ETV Bharat / state

Basirhat Murder Case : বসিরহাটে মহিলা খুনে অভিযুক্ত প্রেমিক, হিঙ্গলগঞ্জ থেকে গ্রেফতার যুবক - A Person Arrests for Allegation of Murder to His Lover in Basirhat

প্রেমিকাকে খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ (A Person Arrests for Allegation of Murder to His Lover in Basirhat) ৷ মৃত মহিলা বিবাহিত বলে জানা গিয়েছে ৷ তাঁর স্বামী মাদক মামলায় জেলে রয়েছেন ৷ পেশায় নৃত্যশিল্পী তসলিমা নামে ওই মহিলার সঙ্গে অভিযুক্ত মিঠুনের একটি নাচের আসরেই আলাপ হয় ৷ বসিরহাটে চাঁপাপুকুর পঞ্চাননতলার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷

A Person Arrests for Allegation of Murder to His Lover in Basirhat
A Person Arrests for Allegation of Murder to His Lover in Basirhat
author img

By

Published : Apr 17, 2022, 5:18 PM IST

বসিরহাট, 17 এপ্রিল : মাদক মামলায় জেলবন্দি স্বামী । তাঁর অবর্তমানে অন্য এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল তসলিমা নামে এক নৃত্যশিল্পীর ৷ সেটাই কাল হল বছর ছাব্বিশের তসলিমার ৷ তাঁকে খুনের অভিযোগ উঠেছে প্রেমিক মিঠুন বিশ্বাসের বিরুদ্ধে (A Person Arrests for Allegation of Murder to His Lover in Basirhat) ৷ তবে, পালিয়েও রেহাই মেলেনি ৷ হিঙ্গলগঞ্জ থেকে মিঠুনকে মোবাইলের টাওয়ার লোকেশন ট্রেস করে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাটের চাঁপাপুকুর এলাকায় ৷

পুলিশ সূত্রে খবর, হাসনাবাদের নোয়াপাড়ার মাতন গাজির স্ত্রী তসলিমা পেশায় নৃত্যশিল্পী ৷ মাতন গাজি কয়েকমাস আগে মাদক পাচারের অভিযোগে জেলে যান ৷ তার পরেই তসলিমার সঙ্গে মিঠুন বিশ্বাসের পরিচয় হয় ৷ দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ৷ এমনকি মিঠুনকে স্বামী হিসাবে পরিচয় দিতেন তসলিমা ৷ মিঠুনে স্বামীর পরিচয় দিয়েই সম্প্রতি বসিরহাটের চাঁপাপুকুর পঞ্চাননতলায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাঁরা ৷ সেই বাড়িতেই আজ তসলিমার নিথর দেহ উদ্ধার হয় ৷

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তসলিমার দেহ উদ্ধার করেছে ৷ তাঁর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ মিঠুন বিশ্বাসের খোঁজ পায় ৷ আর তাঁকে সেখানে দেখতে না পেয়ে সন্দেহ হয় পুলিশের ৷ এর পর বাড়ির মালিকের থেকে মিঠুনের ফোন নম্বর নিয়ে টাওয়ার লোকেশন ট্রেস করে পুুলিশ ৷ জানা যায়, হিঙ্গলগঞ্জে গা ঢাকা দিয়েছেন মিঠুন বিশ্বাস ৷ পুলিশের একটি দল সেখানে গিয়ে মিঠুনকে আটক করে বসিরহাট থানায় নিয়ে আসে ৷ জিজ্ঞাসাবাদে পুলিশের সামনে মিঠুন নিজের অপরাধের কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর ৷

আরও পড়ুন : Husband Extra Marital Affair : পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ, পলাতক স্বামী

