ETV Bharat / state

নবীন বরণে ছাত্রীদের কটূক্তি, ধুন্ধুমার ন'হাটা কলেজে

অভিযোগ, সেই সময় কয়েকজন ছাত্রীকে উদ্দেশ্য করে কটূক্তি করে ABVP-র একদল ছাত্র । তা নিয়ে শুরু হয় বচসা । পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে । ABVP-র ছাত্ররা কলেজের ছাত্র সংসদেও হামলা চালায় ।

ধুন্ধুমার ন'হাটা কলেজে
author img

By

Published : Aug 1, 2019, 11:07 PM IST

গোপালনগর, 1 অগাস্ট : নবীন বরণ উৎসবে ছাত্রীদের কটূক্তি করাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল ABVP ও TMCP । গোপালনগরের ন'হাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের ঘটনা । সংঘর্ষের পর ন'হাটার নগরউখড়া রোড অবরোধ করে ABVP-র ছাত্ররা ।

আজ কলেজের কলা বিভাগে ভরতি হওয়া ফার্স্ট ইয়ারের ছাত্র-ছাত্রীদের জন্য নবীন বরণ উৎসবের আয়োজন করেছিল TMCP পরিচালিত ছাত্র সংসদ । অভিযোগ, সেই সময় কয়েকজন ছাত্রীকে কটূক্তি করে ABVP-র একদল ছাত্র । তা নিয়ে শুরু হয় বচসা । পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে । ABVP-র ছাত্ররা কলেজের ছাত্র সংসদে হামলা চালায় বলে অভিযোগ । যদিও অভিযোগ অস্বীকার করেছে ABVP । তাদের বক্তব্য, নবীন বরণ অনুষ্ঠানে ABVP-র সমর্থকরা যোগ দিতে চেয়েছিল । কিন্তু TMCP তাদের কলেজে ঢুকতে বাধা দেয় ৷ এমন কী তাদের উপর হামলাও চালায় ৷ যদিও তৃণমূল ছাত্র পরিষদের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

কলেজ কর্তৃপক্ষ জানায়, নবীন বরণ অনুষ্ঠানের কথা TMCP-র থেকে প্রথম জানানো হয়েছিল । পরে ABVP-র পক্ষ থেকেও নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করার কথা প্রিন্সিপালকে জানানো হয় । সেইমতো আজ সকালে TMCP আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান হচ্ছিল । পরে ABVP-র অনুষ্ঠান হওয়ার কথা ছিল । কলেজের এক শিক্ষক জানান, ঝামেলার কথা তিনি শুনেছেন ৷ গোপালনগর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ কীভাবে এই সংঘর্ষ তা তিনি জানেন না ৷

গোপালনগর, 1 অগাস্ট : নবীন বরণ উৎসবে ছাত্রীদের কটূক্তি করাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল ABVP ও TMCP । গোপালনগরের ন'হাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের ঘটনা । সংঘর্ষের পর ন'হাটার নগরউখড়া রোড অবরোধ করে ABVP-র ছাত্ররা ।

আজ কলেজের কলা বিভাগে ভরতি হওয়া ফার্স্ট ইয়ারের ছাত্র-ছাত্রীদের জন্য নবীন বরণ উৎসবের আয়োজন করেছিল TMCP পরিচালিত ছাত্র সংসদ । অভিযোগ, সেই সময় কয়েকজন ছাত্রীকে কটূক্তি করে ABVP-র একদল ছাত্র । তা নিয়ে শুরু হয় বচসা । পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে । ABVP-র ছাত্ররা কলেজের ছাত্র সংসদে হামলা চালায় বলে অভিযোগ । যদিও অভিযোগ অস্বীকার করেছে ABVP । তাদের বক্তব্য, নবীন বরণ অনুষ্ঠানে ABVP-র সমর্থকরা যোগ দিতে চেয়েছিল । কিন্তু TMCP তাদের কলেজে ঢুকতে বাধা দেয় ৷ এমন কী তাদের উপর হামলাও চালায় ৷ যদিও তৃণমূল ছাত্র পরিষদের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

কলেজ কর্তৃপক্ষ জানায়, নবীন বরণ অনুষ্ঠানের কথা TMCP-র থেকে প্রথম জানানো হয়েছিল । পরে ABVP-র পক্ষ থেকেও নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করার কথা প্রিন্সিপালকে জানানো হয় । সেইমতো আজ সকালে TMCP আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান হচ্ছিল । পরে ABVP-র অনুষ্ঠান হওয়ার কথা ছিল । কলেজের এক শিক্ষক জানান, ঝামেলার কথা তিনি শুনেছেন ৷ গোপালনগর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ কীভাবে এই সংঘর্ষ তা তিনি জানেন না ৷

Intro:নবীনবরণে ছাত্রীদের কটূক্তি, ধুন্ধুমার নহাটা কলেজ

নহাটাঃ নবীনবরণ উৎসবে ছাত্রীদের কটূক্তি করা ঘিরে ধুন্ধুমার গোপালনগরের নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে। ওই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবিভিপি ও টিএমসিপি। হল পথ অবরোধও।

বৃহস্পতিবার কলেজের কলা শাখার নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য নবীনবরণ উৎসব করছিল টিএমসিপি। অভিযোগ, সেই সময় কয়েকজন নতুন ছাত্রীকে উদ্দেশ্যে অশ্লীল কটূক্তি করে এবিভিপির একদল ছাত্র। তা নিয়ে প্রথমে বচসা। পরে সংঘর্ষ বেধে যায়। এবিভিপির ছাত্ররা কলেজের ছাত্র সংসদেও হামলা চালিয়েছে বলে অভিযোগ।

