ETV Bharat / state

Murder at Gobardanga : ত্রিকোণ প্রেমের সন্দেহের বশে যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত - গোবরডাঙায় খুন

নিত্যদিনের মতোই কাজ করে বাড়ি ফিরছিলেন বছর চব্বিশের যুবক ৷ কিন্তু পথে হঠাৎ এমন কি হল যে খুন হয়ে গেলেন তিনি (Gobardanga Murder) ? পুলিশি জেরায় খুনের কারণ জানাল ধৃত ৷

Murder at Gobardanga
গোবরডাঙায় যুবককে কুপিয়ে খুন
author img

By

Published : Mar 28, 2022, 1:02 PM IST

Updated : Mar 28, 2022, 2:34 PM IST

গোবরডাঙা, 28 মার্চ : স্রেফ সন্দেহ ৷ আর তাতেই খুন ? জেরার মুখে এমনই জানাল গোবরডাঙার যুবক খুনে অভিযুক্ত ৷

রবিবার রাত 10টা নাগাদ উত্তর 24 পরগনার গোবরডাঙা থানার ঘোলার মাঠ এলাকায় (Murder at Gobardanga) খুন হন এক যুবক ৷ নিহতের নাম অঙ্কনভঞ্জ চৌধুরী (24)।

প্রতিদিনের মতোই মছলন্দপুরে মোবাইলের দোকানে কাজ সেরে বাড়ি ফিরছিলেন বেড়গুম রামকৃষ্ণ পাঠাগার এলাকার বাসিন্দা অঙ্কন । পথে ঘোলার মাঠ এলাকায় অর্ণব নাগ নামে এক যুবকের সঙ্গে বচসা বাধে তাঁর । বিবাদ চলাকালীন হঠাৎই একটি ছুরি বের করে অঙ্কনকে কোপাতে শুরু করে অর্ণব । অঙ্কনের চিৎকার শুনে এক দোকানদার বেরিয়ে এসে দেখেন, রাস্তায় কেউ পড়ে রয়েছে । ছুটে গিয়ে তিনি মছলন্দপুর ফাঁড়িতে (Accused Detain in Gobardanga Murder) খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ দেখে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন অঙ্কন । তার ঠিক পাশেই পড়ে আছে একটি রক্ত মাখা ছুরি, সাইকেল ও একটি মোবাইল ফোন ।

আরও পড়ুন : Son Murders Mother : নৃশংস ঘটনার সাক্ষী অশোকনগর, টাকা না দেওয়ায় মা'কে কুপিয়ে খুন করল ছেলে

তড়িঘড়ি অঙ্কনকে উদ্ধার করে প্রথমে বাউগাছি গ্রামীণ হাসপাতাল ও পরে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে অঙ্কনের মৃত্যু হয়েছে । তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ।

এই ঘটনায় পবিত্র দাস নামে এক ব্যক্তি বলেন, "আমরা দোকানের ভিতর কাজ করছিলাম । হঠাৎ বাঁচাও বাঁচাও চিৎকার শুনে বাইরে বেরিয়ে এসে দেখি রাস্তায় কেউ একজন পড়ে আছেন । কিছু বুঝে উঠতে না পেরে পুলিশ ফাঁড়িতে গিয়ে খবর দিই । পুলিশকে নিয়ে এসে দেখি রক্তাক্ত অবস্থায় একজন পড়ে রয়েছেন ।"

অঙ্কনের মামা সুরজিৎ সাহা বলেন, "ও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না । তেমন কোনও শত্রুও ছিল না । কী কারণে খুন করা হল কিছু বুঝতে পারছি না ।"

পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে নেমে অর্ণব নাগ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে । জেরায় ধৃত জানিয়েছে, সম্প্রতি প্রেমিকা তাকে এড়িয়ে চলছিল । যার কারণ হিসেবে তার মনে হয়েছিল, বন্ধু অঙ্কনের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছে প্রেমিকা ৷ এই নিয়েই রাস্তায় রবিবার রাতে দু'জনের মধ্যে বচসা হয় । আর তারপরই অঙ্কনকে কুপিয়ে খুন করে সে । ধৃত অর্ণবকে সোমবার বারাসত আদালতে পাঠিয়েছে পুলিশ ।

