গোপালনগর, 1 অগাস্ট : নবীন বরণ উৎসবে ছাত্রীদের কটূক্তি করাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল ABVP ও TMCP । গোপালনগরের ন'হাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের ঘটনা । সংঘর্ষের পর ন'হাটার নগরউখড়া রোড অবরোধ করে ABVP-র ছাত্ররা ।
আজ কলেজের কলা বিভাগে ভরতি হওয়া ফার্স্ট ইয়ারের ছাত্র-ছাত্রীদের জন্য নবীন বরণ উৎসবের আয়োজন করেছিল TMCP পরিচালিত ছাত্র সংসদ । অভিযোগ, সেই সময় কয়েকজন ছাত্রীকে কটূক্তি করে ABVP-র একদল ছাত্র । তা নিয়ে শুরু হয় বচসা । পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে । ABVP-র ছাত্ররা কলেজের ছাত্র সংসদে হামলা চালায় বলে অভিযোগ । যদিও অভিযোগ অস্বীকার করেছে ABVP । তাদের বক্তব্য, নবীন বরণ অনুষ্ঠানে ABVP-র সমর্থকরা যোগ দিতে চেয়েছিল । কিন্তু TMCP তাদের কলেজে ঢুকতে বাধা দেয় ৷ এমন কী তাদের উপর হামলাও চালায় ৷ যদিও তৃণমূল ছাত্র পরিষদের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷
কলেজ কর্তৃপক্ষ জানায়, নবীন বরণ অনুষ্ঠানের কথা TMCP-র থেকে প্রথম জানানো হয়েছিল । পরে ABVP-র পক্ষ থেকেও নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করার কথা প্রিন্সিপালকে জানানো হয় । সেইমতো আজ সকালে TMCP আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান হচ্ছিল । পরে ABVP-র অনুষ্ঠান হওয়ার কথা ছিল । কলেজের এক শিক্ষক জানান, ঝামেলার কথা তিনি শুনেছেন ৷ গোপালনগর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ কীভাবে এই সংঘর্ষ তা তিনি জানেন না ৷