ঠাকুরনগর,18 নভেম্বর : গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি ও তার পুত্র । অভিযোগ, গাড়িটি ছিল বিদ্যুৎ বণ্টন কম্পানির ঠাকুরনগর অফিসের । এর প্রতিবাদে প্রায় দু'ঘণ্টা পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা । অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধস্তাধস্তি হয় । সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগরে ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত শুক্রবার গাইঘাটার সিংজল এলাকার পীযূষ হালদার নামে এক ব্যক্তি ঠাকুরনগর থেকে ছেলেকে স্কুল থেকে স্কুটিতে চাপিয়ে বাড়ি ফিরছিলেন । অভিযোগ, পথে মানিকহীরা এলাকায় বিদ্যুৎ বণ্টন কম্পানির ঠাকুরনগর শাখার অফিসের একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে । বাবা-ছেলে দু'জনই গুরুতর জখম হন । দু'জনই বর্তমানে কলকাতার একটি বেসকারি হাসপাতালে চিকিৎসাধীন । সেই খবর জানাজানি হতেই সোমবার স্থানীয় বাসিন্দারা ঠাকুরনগর বিদ্যুৎ বণ্টন কম্পানির অফিসে বিক্ষোভ দেখাতে আসেন । কিন্তু অফিস থেকে বিক্ষোভকারীদের জানিয়ে দেওয়া হয়, ওই গাড়িটি তাদের ছিল না । এতে বাসিন্দারা উত্তেজিত হয়ে গিয়ে অফিসের সামনেই চাঁদপাড়া সড়কে অবরোধ শুরু করেন ।
খবর পেয়ে ঘটনাস্থানে আসে গাইঘাটা থানার পুলিশ । অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় । বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি নিয়ে তাড়া করে পুলিশ । ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । ঘটনাস্থান থেকে পুলিশ চারজন আন্দোলনকারীকে আটক করেছে । বিদ্যুৎ বণ্টন কম্পানির ঠাকুরনগর অফিসের স্টেশন ম্যানেজার প্রদীপ নাথ বলেন, "আমাদের গাড়ি সেদিন ওই এলাকায় যায়নি । প্ল্যান করে কিছু মানুষ এসব করছে ।"