ETV Bharat / state

ঠাকুরনগরে গাড়ির ধাক্কায় জখম বাবা ও ছেলে, অবরোধ স্থানীয়দের - accident with electric office car

স্কুল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় গুরতর আহত হন এক ব্যক্তি ও তার পুত্র ৷ অভিযোগ গাড়িটি বিদ্যুৎ বণ্টন কম্পানির । দুর্ঘটনার প্রতিবাদে আজ ঠাকুরনগরে দু’ঘণ্টা পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা ৷ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তাদের ৷

ঠাকুরনগরে বিক্ষোভ
author img

By

Published : Nov 18, 2019, 5:55 PM IST

Updated : Nov 18, 2019, 6:06 PM IST

ঠাকুরনগর,18 নভেম্বর : গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি ও তার পুত্র । অভিযোগ, গাড়িটি ছিল বিদ্যুৎ বণ্টন কম্পানির ঠাকুরনগর অফিসের । এর প্রতিবাদে প্রায় দু'ঘণ্টা পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা । অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধস্তাধস্তি হয় । সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগরে ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত শুক্রবার গাইঘাটার সিংজল এলাকার পীযূষ হালদার নামে এক ব্যক্তি ঠাকুরনগর থেকে ছেলেকে স্কুল থেকে স্কুটিতে চাপিয়ে বাড়ি ফিরছিলেন । অভিযোগ, পথে মানিকহীরা এলাকায় বিদ্যুৎ বণ্টন কম্পানির ঠাকুরনগর শাখার অফিসের একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে । বাবা-ছেলে দু'জনই গুরুতর জখম হন । দু'জনই বর্তমানে কলকাতার একটি বেসকারি হাসপাতালে চিকিৎসাধীন । সেই খবর জানাজানি হতেই সোমবার স্থানীয় বাসিন্দারা ঠাকুরনগর বিদ্যুৎ বণ্টন কম্পানির অফিসে বিক্ষোভ দেখাতে আসেন । কিন্তু অফিস থেকে বিক্ষোভকারীদের জানিয়ে দেওয়া হয়, ওই গাড়িটি তাদের ছিল না । এতে বাসিন্দারা উত্তেজিত হয়ে গিয়ে অফিসের সামনেই চাঁদপাড়া সড়কে অবরোধ শুরু করেন ।

দেখুন ভিডিয়ো

খবর পেয়ে ঘটনাস্থানে আসে গাইঘাটা থানার পুলিশ । অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় । বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি নিয়ে তাড়া করে পুলিশ । ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । ঘটনাস্থান থেকে পুলিশ চারজন আন্দোলনকারীকে আটক করেছে । বিদ্যুৎ বণ্টন কম্পানির ঠাকুরনগর অফিসের স্টেশন ম্যানেজার প্রদীপ নাথ বলেন, "আমাদের গাড়ি সেদিন ওই এলাকায় যায়নি । প্ল্যান করে কিছু মানুষ এসব করছে ।"

ঠাকুরনগর,18 নভেম্বর : গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি ও তার পুত্র । অভিযোগ, গাড়িটি ছিল বিদ্যুৎ বণ্টন কম্পানির ঠাকুরনগর অফিসের । এর প্রতিবাদে প্রায় দু'ঘণ্টা পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা । অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধস্তাধস্তি হয় । সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগরে ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত শুক্রবার গাইঘাটার সিংজল এলাকার পীযূষ হালদার নামে এক ব্যক্তি ঠাকুরনগর থেকে ছেলেকে স্কুল থেকে স্কুটিতে চাপিয়ে বাড়ি ফিরছিলেন । অভিযোগ, পথে মানিকহীরা এলাকায় বিদ্যুৎ বণ্টন কম্পানির ঠাকুরনগর শাখার অফিসের একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে । বাবা-ছেলে দু'জনই গুরুতর জখম হন । দু'জনই বর্তমানে কলকাতার একটি বেসকারি হাসপাতালে চিকিৎসাধীন । সেই খবর জানাজানি হতেই সোমবার স্থানীয় বাসিন্দারা ঠাকুরনগর বিদ্যুৎ বণ্টন কম্পানির অফিসে বিক্ষোভ দেখাতে আসেন । কিন্তু অফিস থেকে বিক্ষোভকারীদের জানিয়ে দেওয়া হয়, ওই গাড়িটি তাদের ছিল না । এতে বাসিন্দারা উত্তেজিত হয়ে গিয়ে অফিসের সামনেই চাঁদপাড়া সড়কে অবরোধ শুরু করেন ।

দেখুন ভিডিয়ো

খবর পেয়ে ঘটনাস্থানে আসে গাইঘাটা থানার পুলিশ । অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় । বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি নিয়ে তাড়া করে পুলিশ । ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । ঘটনাস্থান থেকে পুলিশ চারজন আন্দোলনকারীকে আটক করেছে । বিদ্যুৎ বণ্টন কম্পানির ঠাকুরনগর অফিসের স্টেশন ম্যানেজার প্রদীপ নাথ বলেন, "আমাদের গাড়ি সেদিন ওই এলাকায় যায়নি । প্ল্যান করে কিছু মানুষ এসব করছে ।"

