ETV Bharat / state

Duttapukur Blast: মাটি ব‍্যবসা থেকে প্রোমোটিং-বাজির কারবার! দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে কিংপিন আব্দুল মোহিত ? - Duttapukur North 24 Parganas

27 অগস্ট উত্তর 24 পরগনার দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয় ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 9 জনের ৷ এই ঘটনায় নাম শোনা যাচ্ছেন আব্দুল মোহিতের ৷ মাটির ব্যবসা থেকে শুরু করে আজ প্রোমোটার তিনি ৷

ETV Bharat
দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডের কিংপিন আব্দুল মোহিত
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 12:43 PM IST

দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে কিংপিন আব্দুল মোহিত ?

দত্তপুকুর, 30 অগস্ট: দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডের নেপথ্যে কারা ? কাদের মদতে বিস্ফোরণে নিহত কেরামত আলি, সামসুল আলি’দের বাজি কারবার ফুলে ফেঁপে উঠেছিল ? কীসের জোরেই বা তাঁদের এত বাড়বাড়ন্ত ? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, চর্চা চলছে বিভিন্ন মহলে, ঠিক তখনই সামনে উঠে এসেছে আব্দুল মোহিত ওরফে মহম্মদ আলির নাম ৷ যাকে আবার বিস্ফোরণ কাণ্ডের কিংপিন-ও বলা হচ্ছে ! ঘটনার পর থেকে অবশ্য খোঁজ নেই মোহিতের।

27 অগস্ট, রবিবার সকালে উত্তর 24 পরগনার দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণের কয়েক মিনিটের মধ্যেই সপরিবার তিনি গা-ঢাকা দিয়েছেন ৷ সূত্রের খবর, কেরামত, সামসুলের বেআইনি বাজি কারবারের সাম্রাজ্যে মূলত টাকা ঢালতেন মোহিতই ৷ সেখান থেকে বছরে তিনি বিরাট অঙ্কের টাকা মুনাফাও করতেন তিনি ৷ এদিকে সেই আব্দুল মোহিতই এখন বেপাত্তা ৷ তাই বিস্ফোরণ কাণ্ডের গভীরে যেতে হলে তাঁকে খুঁজে বের করাটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পুলিশের কাছে ৷

আরও পড়ুন: দত্তপুকুরে বাজির গবেষণাগার! নেপথ্যে কি নাশকতার ছক? গ্রাউন্ড জিরোতে ইটিভি ভারত

দত্তপুকুর বেআইনি বাজি বিস্ফোরণ কাণ্ডে আব্দুল মোহিতের নাম কীভাবে জড়াল ? এই প্রশ্নের উত্তর পেতে ফিরতে হবে কয়েক দশক আগে ! একসময় মোচপোল গ্রামের আশপাশের ইটভাটায় মাটি সরবরাহের কাজ করতেন আব্দুল মোহিত ৷ ধীরে ধীরে এলাকার একজন মাটি ব‍্যবসায়ী হয়ে ওঠেন তিনি ৷ পরে তিনি জমির কারবারে হাত পাকান ৷

সূত্রের খবর, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়-সহ আরও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে ওঠার পর থেকেই জগন্নাথপুর, মোচপোল গ্রামের আশপাশে জমির দর হুহু বাড়তে শুরু করে ৷ সেই সুযোগে বিশ্ববিদ্যালয় চত্বরের আশপাশের অধিকাংশ জমিরই লেনদেন হয়েছিল আব্দুল মোহিতের হাত ধরে ৷ জমির দালালি মারফত কোটি কোটি টাকা উপার্জন করেছিলেন তিনি ৷ হাতে কাঁচা টাকা আসায় ইদানীং প্রোমোটিংয়ের কাজও শুরু করেছিলেন বাজি কারখানার কিংপিন ৷

এরপর আরও টাকা উপার্জনের আশায় বাজি কারবারে সরাসরি ফান্ডিং করতে শুরু করেন মোহিত ৷ মোচপোল গ্রামের যে বাড়িটিতে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় একাধিক দেহ, সেই বাড়িতে মজুত বাজি কারবারেও টাকা ঢেলেছিলেন মোহিত ৷ এভাবেই তিনি মোচপোল, কাঠুরিয়া-সহ সন্নিহিত এলাকার বাজি কারবারের নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন ৷

বেরুনান পুকুরিয়ার পরিত্যক্ত একটি ইটভাটা লিজ নিয়ে কয়েক মাস আগে মোহিত নিজেই বাজির বিভিন্ন ব‍্যবসা শুরু করেছিলেন ৷ বিস্ফোরণের পর পরিত্যক্ত ইটভাটাতেই হদিশ মেলে অত‍্যাধুনিক ল্যাবরেটরির, যা নিয়ে কৌতূহলের শেষ নেই ৷ একইভাবে মোচপোল থেকে কয়েক কিলোমিটার দূরে জামতাগড়ে রাস্তার ধারে আব্দুল মোহিতের প্রোমোটিংয়ে তৈরি সুদৃশ্য ফ্ল্যাট ঘিরেও রয়েছে নানা বিতর্ক ৷ তিন বছর আগে এই ফ্ল্যাটটি তৈরি করেই প্রোমোটিংয়ে হাতেখড়ি হয় তাঁর ৷

