বারাসত, 29 ডিসেম্বর: 10 ডিসেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা চালানো হয়েছিল । যে ঘটনায় উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি ৷ অবশেষে সরানো হয়েছে সেই ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডেকে । সেখানকার দায়িত্ব দেওয়া হল বারাসতের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে । সোমবার বারাসত থেকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারে বদলির নির্দেশিকা জারি করা হয় । অবশ্য এটি রুটিন বদলি বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ।
বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যখন পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে সেই সময় ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটে ৷ যা নিয়ে বিস্তর জলঘোলা হয় । নাড্ডার কনভয় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েও কম বিতর্ক হয়নি । এরই মধ্যে সোমবার ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডেকে বদলির নির্দেশ দেওয়া হল । তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বারাসতের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে ।
অতীতে ডায়মন্ত হারবার পুলিশ জেলায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাজ করার অভিজ্ঞতা রয়েছে । বিরোধীদের বক্তব্য, শাসক দলের কাছের লোক নয়া পুলিশ সুপার ৷ তাই ভোটের আগে তড়িঘড়ি অভিজিৎকে ডায়মন্ড হারবারের দায়িত্ব দেওয়া হল ।