নিউটাউন, 14 ডিসেম্বর: গেস্ট হাউসে এক যুবতিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক । ধৃতের নাম সোনু সরকার । মঙ্গলবার রাতে গড়ফা থানা এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ(Accused Arrested for Raping Young Woman in a Guest House at Newtown)। বুধবার ধৃতকে বারাসত আদালতে তোলা হয় ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে অভিযোগকারিণী যুবতিকে নিয়ে নিউটাউনের একটি গেস্ট হাউসে ওঠে সোনু । এরপর তাকে মাদক খাইয়ে ধর্ষণ করা হয় বলে ইকোপার্ক থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ জানান যুবতি । ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার রাতে গড়ফা থেকে অভিযুক্ত সোনুকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ । ধৃতকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় যুবতির সঙ্গে । এরপরই ধীরে ধীরে দু'জনের মধ্যে বন্ধুত্ব এবং ঘনিষ্ঠতা বাড়ে ।
আরও পড়ুন : ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ব্যবসায়ীর পুত্র ! মহেশতলায় ধুন্ধুমার