তবে, কবে এবং ঠিক কী কারণে তসলিমাকে খুন করলেন মিঠুন বিশ্বাস, তা এখনও জানা যায়নি ৷ কীভাবে খুন করা হয়েছে, তা জানতে পুলিশ মিঠুনকে জিজ্ঞাসাবাদ করছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরেই হয়তো এই কাণ্ড ঘটিয়েছেন মিঠুন ৷ পাশাপাশি পুলিশের অনুমান, তসলিমাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৷ তবে, পুরো বিষয়টি জানতে পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে ৷ তসলিমাকে খুনের আগে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷ কারণ, তাঁর শরীরে সিগারেটের ছেঁকার ক্ষত পাওয়া গেছে ৷ মিঠুনকে পুলিশ গ্রেফতার করেছে ৷

বসিরহাট, 17 এপ্রিল : মাদক মামলায় জেলবন্দি স্বামী । তাঁর অবর্তমানে অন্য এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল তসলিমা নামে এক নৃত্যশিল্পীর ৷ সেটাই কাল হল বছর ছাব্বিশের তসলিমার ৷ তাঁকে খুনের অভিযোগ উঠেছে প্রেমিক মিঠুন বিশ্বাসের বিরুদ্ধে (A Person Arrests for Allegation of Murder to His Lover in Basirhat) ৷ তবে, পালিয়েও রেহাই মেলেনি ৷ হিঙ্গলগঞ্জ থেকে মিঠুনকে মোবাইলের টাওয়ার লোকেশন ট্রেস করে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাটের চাঁপাপুকুর এলাকায় ৷

পুলিশ সূত্রে খবর, হাসনাবাদের নোয়াপাড়ার মাতন গাজির স্ত্রী তসলিমা পেশায় নৃত্যশিল্পী ৷ মাতন গাজি কয়েকমাস আগে মাদক পাচারের অভিযোগে জেলে যান ৷ তার পরেই তসলিমার সঙ্গে মিঠুন বিশ্বাসের পরিচয় হয় ৷ দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ৷ এমনকি মিঠুনকে স্বামী হিসাবে পরিচয় দিতেন তসলিমা ৷ মিঠুনে স্বামীর পরিচয় দিয়েই সম্প্রতি বসিরহাটের চাঁপাপুকুর পঞ্চাননতলায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাঁরা ৷ সেই বাড়িতেই আজ তসলিমার নিথর দেহ উদ্ধার হয় ৷

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তসলিমার দেহ উদ্ধার করেছে ৷ তাঁর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ মিঠুন বিশ্বাসের খোঁজ পায় ৷ আর তাঁকে সেখানে দেখতে না পেয়ে সন্দেহ হয় পুলিশের ৷ এর পর বাড়ির মালিকের থেকে মিঠুনের ফোন নম্বর নিয়ে টাওয়ার লোকেশন ট্রেস করে পুুলিশ ৷ জানা যায়, হিঙ্গলগঞ্জে গা ঢাকা দিয়েছেন মিঠুন বিশ্বাস ৷ পুলিশের একটি দল সেখানে গিয়ে মিঠুনকে আটক করে বসিরহাট থানায় নিয়ে আসে ৷ জিজ্ঞাসাবাদে পুলিশের সামনে মিঠুন নিজের অপরাধের কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর ৷

আরও পড়ুন : Husband Extra Marital Affair : পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ, পলাতক স্বামী

তবে, কবে এবং ঠিক কী কারণে তসলিমাকে খুন করলেন মিঠুন বিশ্বাস, তা এখনও জানা যায়নি ৷ কীভাবে খুন করা হয়েছে, তা জানতে পুলিশ মিঠুনকে জিজ্ঞাসাবাদ করছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরেই হয়তো এই কাণ্ড ঘটিয়েছেন মিঠুন ৷ পাশাপাশি পুলিশের অনুমান, তসলিমাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৷ তবে, পুরো বিষয়টি জানতে পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে ৷ তসলিমাকে খুনের আগে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷ কারণ, তাঁর শরীরে সিগারেটের ছেঁকার ক্ষত পাওয়া গেছে ৷ মিঠুনকে পুলিশ গ্রেফতার করেছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.