যদিও এবিভিপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য, নবীনবরণে তারা যোগ দিতে চেয়েছিল। কিন্তু টিএমসিপি তাদের কলেজে ঢুকতে দেয়নি। তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে।
এবিভিপির সমর্থকরা পরে নহাটা-নগরউখড়া রোডে অবরোধ করেন।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কলেজে প্রমথ বর্ষের ছাত্রছাত্রীদের সঙ্গে এদিন পরিচয়পর্ব অনুষ্ঠান ছিল। তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেমেয়েরা নতুন ছাত্রছাত্রীদের সঙ্গে পরিচয়ের কথা প্রথমে জানিয়েছিল। পরে এবিভিপির পক্ষ থেকেও পরিচয়পর্বের কথা প্রিন্সিপালকে জানানো হয়। সেই মতো সকালে প্রথম ধাপে তৃণমূল ছাত্র পরিষদের পরিচয় পর্বের অনুষ্ঠান রাখা হয়েছিল। পরে এবিভিপির অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু প্রথম পর্বের অনুষ্ঠানের মধ্যেই এবিভিপির কয়েকজন ঢুকে পড়ে। কয়েকজন ছাত্রীকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করা ঘিরে গোলমাল শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।Body:নবীনবরণে ছাত্রীদের কটূক্তি, ধুন্ধুমার নহাটা কলেজ

নহাটাঃ নবীনবরণ উৎসবে ছাত্রীদের কটূক্তি করা ঘিরে ধুন্ধুমার গোপালনগরের নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে। ওই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবিভিপি ও টিএমসিপি। হল পথ অবরোধও।

বৃহস্পতিবার কলেজের কলা শাখার নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য নবীনবরণ উৎসব করছিল টিএমসিপি। অভিযোগ, সেই সময় কয়েকজন নতুন ছাত্রীকে উদ্দেশ্যে অশ্লীল কটূক্তি করে এবিভিপির একদল ছাত্র। তা নিয়ে প্রথমে বচসা। পরে সংঘর্ষ বেধে যায়। এবিভিপির ছাত্ররা কলেজের ছাত্র সংসদেও হামলা চালিয়েছে বলে অভিযোগ। গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বনগাঁর এসডিপিও অশেষ ঘোষদস্তিদার। নামানো হয় RAF ও কমব্যাট ফোর্স।

যদিও এবিভিপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য, নবীনবরণে তারা যোগ দিতে চেয়েছিল। কিন্তু টিএমসিপি তাদের কলেজে ঢুকতে দেয়নি। তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে।
এবিভিপির সমর্থকরা পরে নহাটা-নগরউখড়া রোডে অবরোধ করেন।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কলেজে প্রমথ বর্ষের ছাত্রছাত্রীদের সঙ্গে এদিন পরিচয়পর্ব অনুষ্ঠান ছিল। তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেমেয়েরা নতুন ছাত্রছাত্রীদের সঙ্গে পরিচয়ের কথা প্রথমে জানিয়েছিল। পরে এবিভিপির পক্ষ থেকেও পরিচয়পর্বের কথা প্রিন্সিপালকে জানানো হয়। সেই মতো সকালে প্রথম ধাপে তৃণমূল ছাত্র পরিষদের পরিচয় পর্বের অনুষ্ঠান রাখা হয়েছিল। পরে এবিভিপির অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু প্রথম পর্বের অনুষ্ঠানের মধ্যেই এবিভিপির কয়েকজন ঢুকে পড়ে। কয়েকজন ছাত্রীকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করা ঘিরে গোলমাল শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।Conclusion:নবীনবরণে ছাত্রীদের কটূক্তি, ধুন্ধুমার নহাটা কলেজ

নহাটাঃ নবীনবরণ উৎসবে ছাত্রীদের কটূক্তি করা ঘিরে ধুন্ধুমার গোপালনগরের নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে। ওই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবিভিপি ও টিএমসিপি। হল পথ অবরোধও।

বৃহস্পতিবার কলেজের কলা শাখার নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য নবীনবরণ উৎসব করছিল টিএমসিপি। অভিযোগ, সেই সময় কয়েকজন নতুন ছাত্রীকে উদ্দেশ্যে অশ্লীল কটূক্তি করে এবিভিপির একদল ছাত্র। তা নিয়ে প্রথমে বচসা। পরে সংঘর্ষ বেধে যায়। এবিভিপির ছাত্ররা কলেজের ছাত্র সংসদেও হামলা চালিয়েছে বলে অভিযোগ।

যদিও এবিভিপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য, নবীনবরণে তারা যোগ দিতে চেয়েছিল। কিন্তু টিএমসিপি তাদের কলেজে ঢুকতে দেয়নি। তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে।
এবিভিপির সমর্থকরা পরে নহাটা-নগরউখড়া রোডে অবরোধ করেন।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কলেজে প্রমথ বর্ষের ছাত্রছাত্রীদের সঙ্গে এদিন পরিচয়পর্ব অনুষ্ঠান ছিল। তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেমেয়েরা নতুন ছাত্রছাত্রীদের সঙ্গে পরিচয়ের কথা প্রথমে জানিয়েছিল। পরে এবিভিপির পক্ষ থেকেও পরিচয়পর্বের কথা প্রিন্সিপালকে জানানো হয়। সেই মতো সকালে প্রথম ধাপে তৃণমূল ছাত্র পরিষদের পরিচয় পর্বের অনুষ্ঠান রাখা হয়েছিল। পরে এবিভিপির অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু প্রথম পর্বের অনুষ্ঠানের মধ্যেই এবিভিপির কয়েকজন ঢুকে পড়ে। কয়েকজন ছাত্রীকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করা ঘিরে গোলমাল শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.