ETV Bharat / state

সন্ত্রাসবাদীদের আখড়া, কাশ্মীরের থেকে খারাপ পরিস্থিতি বাংলার : দিলীপ

author img

By

Published : Nov 15, 2020, 9:15 PM IST

Updated : Nov 15, 2020, 9:22 PM IST

আজ BJP বরানগর মণ্ডলের উদ্যোগে আয়োজিত চায় পে চর্চা অনুষ্ঠানে যোগদান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । ডানলপ মোড় থেকে ঘোড়ার গাড়ি করে বরানগর টবিন রোড মোড়ে চায়ে পে চর্চা কর্মসূচিতে তিনি যোগ দেন ।

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ

বরানগর, 15 নভেম্বর : পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের আখড়া হয়ে দাঁড়িয়েছে । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আল কায়দা জঙ্গিরা ধরা পড়ছে । রবিবার উত্তর 24 পরগনার বরানগরে চায়ে পে চর্চা কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ । আজ তিনি বাংলায় BJP-র বিরুদ্ধে বাম কংগ্রেসের জোটকেও একহাত নেন ।

আজ BJP বরানগর মণ্ডলের উদ্যোগে আয়োজিত চায় পে চর্চা অনুষ্ঠানে যোগদান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । ডানলপ মোড় থেকে ঘোড়ার গাড়ি করে বরানগর টবিন রোড মোড়ে চায়ে পে চর্চা কর্মসূচিতে তিনি যোগ দেন । এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘‘আমার বিরুদ্ধে 28টি মামলা করেছে রাজ্য সরকার । তা নিয়ে আমি আতঙ্কিত নই । আগামী 2021 সালের বিধানসভা নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল এক হয়ে BJP-র বিরুদ্ধে লড়াই করতেই পারে । তাতে BJP ভয় পায় না ।’’

পে চর্চা কর্মসূচিতে দিলীপ ঘোষ

তারপরই তিনি বলেন, ‘‘কোচবিহার থেকে আল কায়দার ছ'জন ধরা পড়েছে । আরও অনেক জায়গায় আল কায়দা সক্রিয় হয়ে উঠেছে । রোহিঙ্গারও দাপট দেখাচ্ছে । উত্তরবঙ্গে আমার উপরে যারা হামলা করেছিল, দেখবেন তারাও রোহিঙ্গা । ভারতবর্ষের সন্ত্রাসবাদীদের এখানে আশ্রয় দেওয়া হচ্ছে । পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের আখড়া হয়ে দাঁড়িয়েছে । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আল-কায়েদা সন্দেহে বহু গ্রেপ্তার হয়েছে । রাজ্যের পরিস্থিতি কাশ্মীরের থেকে খারাপ । তবে 2021 সালের বিধানসভা নির্বাচনে BJP-র জয় হবে । তারপরই পশ্চিমবঙ্গে সুশাসন ফিরবে ।"

বরানগর, 15 নভেম্বর : পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের আখড়া হয়ে দাঁড়িয়েছে । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আল কায়দা জঙ্গিরা ধরা পড়ছে । রবিবার উত্তর 24 পরগনার বরানগরে চায়ে পে চর্চা কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ । আজ তিনি বাংলায় BJP-র বিরুদ্ধে বাম কংগ্রেসের জোটকেও একহাত নেন ।

আজ BJP বরানগর মণ্ডলের উদ্যোগে আয়োজিত চায় পে চর্চা অনুষ্ঠানে যোগদান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । ডানলপ মোড় থেকে ঘোড়ার গাড়ি করে বরানগর টবিন রোড মোড়ে চায়ে পে চর্চা কর্মসূচিতে তিনি যোগ দেন । এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘‘আমার বিরুদ্ধে 28টি মামলা করেছে রাজ্য সরকার । তা নিয়ে আমি আতঙ্কিত নই । আগামী 2021 সালের বিধানসভা নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল এক হয়ে BJP-র বিরুদ্ধে লড়াই করতেই পারে । তাতে BJP ভয় পায় না ।’’

পে চর্চা কর্মসূচিতে দিলীপ ঘোষ

তারপরই তিনি বলেন, ‘‘কোচবিহার থেকে আল কায়দার ছ'জন ধরা পড়েছে । আরও অনেক জায়গায় আল কায়দা সক্রিয় হয়ে উঠেছে । রোহিঙ্গারও দাপট দেখাচ্ছে । উত্তরবঙ্গে আমার উপরে যারা হামলা করেছিল, দেখবেন তারাও রোহিঙ্গা । ভারতবর্ষের সন্ত্রাসবাদীদের এখানে আশ্রয় দেওয়া হচ্ছে । পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের আখড়া হয়ে দাঁড়িয়েছে । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আল-কায়েদা সন্দেহে বহু গ্রেপ্তার হয়েছে । রাজ্যের পরিস্থিতি কাশ্মীরের থেকে খারাপ । তবে 2021 সালের বিধানসভা নির্বাচনে BJP-র জয় হবে । তারপরই পশ্চিমবঙ্গে সুশাসন ফিরবে ।"

Last Updated : Nov 15, 2020, 9:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.