ETV Bharat / state

কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেপ্তার বন্ধু - a hanging body of a girl was recovered at habra

হাবড়ায় কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার । ঘটনায় গ্রেপ্তার এক কিশোর । বিচারক কিশোরকে 14 দিন হোমে রাখার নির্দেশ দিয়েছেন ।

কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেপ্তার 'বন্ধু'
কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেপ্তার 'বন্ধু'
author img

By

Published : Dec 24, 2020, 7:52 PM IST

হাবড়া, 24 ডিসেম্বর : কিশোরীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে । অভিযোগের ভিত্তিতে বন্ধুকে গ্রেপ্তার করল পুলিশ । ঘটনাটি ঘটেছে গতরাতে উত্তর 24 পরগনায় হাবড়া থানার পৃথিবা কুলতলা এলাকার । মৃতের নাম পিয়ালি পাল(15) ।

পরিবার সূত্রে জানা গেছে, একই টিউশনে পড়ত পিয়ালি ও ধৃত ওই কিশোর । কিশোরের বাড়ি রাঘবপুর গ্রামে । কিশোরীর বাড়িতে প্রায়ই যাতায়াত করত । গতকাল দুপুরে খাওয়া দাওয়া সেরে কিশোরী নিজের ঘরে চলে যায় । সেই সময় কেউ বাড়িতে ছিলেন না ।

আরও পড়ুন : হরিয়ানায় শিশুকন্যা-সহ দম্পতির রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

আরও জানা গেছে, বিকেল সাড়ে চারটে নাগাদ কিশোরির জ্যেঠু অরিজিৎ পাল বাড়ি ফেরেন । তিনি কিছু সময় ধরে ডাকাডাকি করে কারও সাড়া পাননি । পরে ঘরে ঢুকে দেখতে পান, ঘরের ভিতরে পিয়ালির দেহ ঝুলছে । খবর দেওয়া হয় হাবড়া থানায় । পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ।

আরও পড়ুন : ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ, সুইসাইড নোট

কিশোরীর পরিবারের অভিযোগ, ঝুলন্ত অবস্থায় কিশোরীর পরনে কম পোশাক ছিল । ওই অবস্থায় কেউ আত্মহত্যা করে না । তাঁকে খুন করা হয়েছে । পরে ঝুলিয়ে দেওয়া হয়েছে । পুলিশ কিশোরীর ফোনের কললিস্ট দেখে । মৃত্যুর সময় অনুযায়ী শেষ কল ছিল ওই কিশোরের । তাকে গতরাতেই গ্রেপ্তার করে পুলিশ । আজ ধৃতকে বিধাননগর জুভেনাইল আদালতে পাঠিয়েছে । আদালত 14 দিন হোমে রাখার নির্দেশ দিয়েছে ।

হাবড়া, 24 ডিসেম্বর : কিশোরীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে । অভিযোগের ভিত্তিতে বন্ধুকে গ্রেপ্তার করল পুলিশ । ঘটনাটি ঘটেছে গতরাতে উত্তর 24 পরগনায় হাবড়া থানার পৃথিবা কুলতলা এলাকার । মৃতের নাম পিয়ালি পাল(15) ।

পরিবার সূত্রে জানা গেছে, একই টিউশনে পড়ত পিয়ালি ও ধৃত ওই কিশোর । কিশোরের বাড়ি রাঘবপুর গ্রামে । কিশোরীর বাড়িতে প্রায়ই যাতায়াত করত । গতকাল দুপুরে খাওয়া দাওয়া সেরে কিশোরী নিজের ঘরে চলে যায় । সেই সময় কেউ বাড়িতে ছিলেন না ।

আরও পড়ুন : হরিয়ানায় শিশুকন্যা-সহ দম্পতির রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

আরও জানা গেছে, বিকেল সাড়ে চারটে নাগাদ কিশোরির জ্যেঠু অরিজিৎ পাল বাড়ি ফেরেন । তিনি কিছু সময় ধরে ডাকাডাকি করে কারও সাড়া পাননি । পরে ঘরে ঢুকে দেখতে পান, ঘরের ভিতরে পিয়ালির দেহ ঝুলছে । খবর দেওয়া হয় হাবড়া থানায় । পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ।

আরও পড়ুন : ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ, সুইসাইড নোট

কিশোরীর পরিবারের অভিযোগ, ঝুলন্ত অবস্থায় কিশোরীর পরনে কম পোশাক ছিল । ওই অবস্থায় কেউ আত্মহত্যা করে না । তাঁকে খুন করা হয়েছে । পরে ঝুলিয়ে দেওয়া হয়েছে । পুলিশ কিশোরীর ফোনের কললিস্ট দেখে । মৃত্যুর সময় অনুযায়ী শেষ কল ছিল ওই কিশোরের । তাকে গতরাতেই গ্রেপ্তার করে পুলিশ । আজ ধৃতকে বিধাননগর জুভেনাইল আদালতে পাঠিয়েছে । আদালত 14 দিন হোমে রাখার নির্দেশ দিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.