সূত্রের খবর, আব্দুল মোহিতের রাজনৈতিক পরিবর্তনও চমকপ্রদ ! বাম আমলে তিনি সিপিএম ঘনিষ্ঠ ছিলেন ৷ তখন মাটি এবং জমির কারবার করতেন ৷ সরকারে পালাবদল হতেই মোহিত তৃণমূলে যোগ দেন ৷ এরপর তিনি শাসকের আস্থাভাজন হয়ে ওঠেন ৷ পাশাপাশি চলে বেআইনি বাজি কারবার ৷

স্থানীয়দের অভিযোগ, তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার সাহস দেখায়নি পুলিশ ৷ পুলিশের সঙ্গে বাজি কারবারিদের গোপন বোঝাপড়া থাকত আগে থেকে ৷ তাই ইচ্ছে থাকলেও আব্দুল মোহিত ও তাঁর দলবলের কর্মকাণ্ডের বিরুদ্ধে কিছুই বলতে পারতেন না বাসিন্দারা ৷ ভয়ে সবকিছু মুখ বুজে সহ‍্য করতে হত ৷

আরও পড়ুন: দত্তপুকুরে পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে বিতন্ডায় জড়ালেন সেলিম

এই বিষয়ে স্থানীয় পিকলু শর্মা বলেন, "এই মোহিতের বাড়বাড়ন্ত তৃণমূল আমলেই ৷ সামান্য মাটি ব‍্যবসা থেকে সে আজ বেআইনি বাজি, বারুদের কিংপিন হয়ে উঠেছে ৷ কোটি কোটি টাকা উপার্জন করেছে ৷ তৃণমূলের নেতা-মন্ত্রীর সঙ্গে ওঠাবসা মোহিতের ৷ বিপদে পড়ে এখন সেই অভিযোগ অস্বীকার করছে শাসকদল ৷ আমরা চাই, নিরীহ মানুষের প্রাণহানি ঠেকাতে বেআইনি বাজি কারবার বন্ধ হোক ৷ সেই সঙ্গে চুনোপুটিদের না-ধরে বিস্ফোরণকাণ্ডে যেন রাঘববোয়াল’দের ধরা হয় ৷ সেদিকে তৎপর হোক প্রশাসন ৷" এদিকে, জামতাগড়ের ওই ফ্ল্যাটে যে মাঝেমধ্যেই মোহিতের যাতায়াত ছিল, তা স্বীকার করেছেন ফ্ল্যাটের এক আবাসিক সইফুদ্দিন মণ্ডল ৷

দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে কিংপিন আব্দুল মোহিত ?

দত্তপুকুর, 30 অগস্ট: দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডের নেপথ্যে কারা ? কাদের মদতে বিস্ফোরণে নিহত কেরামত আলি, সামসুল আলি’দের বাজি কারবার ফুলে ফেঁপে উঠেছিল ? কীসের জোরেই বা তাঁদের এত বাড়বাড়ন্ত ? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, চর্চা চলছে বিভিন্ন মহলে, ঠিক তখনই সামনে উঠে এসেছে আব্দুল মোহিত ওরফে মহম্মদ আলির নাম ৷ যাকে আবার বিস্ফোরণ কাণ্ডের কিংপিন-ও বলা হচ্ছে ! ঘটনার পর থেকে অবশ্য খোঁজ নেই মোহিতের।

27 অগস্ট, রবিবার সকালে উত্তর 24 পরগনার দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণের কয়েক মিনিটের মধ্যেই সপরিবার তিনি গা-ঢাকা দিয়েছেন ৷ সূত্রের খবর, কেরামত, সামসুলের বেআইনি বাজি কারবারের সাম্রাজ্যে মূলত টাকা ঢালতেন মোহিতই ৷ সেখান থেকে বছরে তিনি বিরাট অঙ্কের টাকা মুনাফাও করতেন তিনি ৷ এদিকে সেই আব্দুল মোহিতই এখন বেপাত্তা ৷ তাই বিস্ফোরণ কাণ্ডের গভীরে যেতে হলে তাঁকে খুঁজে বের করাটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পুলিশের কাছে ৷

আরও পড়ুন: দত্তপুকুরে বাজির গবেষণাগার! নেপথ্যে কি নাশকতার ছক? গ্রাউন্ড জিরোতে ইটিভি ভারত

দত্তপুকুর বেআইনি বাজি বিস্ফোরণ কাণ্ডে আব্দুল মোহিতের নাম কীভাবে জড়াল ? এই প্রশ্নের উত্তর পেতে ফিরতে হবে কয়েক দশক আগে ! একসময় মোচপোল গ্রামের আশপাশের ইটভাটায় মাটি সরবরাহের কাজ করতেন আব্দুল মোহিত ৷ ধীরে ধীরে এলাকার একজন মাটি ব‍্যবসায়ী হয়ে ওঠেন তিনি ৷ পরে তিনি জমির কারবারে হাত পাকান ৷

