হাবড়া, 19 ফেব্রুয়ারি : সরানো হচ্ছে আস্ত চারতলা বাড়ি । আর সেই বাড়ি সরানো দেখতেই ভিড় জমেছে কৌতূহলীদের । এই ছবিই সামনে আসল হাবড়া থানার অন্তর্গত মছলন্দপুরে ।
মছলন্দপুর-তেঁতুলিয়া রোডে চলছে রাস্তা সম্প্রসারণের কাজ । সেই রাস্তার ধারেই একই বিল্ডিংয়ে বাড়ি ও দোকান নির্মল কর্মকারের । রাস্তা সম্প্রসারণের প্রকল্পে নির্মলবাবুর বাড়ির বেশ খানিকটা চলে আসছে রাস্তার ভিতরে । আর এতেই হয়েছে বিপত্তি । দোকান ও বাড়ি ভেঙে ফেলার সরকারি নির্দেশও পৌঁছে গেছে নির্মলবাবুর বাড়িতে । কিন্তু এত বড় সাধের বাড়িটা শেষ পর্যন্ত ভেঙে ফেলতে হবে? মন থেকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি । শেষে অনলাইনে বাড়ি সরানোর সংস্থার সন্ধান পান তিনি । আর দ্বিতীয়বার ভাবেননি তিনি । খবর দেন হরিয়ানার ওই সংস্থাকে ।
সংস্থার এক প্রতিনিধি এসে বাড়িটিকে সরেজমিনে খতিয়েও দেখে যান । দিনকয়েক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁরা জানিয়ে দেন, বাড়িটি তাঁরা সরাতে পারবেন । সেই মতো 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয় কাজ । চারতলা বাড়িটি সরানোর জন্য লেগে পড়ে 24 জন শ্রমিক । মোট 100টি জগ ব্যবহার করা হচ্ছে বাড়িটিকে উঁচু করার জন্য । নিচে লাগানো হয়েছে চাকা । 26 ফুট দূরে সরিয়ে নিয়ে যাওয়া হবে বাড়িটিকে । সংস্থার তরফে বলা হয়েছে একমাসের মধ্যে হয়ে যাবে গোটা কাজটি । খরচ হবে মোট প্রায় ছয় লাখ টাকা ।