বারাসত, 12 জুন: "বিরোধীদের মনোনয়ন জমা করানোর দায়িত্ব আপনাদেরই নিতে হবে । এই নিয়ে কোনও জুলুমবাজি বরদাস্ত করা হবে না । অভিযোগ এলেই দল থেকে বহিষ্কার করা হবে তাঁকে ।" সোমবার বারাসত ছাড়ার আগে দলের গোপন বৈঠকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে এমনই কড়াবার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । দলীয় সূত্রে খবর, এই বিষয়ে জেলার দুই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিক-সহ বিধানসভায় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, বিধায়ক তাপস রায়কে বাড়তি দায়িত্ব নিতে বলা হয়েছে । ইতিমধ্যে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দলীয় একটি কমিটিও গঠন করে দিয়েছেন তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'।
প্রসঙ্গত, বিরোধীদের মনোনয়নে বাধা ও অশান্তির অভিযোগ নিয়ে বারবারই দলের সভা থেকে তাৎপর্যপূর্ণ বার্তা দিতে শোনা গিয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । তিনি বলেছেন,"বিরোধীরা কোথাও যদি মনোনয়ন তুলতে বাধা পায় তাহলে যেন তাঁকে অথবা মুখ্যমন্ত্রীকে সরাসরি অভিযোগ করেন । তিনিই বিরোধীদের মনোনয়ন জমা করার ব্যবস্থা করে দেবেন ।"
যদিও অভিষেকের এই বার্তাকে কখনওই পাত্তা দেয়নি বিরোধী শিবির । উলটে তাঁর এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম-কংগ্রেস-বিজেপি-সহ প্রায় সমস্ত রাজনৈতিক দলই । উত্তর 24 পরগনার হাবড়ার সভা থেকেও বিরোধীদের উদ্দেশ্য একই বার্তা দিতে দেখা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । সেই সভা থেকে তিনি বলেছিলেন,"বিরোধীরা আগে প্রার্থী খুঁজুক । তারপর আমি নিজেই মনোনয়ন জমা করার ব্যবস্থা করে দেব ।"
এরপরই বারাসতের কাছারি ময়দানে রাত্রিযাপনের ফাঁকে এই বিষয়ে দলের প্রথম সারির নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন । বৈঠকে জেলার চার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, সুজিত বোস ও রথীন ঘোষ যেমন হাজির ছিলেন । তেমনই উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী-সহ আরও অনেকেই । ঘণ্টা দু'য়েকের সেই বৈঠকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি প্রার্থীর বিষয়েও দলীয় নেতাদের গুরুত্বপূর্ণ বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে গিয়েছেন বলে খবর তৃণমূল সূত্রে ।
আরও পড়ুন : সরকারি কর্মসূচিতে কেন দিদিকে বলোর ফোন নম্বর ? কমিশনে নালিশ বিজেপির
তৃণমূল সূত্রে আরও খবর, বারাসতের গোপন ওই বৈঠকে দলীয় নেতাদের অভিষেক নির্দেশ দিয়ে দিয়েছেন এই জেলায় কোথাও যেন মনোনয়ন প্রক্রিয়ায় সময় গন্ডগোল অথবা জুলুমবাজি না হয় । কোনও নেতার বিরুদ্ধে এরকম অভিযোগ কানে এলে তাঁকে দল থেকে বহিষ্কার করতে দু'বার ভাববেন না তিনি ।