সূত্রের খবর, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়-সহ আরও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে ওঠার পর থেকেই জগন্নাথপুর, মোচপোল গ্রামের আশপাশে জমির দর হুহু বাড়তে শুরু করে ৷ সেই সুযোগে বিশ্ববিদ্যালয় চত্বরের আশপাশের অধিকাংশ জমিরই লেনদেন হয়েছিল আব্দুল মোহিতের হাত ধরে ৷ জমির দালালি মারফত কোটি কোটি টাকা উপার্জন করেছিলেন তিনি ৷ হাতে কাঁচা টাকা আসায় ইদানীং প্রোমোটিংয়ের কাজও শুরু করেছিলেন বাজি কারখানার কিংপিন ৷

এরপর আরও টাকা উপার্জনের আশায় বাজি কারবারে সরাসরি ফান্ডিং করতে শুরু করেন মোহিত ৷ মোচপোল গ্রামের যে বাড়িটিতে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় একাধিক দেহ, সেই বাড়িতে মজুত বাজি কারবারেও টাকা ঢেলেছিলেন মোহিত ৷ এভাবেই তিনি মোচপোল, কাঠুরিয়া-সহ সন্নিহিত এলাকার বাজি কারবারের নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন ৷

বেরুনান পুকুরিয়ার পরিত্যক্ত একটি ইটভাটা লিজ নিয়ে কয়েক মাস আগে মোহিত নিজেই বাজির বিভিন্ন ব‍্যবসা শুরু করেছিলেন ৷ বিস্ফোরণের পর পরিত্যক্ত ইটভাটাতেই হদিশ মেলে অত‍্যাধুনিক ল্যাবরেটরির, যা নিয়ে কৌতূহলের শেষ নেই ৷ একইভাবে মোচপোল থেকে কয়েক কিলোমিটার দূরে জামতাগড়ে রাস্তার ধারে আব্দুল মোহিতের প্রোমোটিংয়ে তৈরি সুদৃশ্য ফ্ল্যাট ঘিরেও রয়েছে নানা বিতর্ক ৷ তিন বছর আগে এই ফ্ল্যাটটি তৈরি করেই প্রোমোটিংয়ে হাতেখড়ি হয় তাঁর ৷

সূত্রের খবর, আব্দুল মোহিতের রাজনৈতিক পরিবর্তনও চমকপ্রদ ! বাম আমলে তিনি সিপিএম ঘনিষ্ঠ ছিলেন ৷ তখন মাটি এবং জমির কারবার করতেন ৷ সরকারে পালাবদল হতেই মোহিত তৃণমূলে যোগ দেন ৷ এরপর তিনি শাসকের আস্থাভাজন হয়ে ওঠেন ৷ পাশাপাশি চলে বেআইনি বাজি কারবার ৷

স্থানীয়দের অভিযোগ, তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার সাহস দেখায়নি পুলিশ ৷ পুলিশের সঙ্গে বাজি কারবারিদের গোপন বোঝাপড়া থাকত আগে থেকে ৷ তাই ইচ্ছে থাকলেও আব্দুল মোহিত ও তাঁর দলবলের কর্মকাণ্ডের বিরুদ্ধে কিছুই বলতে পারতেন না বাসিন্দারা ৷ ভয়ে সবকিছু মুখ বুজে সহ‍্য করতে হত ৷

আরও পড়ুন: দত্তপুকুরে পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে বিতন্ডায় জড়ালেন সেলিম

এই বিষয়ে স্থানীয় পিকলু শর্মা বলেন, "এই মোহিতের বাড়বাড়ন্ত তৃণমূল আমলেই ৷ সামান্য মাটি ব‍্যবসা থেকে সে আজ বেআইনি বাজি, বারুদের কিংপিন হয়ে উঠেছে ৷ কোটি কোটি টাকা উপার্জন করেছে ৷ তৃণমূলের নেতা-মন্ত্রীর সঙ্গে ওঠাবসা মোহিতের ৷ বিপদে পড়ে এখন সেই অভিযোগ অস্বীকার করছে শাসকদল ৷ আমরা চাই, নিরীহ মানুষের প্রাণহানি ঠেকাতে বেআইনি বাজি কারবার বন্ধ হোক ৷ সেই সঙ্গে চুনোপুটিদের না-ধরে বিস্ফোরণকাণ্ডে যেন রাঘববোয়াল’দের ধরা হয় ৷ সেদিকে তৎপর হোক প্রশাসন ৷" এদিকে, জামতাগড়ের ওই ফ্ল্যাটে যে মাঝেমধ্যেই মোহিতের যাতায়াত ছিল, তা স্বীকার করেছেন ফ্ল্যাটের এক আবাসিক সইফুদ্দিন মণ্ডল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.