হিঙ্গলগঞ্জ, 11 ফেব্রুয়ারি : সুন্দরবন লাগোয়া সামশেরনগরে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার । হলুদ ডোরাকাটার দেখা মিলতেই আতঙ্কে অস্থির হয়ে পড়লেন স্থানীয় বাসিন্দারা । বুধবার সকালের ঘটনা । প্রায় ঘণ্টা খানেক বাদে বাঘটি জঙ্গলে ফিরে যায় ।
বনদপ্তর ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে সামশেরনগরের বাসিন্দারা লক্ষ্য করেন, জঙ্গলের বাইরে নদীর চড়ে ঘোরাফেরা করছে একটি বাঘ । নদী খুব বেশি চওড়া নয় । ফলে বাঘটি নদী পেরিয়ে গ্রামে ঢুকে পড়ার সম্ভাবনা ছিল । তাই, বাঘ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে । আতঙ্কে গ্রামবাসীরা এক জায়গায় জড়ো হন ।
আরও পড়ুন : মৎস্যজীবীকে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ
খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসেন বনকর্মীরা । বাসিন্দারা লাঠি, বাঁশ দিয়ে বাঘটিকে ভয় দেখাতে থাকেন । ঘণ্টাখানেক বাদে জঙ্গলে ফিরে যায় বাঘ । বন দপ্তরের পক্ষ থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তারের জাল কেটে জঙ্গল থেকে কোনওভাবে বাঘটি বেরিয়ে পড়েছে । কিন্তু ঠিক কোন জায়গা থেকে বেরিয়েছে তা এখনও জানা যায়নি ।