ETV Bharat / state

Prophet Remarks Row: ইসলাম বলেনি মানুষকে কষ্ট দিয়ে হিংসাত্মক আন্দোলন করতে, কড়া বার্তা আব্বাস সিদ্দিকির - Prophet Remarks Row

যারা অশান্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি ৷ রাজ্য সরকার কেন অশান্তি ঠেকাতে প্রথমেই কড়া পদক্ষেপ নিল না, সেই প্রশ্নও তুলেছেন তিনি (Abbas Siddiqui gives strong message against the chaos after prophet remarks row) ৷

Prophet Remarks Row
কড়া বার্তা আব্বাস সিদ্দিকির
author img

By

Published : Jun 12, 2022, 8:03 AM IST

আমডাঙা, 12 জুন : পয়গম্বর ইস্যুতে হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসা ও অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে । তা নিয়ে এবার মুখ খুললেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি । শনিবার বিকেলে উত্তর 24 পরগনার আমডাঙায় এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে আব্বাস বলেন, "যারা এই ধরনের অশান্তি সৃষ্টি করছে, তাদের হয় ইসলাম সম্পর্কে কোনও জ্ঞান নেই, নয়তো শিক্ষার অভাবে করছে । ইসলাম কখনও বলেনি, মানুষকে কষ্ট দিয়ে হিংসাত্মক আন্দোলন করতে । নবি এগুলো পছন্দ করেন না ৷ যারা এই ধরনের কাজ করছে তারা অন‍্যায় করছে । সরকার ব্যবস্থা নিক ৷ আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা করছি ।"

আরও পড়ুন : কেন বন্ধ ইন্টারনেট, আপেল দিয়ে বোঝালেন রাজ্য পুলিশের ডিজি

হিংসাত্মক আন্দোলনের বিরুদ্ধে কড়া বার্তা আব্বাস সিদ্দিকির

এপ্রসঙ্গে রাজ্য সরকারের ভূমিকারও কড়া সমালোচনা করেছেন ফুরফুরা শরীফের এই পীরজাদা (Abbas Siddiqui gives strong message against the chaos after prophet remarks row) ৷ তিনি বলেন,"রাজ্য সরকারের পুলিশ-প্রশাসনের উচিত ছিল প্রথম থেকেই এই হিংসাত্মক আন্দোলন আটকাতে কঠোর ভূমিকা নেওয়া । কেন তারা কিছু করলেন না সেটাই সবথেকে বড় প্রশ্ন ! আমি তো শুনলাম কোথাও কোথাও নাকি 11 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে । সাধারণ মানুষকে এভাবে অত‍্যাচার করার অনুমতি আমার ইসলাম ধর্ম দেয়নি । তবে, এটাও বলব কেন্দ্রীয় সরকার যদি নবির অপমানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিত, তাহলে সমাজ শান্ত হয়ে যেত ৷ কোনও ধর্মকে অপমান কিংবা নোংরা কথা বলার অধিকার কারও নেই । ইসলাম ধর্মকে বদনাম করার জন্যই পরিকল্পনা করে এই সমস্ত কাজ করা হয়ে থাকতে পারে ।"

আমডাঙা, 12 জুন : পয়গম্বর ইস্যুতে হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসা ও অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে । তা নিয়ে এবার মুখ খুললেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি । শনিবার বিকেলে উত্তর 24 পরগনার আমডাঙায় এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে আব্বাস বলেন, "যারা এই ধরনের অশান্তি সৃষ্টি করছে, তাদের হয় ইসলাম সম্পর্কে কোনও জ্ঞান নেই, নয়তো শিক্ষার অভাবে করছে । ইসলাম কখনও বলেনি, মানুষকে কষ্ট দিয়ে হিংসাত্মক আন্দোলন করতে । নবি এগুলো পছন্দ করেন না ৷ যারা এই ধরনের কাজ করছে তারা অন‍্যায় করছে । সরকার ব্যবস্থা নিক ৷ আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা করছি ।"

আরও পড়ুন : কেন বন্ধ ইন্টারনেট, আপেল দিয়ে বোঝালেন রাজ্য পুলিশের ডিজি

হিংসাত্মক আন্দোলনের বিরুদ্ধে কড়া বার্তা আব্বাস সিদ্দিকির

এপ্রসঙ্গে রাজ্য সরকারের ভূমিকারও কড়া সমালোচনা করেছেন ফুরফুরা শরীফের এই পীরজাদা (Abbas Siddiqui gives strong message against the chaos after prophet remarks row) ৷ তিনি বলেন,"রাজ্য সরকারের পুলিশ-প্রশাসনের উচিত ছিল প্রথম থেকেই এই হিংসাত্মক আন্দোলন আটকাতে কঠোর ভূমিকা নেওয়া । কেন তারা কিছু করলেন না সেটাই সবথেকে বড় প্রশ্ন ! আমি তো শুনলাম কোথাও কোথাও নাকি 11 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে । সাধারণ মানুষকে এভাবে অত‍্যাচার করার অনুমতি আমার ইসলাম ধর্ম দেয়নি । তবে, এটাও বলব কেন্দ্রীয় সরকার যদি নবির অপমানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিত, তাহলে সমাজ শান্ত হয়ে যেত ৷ কোনও ধর্মকে অপমান কিংবা নোংরা কথা বলার অধিকার কারও নেই । ইসলাম ধর্মকে বদনাম করার জন্যই পরিকল্পনা করে এই সমস্ত কাজ করা হয়ে থাকতে পারে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.