ওই ICDS কর্মী ও পঞ্চায়েতকে বিষয়টি জানিয়েছি ৷ তাঁরা আশ্বাস দিয়েছিল এরকম ঘটনা আর ঘটবে না ৷ ফের একই ঘটনা ঘটল ৷ তাই আমরা ওনাকে ICDS সেন্টারে আটকে রাখতে বাধ্য হয়েছি ৷"

দত্তপুকুর, 18 অগাস্ট : মিডডে মিলে সামগ্রী কম দেওয়ার অভিযোগে ICDS কর্মী ও পঞ্চায়েত সদস্যাকে দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ছোটো জাগুলিয়া পঞ্চায়েতের বড়া এলাকার ঘটনা ৷ অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ICDS সেন্টারের শিশুদের চাল, আলু, ডাল ও ছোলা কম পরিমাণে দেওয়া হচ্ছিল । বিষয়টি ICDS কর্তৃপক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েতকে বারবার জানানো হলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ ৷

গতকাল দুপুরে মিড ডে মিলের জিনিস কম দেওয়ার সময় বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন অভিভাবকরা । তাঁরা লক্ষ্য করেন, মাথাপিছু যে পরিমাণ চাল,ডাল ও আলু দেওয়া কথা তার চেয়ে কম দেওয়া হচ্ছে ৷ যেখানে দু'কেজি করে আলু দেওয়ার কথা সেখানে দেওয়া হচ্ছে দেড় কেজি করে ৷ আর কাউকে 1 কেজি 700 আবার কাউকে 1 কেজি 600 করে চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ ৷ ডালও 250 গ্রামের পরিবর্তে কাউকে 170 গ্রাম আবার কাউকে 200 গ্রাম করে দেওয়া হচ্ছে ৷ গতকাল হাতেনাতে ধরা পড়ে যাওয়ার পর ওই ICDS সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী ও পঞ্চায়েত সদস্যা পিয়ালি দাসকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় ৷ চলে বিক্ষোভও ৷ পরে, স্থানীয় পঞ্চায়েতের হস্তক্ষেপে মুক্ত হন ওই ICDS কর্মী ৷

ICDS কর্মী ও পঞ্চায়েত সদস্যাকে আটকে বিক্ষোভ অভিভাবকদের

এই বিষয়ে সাবির আলি মোল্লা নামে এক অভিভাবক বলেন, "লকডাউনের সময় থেকেই মিড ডে মিলের সামগ্রী কম দেওয়ার প্রবণতা চলছে ৷ বারবার আমরা ওই ICDS কর্মী ও পঞ্চায়েতকে বিষয়টি জানিয়েছি ৷ তাঁরা আশ্বাস দিয়েছিল এরকম ঘটনা আর ঘটবে না ৷ ফের একই ঘটনা ঘটল ৷ তাই আমরা ওনাকে ICDS সেন্টারে আটকে রাখতে বাধ্য হয়েছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.