আরও পড়ুন : Minor Girl Rape : দিদির প্রেমিকের কাছ থেকে উপহার নিতে এসে ধর্ষণের শিকার নাবালিকা

গোবরডাঙা, 28 মার্চ : স্রেফ সন্দেহ ৷ আর তাতেই খুন ? জেরার মুখে এমনই জানাল গোবরডাঙার যুবক খুনে অভিযুক্ত ৷

রবিবার রাত 10টা নাগাদ উত্তর 24 পরগনার গোবরডাঙা থানার ঘোলার মাঠ এলাকায় (Murder at Gobardanga) খুন হন এক যুবক ৷ নিহতের নাম অঙ্কনভঞ্জ চৌধুরী (24)।

প্রতিদিনের মতোই মছলন্দপুরে মোবাইলের দোকানে কাজ সেরে বাড়ি ফিরছিলেন বেড়গুম রামকৃষ্ণ পাঠাগার এলাকার বাসিন্দা অঙ্কন । পথে ঘোলার মাঠ এলাকায় অর্ণব নাগ নামে এক যুবকের সঙ্গে বচসা বাধে তাঁর । বিবাদ চলাকালীন হঠাৎই একটি ছুরি বের করে অঙ্কনকে কোপাতে শুরু করে অর্ণব । অঙ্কনের চিৎকার শুনে এক দোকানদার বেরিয়ে এসে দেখেন, রাস্তায় কেউ পড়ে রয়েছে । ছুটে গিয়ে তিনি মছলন্দপুর ফাঁড়িতে (Accused Detain in Gobardanga Murder) খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ দেখে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন অঙ্কন । তার ঠিক পাশেই পড়ে আছে একটি রক্ত মাখা ছুরি, সাইকেল ও একটি মোবাইল ফোন ।

আরও পড়ুন : Son Murders Mother : নৃশংস ঘটনার সাক্ষী অশোকনগর, টাকা না দেওয়ায় মা'কে কুপিয়ে খুন করল ছেলে

তড়িঘড়ি অঙ্কনকে উদ্ধার করে প্রথমে বাউগাছি গ্রামীণ হাসপাতাল ও পরে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে অঙ্কনের মৃত্যু হয়েছে । তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ।

এই ঘটনায় পবিত্র দাস নামে এক ব্যক্তি বলেন, "আমরা দোকানের ভিতর কাজ করছিলাম । হঠাৎ বাঁচাও বাঁচাও চিৎকার শুনে বাইরে বেরিয়ে এসে দেখি রাস্তায় কেউ একজন পড়ে আছেন । কিছু বুঝে উঠতে না পেরে পুলিশ ফাঁড়িতে গিয়ে খবর দিই । পুলিশকে নিয়ে এসে দেখি রক্তাক্ত অবস্থায় একজন পড়ে রয়েছেন ।"

অঙ্কনের মামা সুরজিৎ সাহা বলেন, "ও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না । তেমন কোনও শত্রুও ছিল না । কী কারণে খুন করা হল কিছু বুঝতে পারছি না ।"

পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে নেমে অর্ণব নাগ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে । জেরায় ধৃত জানিয়েছে, সম্প্রতি প্রেমিকা তাকে এড়িয়ে চলছিল । যার কারণ হিসেবে তার মনে হয়েছিল, বন্ধু অঙ্কনের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছে প্রেমিকা ৷ এই নিয়েই রাস্তায় রবিবার রাতে দু'জনের মধ্যে বচসা হয় । আর তারপরই অঙ্কনকে কুপিয়ে খুন করে সে । ধৃত অর্ণবকে সোমবার বারাসত আদালতে পাঠিয়েছে পুলিশ ।

আরও পড়ুন : Minor Girl Rape : দিদির প্রেমিকের কাছ থেকে উপহার নিতে এসে ধর্ষণের শিকার নাবালিকা

Last Updated : Mar 28, 2022, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.