ETV Bharat / state

TMCP purification streets by Gangajal: দিলীপ ঘোষের প্রচারের পর রাস্তায় গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ টিএমসিপি'র - After Dilip Ghosh campaign TMCP purification by Gangajal in the streets

ভোট প্রচারে এসে বারাসতের মাটি অপবিত্র করেছেন দিলীপ ঘোষ । তাই রাস্তায় গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করল টিএমসিপি । কর্মসূচির ভিন্ন সুর জেলা সভাপতির গলায় (TMCP purification streets by Gangajal) ।

TMCP purification by Gangajaln
গঙ্গাজল ছিটিয়ে, ঝাঁটা দিয়ে শুদ্ধি করণ
author img

By

Published : Feb 18, 2022, 8:45 PM IST

বারাসত, 18 ফেব্রুয়ারি: বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের প্রচারের পর রাস্তায় গঙ্গাজল ছিটিয়ে ঝাঁটা দিয়ে শুদ্ধিকরণ করলেন তৃণমূলের ছাত্র সংগঠনের কর্মী-সমর্থকেরা । শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগণার জেলাসদর বারাসত । টিএমসিপি নেতৃত্বের দাবি,"দিলীপ ঘোষের মতো একজন অশিক্ষিত লোক ভোট প্রচারে এসে বারাসতের মাটি অপবিত্র করেছেন । তাই, সংস্কৃতির পীঠস্থান বারাসতের মাটি গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করা হল ।" যদিও টিএমসিপি-র এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির । উল্টে শাসকদলের এটাই সংস্কৃতি বলে কটাক্ষ করেছে তারা (After Dilip Ghosh campaign TMCP purification by Gangajal in the streets)।

এদিন দুপুরে বারাসতের 8 ও 9 নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ । সেখানে দলীয় প্রার্থীদের হয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তিনি । প্রচার সেরে দিলীপ ঘোষ বেরিয়ে যেতেই আসরে নামে বারাসত শহর তৃণমূল ছাত্র পরিষদ । দলের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সংগঠনের সভাপতি লিঙ্কন মল্লিক বারাসত কলেজ সংলগ্ন রাস্তা পবিত্র করার কাজে নামেন । যেটি আবার বারাসত পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত । এরপরই রাস্তায় গঙ্গা জল ছিটিয়ে ঝাঁটা দিয়ে চলে শুদ্ধিকরণ করার কাজ ।

আরও পড়ুন: Gas Leak at Durgapur steel plant : দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস দুর্ঘটনায় মৃত 3, আশঙ্কাজনক আরও পাঁচ

বারাসত শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি লিঙ্কন মল্লিক বলেন, "দিলীপ ঘোষ একজন ফালতু লোক । যিনি গোরুর দুধে সোনা খুঁজে পান তার মতো অপদার্থ লোক এই রাজ্যে নেই । উনি যাতে বারাসতের মতো জায়গায় এসে সংস্কৃতিপ্রেমী মানুষকে বিভ্রান্ত করতে না-পারেন, তার জন্য সকলের মঙ্গল কামনায় আমরা এমন কর্মসূচি হাতে নিয়েছি । ওনার প্রচারে আমরা বাধা দিইনি । কিন্তু যিনি বিভিন্ন সময়ে মহিলা মুখ্যমন্ত্রী থেকে বাংলার জনগণের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন তাঁর থেকে কোনও জ্ঞান শুনবে না বারাসতের মানুষ ।"

যদিও, এই প্রসঙ্গেই তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি অশনি মুখোপাধ্যায়ের বলেন,"তৃণমূলের সংস্কৃতি বিরোধীদলের সঙ্গে সৌজন্যতা দেখানো । এটাই মুখ্যমন্ত্রী শিখিয়ে এসেছেন আমাদের। মুখ্যমন্ত্রী নিজেও বরাবর যেটা করে থাকেন । সেখানে টিএমসিপি-র কর্মী-সমর্থকরা ঠিক কী কর্মসূচি হাতে নিয়েছিলেন তা আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে ।"

বারাসত, 18 ফেব্রুয়ারি: বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের প্রচারের পর রাস্তায় গঙ্গাজল ছিটিয়ে ঝাঁটা দিয়ে শুদ্ধিকরণ করলেন তৃণমূলের ছাত্র সংগঠনের কর্মী-সমর্থকেরা । শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগণার জেলাসদর বারাসত । টিএমসিপি নেতৃত্বের দাবি,"দিলীপ ঘোষের মতো একজন অশিক্ষিত লোক ভোট প্রচারে এসে বারাসতের মাটি অপবিত্র করেছেন । তাই, সংস্কৃতির পীঠস্থান বারাসতের মাটি গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করা হল ।" যদিও টিএমসিপি-র এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির । উল্টে শাসকদলের এটাই সংস্কৃতি বলে কটাক্ষ করেছে তারা (After Dilip Ghosh campaign TMCP purification by Gangajal in the streets)।

এদিন দুপুরে বারাসতের 8 ও 9 নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ । সেখানে দলীয় প্রার্থীদের হয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তিনি । প্রচার সেরে দিলীপ ঘোষ বেরিয়ে যেতেই আসরে নামে বারাসত শহর তৃণমূল ছাত্র পরিষদ । দলের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সংগঠনের সভাপতি লিঙ্কন মল্লিক বারাসত কলেজ সংলগ্ন রাস্তা পবিত্র করার কাজে নামেন । যেটি আবার বারাসত পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত । এরপরই রাস্তায় গঙ্গা জল ছিটিয়ে ঝাঁটা দিয়ে চলে শুদ্ধিকরণ করার কাজ ।

আরও পড়ুন: Gas Leak at Durgapur steel plant : দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস দুর্ঘটনায় মৃত 3, আশঙ্কাজনক আরও পাঁচ

বারাসত শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি লিঙ্কন মল্লিক বলেন, "দিলীপ ঘোষ একজন ফালতু লোক । যিনি গোরুর দুধে সোনা খুঁজে পান তার মতো অপদার্থ লোক এই রাজ্যে নেই । উনি যাতে বারাসতের মতো জায়গায় এসে সংস্কৃতিপ্রেমী মানুষকে বিভ্রান্ত করতে না-পারেন, তার জন্য সকলের মঙ্গল কামনায় আমরা এমন কর্মসূচি হাতে নিয়েছি । ওনার প্রচারে আমরা বাধা দিইনি । কিন্তু যিনি বিভিন্ন সময়ে মহিলা মুখ্যমন্ত্রী থেকে বাংলার জনগণের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন তাঁর থেকে কোনও জ্ঞান শুনবে না বারাসতের মানুষ ।"

যদিও, এই প্রসঙ্গেই তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি অশনি মুখোপাধ্যায়ের বলেন,"তৃণমূলের সংস্কৃতি বিরোধীদলের সঙ্গে সৌজন্যতা দেখানো । এটাই মুখ্যমন্ত্রী শিখিয়ে এসেছেন আমাদের। মুখ্যমন্ত্রী নিজেও বরাবর যেটা করে থাকেন । সেখানে টিএমসিপি-র কর্মী-সমর্থকরা ঠিক কী কর্মসূচি হাতে নিয়েছিলেন তা আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.