ETV Bharat / state

Groom arrested from Bauvat ceremony : প্রেমিকার সঙ্গে সহবাস করে অন্য মেয়েকে বিয়ে, বৌভাতের অনুষ্ঠান থেকে গ্রেফতার যুবক - boyfriend has left his girlfriend

প্রেমিকার সঙ্গে সহবাস করে অন্য মেয়েকে বিয়ে করেছে প্রেমিক। প্রেমিকার অভিযোগে বৌভাতের আসর থেকে যুবককে গ্রেফতার করল পুলিশ (Groom arrested from Bauvat ceremony)।

Boyfriend Has Left His Girlfriend
বৌভাতের অনুষ্ঠান থেকে গ্রেফতার যুবক
author img

By

Published : Apr 23, 2022, 3:33 PM IST

গাইঘাটা, 23 এপ্রিল: প্রেমিকাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করেছে প্রেমিক । প্রেমিকার অভিযোগে বৌভাতের আসর থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুলিশ । গাইঘাটা থানার দেবীপুর এলাকার ঘটনা । অভিযুক্ত অভিজিৎ দাস একটি বেসরকারি সংস্থার কর্মী (Groom arrested from Bauvat ceremony) ৷

সূত্রের খবর, প্রতিবেশী মৌমিতা সরকারের সঙ্গে অভিজিতের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল । মাস তিনেক আগে প্রেমের ছন্দপতন হয় । প্রেমিকা জানিয়েছেন, মাসকয়েক আগে অভিজিৎ সম্পর্ক ছিন্ন করে দেয় তাঁর সঙ্গে । তাঁরা খোঁজ খবর নিয়ে জানতে পারেন, অভিজিৎ শিলিগুড়ির একটি মেয়েকে গোপনে রেজিস্ট্রি ম্যারেজ করেছে । দেবীপুর এলাকার একটি মেয়ের সঙ্গে চলতি মাসের 20 তারিখে সামাজিকভাবে বিয়ে করেছে। তারপরেই গাইঘাটা থানায় প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন প্রেমিকা ।

আরও পড়ুন: স্বামীর পরকীয়ার প্রতিবাদ, মহিলাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ

অভিযোগ মৌমিতার সঙ্গে দীর্ঘদিন প্রেম করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার সহবাস করে অভিযুক্ত। মৌমিতার দাবি, সহবাসের ফলে গর্ভবতী হয়েছিলেন তিনি । দু‘বার অভিজিৎ গর্ভপাত করিয়েছিল । এখন তার সঙ্গে প্রতারণা করে অন্য মেয়েকে বিয়ে করেছে অভিজিৎ। তিনি বলেন, "আমি ওকে আর বিয়ে করতে চাই না। আমি চাই আইনের মাধ্যমে ওর উচিত শিক্ষা হোক।" অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নামে। শুক্রবার রাতে অভিযুক্তকে গোবরডাঙ্গার বৌভাতের অনুষ্ঠান থেকে গ্রেফতার করে।

অভিযোগ অস্বীকার করে অভিজিতের বাবা অচিন্ত্য দাস বলেন, "ওই মেয়েটিকে আমরা জিজ্ঞাসা করেছিলাম আমার ছেলেকে বিয়ে করতে চায় কি না। বিয়ে করব না জানিয়ে কয়েক লক্ষ টাকা দাবি করেছিল। টাকা না দেওয়ায় মিথ্যা সহবাসের অভিযোগ ওরা আমার ছেলেকে ফাঁসিয়াছে।"

গাইঘাটা, 23 এপ্রিল: প্রেমিকাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করেছে প্রেমিক । প্রেমিকার অভিযোগে বৌভাতের আসর থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুলিশ । গাইঘাটা থানার দেবীপুর এলাকার ঘটনা । অভিযুক্ত অভিজিৎ দাস একটি বেসরকারি সংস্থার কর্মী (Groom arrested from Bauvat ceremony) ৷

সূত্রের খবর, প্রতিবেশী মৌমিতা সরকারের সঙ্গে অভিজিতের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল । মাস তিনেক আগে প্রেমের ছন্দপতন হয় । প্রেমিকা জানিয়েছেন, মাসকয়েক আগে অভিজিৎ সম্পর্ক ছিন্ন করে দেয় তাঁর সঙ্গে । তাঁরা খোঁজ খবর নিয়ে জানতে পারেন, অভিজিৎ শিলিগুড়ির একটি মেয়েকে গোপনে রেজিস্ট্রি ম্যারেজ করেছে । দেবীপুর এলাকার একটি মেয়ের সঙ্গে চলতি মাসের 20 তারিখে সামাজিকভাবে বিয়ে করেছে। তারপরেই গাইঘাটা থানায় প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন প্রেমিকা ।

আরও পড়ুন: স্বামীর পরকীয়ার প্রতিবাদ, মহিলাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ

অভিযোগ মৌমিতার সঙ্গে দীর্ঘদিন প্রেম করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার সহবাস করে অভিযুক্ত। মৌমিতার দাবি, সহবাসের ফলে গর্ভবতী হয়েছিলেন তিনি । দু‘বার অভিজিৎ গর্ভপাত করিয়েছিল । এখন তার সঙ্গে প্রতারণা করে অন্য মেয়েকে বিয়ে করেছে অভিজিৎ। তিনি বলেন, "আমি ওকে আর বিয়ে করতে চাই না। আমি চাই আইনের মাধ্যমে ওর উচিত শিক্ষা হোক।" অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নামে। শুক্রবার রাতে অভিযুক্তকে গোবরডাঙ্গার বৌভাতের অনুষ্ঠান থেকে গ্রেফতার করে।

অভিযোগ অস্বীকার করে অভিজিতের বাবা অচিন্ত্য দাস বলেন, "ওই মেয়েটিকে আমরা জিজ্ঞাসা করেছিলাম আমার ছেলেকে বিয়ে করতে চায় কি না। বিয়ে করব না জানিয়ে কয়েক লক্ষ টাকা দাবি করেছিল। টাকা না দেওয়ায় মিথ্যা সহবাসের অভিযোগ ওরা আমার ছেলেকে ফাঁসিয়াছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.