ETV Bharat / state

নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতায় তপ্ত আমডাঙা , জাতীয় সড়ক অবরোধ - নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতায় তপ্ত আমডাঙা

নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯-র বিরোধিতায় উত্তর ২৪ পরগনার আমডাঙায় অবরোধ করা হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক । দফায় দফায় বিক্ষোভ চলে ।

amdanga
amdanga
author img

By

Published : Dec 14, 2019, 12:03 AM IST

আমডাঙা , ১৩ ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯-র বিরোধিতায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙা । অবরোধ করা হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক । কামদেবপুরে জাতীয় সড়কের উপর টায়ার পোড়ায় বিক্ষোভকারীরা ।

শুক্রবার বিকেল সাড়ে তিনটে থেকে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা । রাত ৮টার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । জাতীয় সড়ক ধরে সাধনপুর, সোনাডাঙা, উলুডাঙা, আওয়ালসিদ্ধি-সহ মোট ছয় জায়গায় আগুন জ্বালানো হয় । জাতীয় সড়কের উপর গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে চলে অবরোধ । পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে । RAF মোতায়েন করা হয় । ঘটনাস্থানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ও DSP (সদর) রোহেদ শেখ রয়েছেন। অবরোধের জেরে জাতীয় সড়কের দু'পাশে কয়েক কিলোমিটার ধরে তৈরি হয়েছে যানজট ।

উল্লেখ্য, আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯-র প্রতিবাদে বিক্ষোভ চলে । উলুবেড়িয়ায় ট্রেনে লক্ষ্য করে পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা । ফলে ট্রেনচালক আহত হন । জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ । পাশাপাশি বেলডাঙা স্টেশনেও বিক্ষোভ চলে । আগুন লাগানো হয় প্ল্যাটফর্মে । বীরভূমেও পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে স্লোগান দেয় ।

আমডাঙায় দফায় দফায় চলে বিক্ষোভ...

বাংলায় নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম বললেন , "মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলায় নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ কার্যকরী হবে না । তারপরেও যারা বিক্ষোভ করছে তাদের আমরা সমর্থন করি না । সাহস থাকলে তারা অমিত শাহ বাড়ির সামনে বা দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখাক । "

আমডাঙা , ১৩ ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯-র বিরোধিতায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙা । অবরোধ করা হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক । কামদেবপুরে জাতীয় সড়কের উপর টায়ার পোড়ায় বিক্ষোভকারীরা ।

শুক্রবার বিকেল সাড়ে তিনটে থেকে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা । রাত ৮টার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । জাতীয় সড়ক ধরে সাধনপুর, সোনাডাঙা, উলুডাঙা, আওয়ালসিদ্ধি-সহ মোট ছয় জায়গায় আগুন জ্বালানো হয় । জাতীয় সড়কের উপর গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে চলে অবরোধ । পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে । RAF মোতায়েন করা হয় । ঘটনাস্থানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ও DSP (সদর) রোহেদ শেখ রয়েছেন। অবরোধের জেরে জাতীয় সড়কের দু'পাশে কয়েক কিলোমিটার ধরে তৈরি হয়েছে যানজট ।

উল্লেখ্য, আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯-র প্রতিবাদে বিক্ষোভ চলে । উলুবেড়িয়ায় ট্রেনে লক্ষ্য করে পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা । ফলে ট্রেনচালক আহত হন । জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ । পাশাপাশি বেলডাঙা স্টেশনেও বিক্ষোভ চলে । আগুন লাগানো হয় প্ল্যাটফর্মে । বীরভূমেও পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে স্লোগান দেয় ।

আমডাঙায় দফায় দফায় চলে বিক্ষোভ...

বাংলায় নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম বললেন , "মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলায় নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ কার্যকরী হবে না । তারপরেও যারা বিক্ষোভ করছে তাদের আমরা সমর্থন করি না । সাহস থাকলে তারা অমিত শাহ বাড়ির সামনে বা দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখাক । "

Intro:নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় উত্তপ্ত আমডাঙা, ছ'জায়গায় জ্বলছে আগুন

আমডাঙাঃ নাগরিরত্ব সংশোধনী আইনের বিরোধিতায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙা। অবরুদ্ধ ৩৪ নম্বর জাতীয় সড়ক। বিকেল সাড়ে তিনটে থেকে চলছে অবরোধ। রাত ৮টার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। আমডাঙার প্রথমে কামদেবপুরে জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে দেওয়া হয়। জাতীয় সড়ক ধরে সাধনপুর, সোনাডাঙা, উলুডাঙা, আওয়ালসিদ্ধি-সহ মোট ছ'জায়গায় আগুন জ্বলছে। পুলিশ অবরোধ তুলতে গেলেও ব্যর্থ হয়। জাতীয় সড়কের উপর গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠায় নামানো হয়েছে RAF। ঘটনাস্থলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ও ডিএসপি সদর রোহেদ শেখ রয়েছেন। জাতীয় সড়কের দু'পাশে কয়েক কিলোমিটার গাড়ির লম্বা লাইন পড়ে গিয়েছে। Body:নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় উত্তপ্ত আমডাঙা, ছ'জায়গায় জ্বলছে আগুন

আমডাঙাঃ নাগরিরত্ব সংশোধনী আইনের বিরোধিতায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙা। অবরুদ্ধ ৩৪ নম্বর জাতীয় সড়ক। বিকেল সাড়ে তিনটে থেকে চলছে অবরোধ। রাত ৮টার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। আমডাঙার প্রথমে কামদেবপুরে জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে দেওয়া হয়। জাতীয় সড়ক ধরে সাধনপুর, সোনাডাঙা, উলুডাঙা, আওয়ালসিদ্ধি-সহ মোট ছ'জায়গায় আগুন জ্বলছে। পুলিশ অবরোধ তুলতে গেলেও ব্যর্থ হয়। জাতীয় সড়কের উপর গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠায় নামানো হয়েছে RAF। ঘটনাস্থলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ও ডিএসপি সদর রোহেদ শেখ রয়েছেন। জাতীয় সড়কের দু'পাশে কয়েক কিলোমিটার গাড়ির লম্বা লাইন পড়ে গিয়েছে। Conclusion:নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় উত্তপ্ত আমডাঙা, ছ'জায়গায় জ্বলছে আগুন

আমডাঙাঃ নাগরিরত্ব সংশোধনী আইনের বিরোধিতায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙা। অবরুদ্ধ ৩৪ নম্বর জাতীয় সড়ক। বিকেল সাড়ে তিনটে থেকে চলছে অবরোধ। রাত ৮টার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। আমডাঙার প্রথমে কামদেবপুরে জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে দেওয়া হয়। জাতীয় সড়ক ধরে সাধনপুর, সোনাডাঙা, উলুডাঙা, আওয়ালসিদ্ধি-সহ মোট ছ'জায়গায় আগুন জ্বলছে। পুলিশ অবরোধ তুলতে গেলেও ব্যর্থ হয়। জাতীয় সড়কের উপর গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠায় নামানো হয়েছে RAF। ঘটনাস্থলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ও ডিএসপি সদর রোহেদ শেখ রয়েছেন। জাতীয় সড়কের দু'পাশে কয়েক কিলোমিটার গাড়ির লম্বা লাইন পড়ে গিয়েছে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.