Intro:বিদ্যুৎ দপ্তরের গাড়িতে জখম, অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।


ঠাকুরনগরঃ বিদ্যুৎ দপ্তরের গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি। প্রতিবাদে প্রায় দু'ঘণ্টা পথ অবরোধ করেন বাসিন্দারা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগরে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত শুক্রবার গাইঘাটার সিংজল এলাকার পীযুষ হালদার নামে এক ব্যক্তি ঠাকুরনগর থেকে ছেলেকে স্কুল থেকে স্কুটি করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, পথে মানিকহীরা এলাকায় ঠাকুরনগর ইলেকট্রিক সাপ্লায়ের একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। বাবা-ছেলে দু'জনই গুরুতর জখম হন। তাঁরা দু'জনই কলকাতার একটি বেসকারি হাসপাতালে চিকিৎসাধীন। সেই খবর জানাজানি হতেই সোমবার স্থানীয় বাসিন্দারা ঠাকুরনগর বিদ্যুৎ দপ্তরের অফিসে বিক্ষোভ দেখাতে আসেন। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বিক্ষোভকারীদের জানিয়ে দেওয়া হয়, ওই গাড়িটি তাদের ছিল না। তখন বাসিন্দারা ক্ষেপে গিয়ে বিদ্যুৎ দপ্তরের সামনেই চাঁদপাড়া সড়কে অবরোধ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের তাড়া করে। তাঁদের কয়েকজনকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ চার জন আন্দোলনকারীকে আটক করেছে। ঠাকুরনগর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার প্রদীপ নাথ বলেন, 'আমাদের গাড়ি সেদিন ওই এলাকায় যায়নি। প্ল্যান করে কিছু মানুষ এসব করছেন।'Body:বিদ্যুৎ দপ্তরের গাড়িতে জখম, অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।


ঠাকুরনগরঃ বিদ্যুৎ দপ্তরের গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি। প্রতিবাদে প্রায় দু'ঘণ্টা পথ অবরোধ করেন বাসিন্দারা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগরে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত শুক্রবার গাইঘাটার সিংজল এলাকার পীযুষ হালদার নামে এক ব্যক্তি ঠাকুরনগর থেকে ছেলেকে স্কুল থেকে স্কুটি করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, পথে মানিকহীরা এলাকায় ঠাকুরনগর ইলেকট্রিক সাপ্লায়ের একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। বাবা-ছেলে দু'জনই গুরুতর জখম হন। তাঁরা দু'জনই কলকাতার একটি বেসকারি হাসপাতালে চিকিৎসাধীন। সেই খবর জানাজানি হতেই সোমবার স্থানীয় বাসিন্দারা ঠাকুরনগর বিদ্যুৎ দপ্তরের অফিসে বিক্ষোভ দেখাতে আসেন। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বিক্ষোভকারীদের জানিয়ে দেওয়া হয়, ওই গাড়িটি তাদের ছিল না। তখন বাসিন্দারা ক্ষেপে গিয়ে বিদ্যুৎ দপ্তরের সামনেই চাঁদপাড়া সড়কে অবরোধ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের তাড়া করে। তাঁদের কয়েকজনকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ চার জন আন্দোলনকারীকে আটক করেছে। ঠাকুরনগর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার প্রদীপ নাথ বলেন, 'আমাদের গাড়ি সেদিন ওই এলাকায় যায়নি। প্ল্যান করে কিছু মানুষ এসব করছেন।'Conclusion:বিদ্যুৎ দপ্তরের গাড়িতে জখম, অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।


ঠাকুরনগরঃ বিদ্যুৎ দপ্তরের গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি। প্রতিবাদে প্রায় দু'ঘণ্টা পথ অবরোধ করেন বাসিন্দারা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগরে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত শুক্রবার গাইঘাটার সিংজল এলাকার পীযুষ হালদার নামে এক ব্যক্তি ঠাকুরনগর থেকে ছেলেকে স্কুল থেকে স্কুটি করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, পথে মানিকহীরা এলাকায় ঠাকুরনগর ইলেকট্রিক সাপ্লায়ের একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। বাবা-ছেলে দু'জনই গুরুতর জখম হন। তাঁরা দু'জনই কলকাতার একটি বেসকারি হাসপাতালে চিকিৎসাধীন। সেই খবর জানাজানি হতেই সোমবার স্থানীয় বাসিন্দারা ঠাকুরনগর বিদ্যুৎ দপ্তরের অফিসে বিক্ষোভ দেখাতে আসেন। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বিক্ষোভকারীদের জানিয়ে দেওয়া হয়, ওই গাড়িটি তাদের ছিল না। তখন বাসিন্দারা ক্ষেপে গিয়ে বিদ্যুৎ দপ্তরের সামনেই চাঁদপাড়া সড়কে অবরোধ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের তাড়া করে। তাঁদের কয়েকজনকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ চার জন আন্দোলনকারীকে আটক করেছে। ঠাকুরনগর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার প্রদীপ নাথ বলেন, 'আমাদের গাড়ি সেদিন ওই এলাকায় যায়নি। প্ল্যান করে কিছু মানুষ এসব করছেন।'
Last Updated : Nov 18, 2019, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.