ETV Bharat / state

Minor Girl Rape in Habra : হাবড়ায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার নাবালক - পুলিশ অভিযুক্ত ওই নাবালককে গ্রেফতার করেছে

নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত এক নাবালক ৷ নাবালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ (Accused Arrested on Minor Girl Rape Case) ৷ তাকে মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাদতের নির্দেশ দিয়েছে ৷

Minor Girl Rape
নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে
author img

By

Published : Jun 14, 2022, 10:46 PM IST

হাবড়া, 14 জুন : নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ওই নাবালককে গ্রেফতার করেছে হাবড়া থানা এলাকা থেকে (Accused Arrested on Minor Girl Rape Case)। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকে ওই নাবালকের পরিবারের সদস্যরা পলাতক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাবড়া থানার অন্তর্গত মছলন্দপুর এলাকায় বাড়ি বছর পনেরোর ওই নাবালিকার। অভিযুক্ত নাবালকের বাড়িও একই এলাকাতে। গত 1 জুন বাড়ি থেকে বেরিয়ে আচমকাই নিখোঁজ হয়ে যায় নাবালিকা। ওই একইদিনে প্রতিবেশী নাবালকও উধাও হয়ে যায় এলাকা থেকে। ফলে, সন্দেহ গিয়ে পড়ে ওই নাবালকের ওপর। এরপরই খোঁজ শুরু হয় দু'জনের। কিন্তু, বিভিন্ন জায়গায় খোঁজ করার পরও হদিশ মেলেনি নাবালক-নাবালিকার।

আরও পড়ুন : বাংলাদেশে পাচার হয়ে যাওয়া কিশোরীকে দেশে ফেরাতে তৎপর কলকাতা হাইকোর্ট

শেষে ঘটনার পাঁচ দিনের মাথায় অর্থাৎ 6 জুন নাবালকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের হয় হাবড়া থানায়। নাবালিকার পরিবারের অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। তারই মধ্যে অভিযুক্ত নাবালকের পরিবারের লোকেরা বাড়ি থেকে পালিয়ে যান । ফলে, ঘটনার জেরে রহস্য আরও ঘনীভূত হয়। তদন্ত চলাকালীন গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর পৌঁছয় মছলন্দপুরের একটি নির্জন এলাকায় ওই নাবালিকাকে আটকে রাখা হয়েছে।

খবর পেয়েই মঙ্গলবার ভোরের দিকে সেখানে হানা দেয় তদন্তকারীদের একটি টিম। সেখান থেকে উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ধর্ষণ করা হয়েছে নাবালিকাকে। এরপর ওই নাবালককে আটক করে নিয়ে যাওয়া হয় হাবড়া থানায়। পরে, তাকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে হাবড়া থানার পুলিশ জানিয়েছে, এদিনই নির্যাতিতা নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। ধৃত নাবালকের পরিবারের সদস্যদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনায় তাঁদের কোনওরকম যোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রেয়াত করা হবে না কাউকেই।

আরও পড়ুন : নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শিক্ষক

ধৃত ওই নাবালকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। ধৃতকে মঙ্গলবার দুপুরে সল্টলেকের জুভেনাইন কোর্টে পেশ করা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

হাবড়া, 14 জুন : নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ওই নাবালককে গ্রেফতার করেছে হাবড়া থানা এলাকা থেকে (Accused Arrested on Minor Girl Rape Case)। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকে ওই নাবালকের পরিবারের সদস্যরা পলাতক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাবড়া থানার অন্তর্গত মছলন্দপুর এলাকায় বাড়ি বছর পনেরোর ওই নাবালিকার। অভিযুক্ত নাবালকের বাড়িও একই এলাকাতে। গত 1 জুন বাড়ি থেকে বেরিয়ে আচমকাই নিখোঁজ হয়ে যায় নাবালিকা। ওই একইদিনে প্রতিবেশী নাবালকও উধাও হয়ে যায় এলাকা থেকে। ফলে, সন্দেহ গিয়ে পড়ে ওই নাবালকের ওপর। এরপরই খোঁজ শুরু হয় দু'জনের। কিন্তু, বিভিন্ন জায়গায় খোঁজ করার পরও হদিশ মেলেনি নাবালক-নাবালিকার।

আরও পড়ুন : বাংলাদেশে পাচার হয়ে যাওয়া কিশোরীকে দেশে ফেরাতে তৎপর কলকাতা হাইকোর্ট

শেষে ঘটনার পাঁচ দিনের মাথায় অর্থাৎ 6 জুন নাবালকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের হয় হাবড়া থানায়। নাবালিকার পরিবারের অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। তারই মধ্যে অভিযুক্ত নাবালকের পরিবারের লোকেরা বাড়ি থেকে পালিয়ে যান । ফলে, ঘটনার জেরে রহস্য আরও ঘনীভূত হয়। তদন্ত চলাকালীন গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর পৌঁছয় মছলন্দপুরের একটি নির্জন এলাকায় ওই নাবালিকাকে আটকে রাখা হয়েছে।

খবর পেয়েই মঙ্গলবার ভোরের দিকে সেখানে হানা দেয় তদন্তকারীদের একটি টিম। সেখান থেকে উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ধর্ষণ করা হয়েছে নাবালিকাকে। এরপর ওই নাবালককে আটক করে নিয়ে যাওয়া হয় হাবড়া থানায়। পরে, তাকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে হাবড়া থানার পুলিশ জানিয়েছে, এদিনই নির্যাতিতা নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। ধৃত নাবালকের পরিবারের সদস্যদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনায় তাঁদের কোনওরকম যোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রেয়াত করা হবে না কাউকেই।

আরও পড়ুন : নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শিক্ষক

ধৃত ওই নাবালকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। ধৃতকে মঙ্গলবার দুপুরে সল্টলেকের জুভেনাইন কোর্টে পেশ করা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.