ETV Bharat / state

বসিরহাটে গুলিবিদ্ধ ব্যবসায়ী - বসিরহাট

বাড়ির নিচেই দোকান বসিরহাটের ব্যবসায়ী সীতারাম সাহার ৷ সন্ধ্যায় হিসেব-নিকেশ করার সময় দুষ্কৃতী হামলায় গুলিবিদ্ধ হন তিনি ৷ ঘটনার নেপথ্যে কী ? তদন্তে মাটিয়া থানার পুলিশ ৷

বসিরহাটে গুলিবিদ্ধ ব্যবসায়ী
বসিরহাটে গুলিবিদ্ধ ব্যবসায়ী
author img

By

Published : Jul 19, 2021, 1:51 PM IST

বসিরহাট, 19 জুলাই : টাকা দিতে অস্বীকার করায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে পালাল দুষ্কৃতীরা । আশঙ্কাজনক অবস্থায় সীতারাম সাহা নামে ওই ব্যবসায়ী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার বসিরহাটের মাটিয়া থানা এলাকায় ।

বসিরহাটের মাটিয়া থানার রঘুনাথপুরের টাকি রোডের ধারে বাড়ি বছর পঞ্চান্ন-র সীতারাম সাহার । দোতলা বাড়ির নিচেই রয়েছে তাঁর গাড়ির যন্ত্রাংশের দোকান ।রবিবার রাতে দোকানের শাটার নামিয়ে ভিতরে তিনি হিসেব-নিকেশ করার সময় বাইক নিয়ে দুই দুষ্কৃতী তাঁর দোকানের সামনে এসে দাঁড়ায় । এরপর শাটার তুলে আচমকাই দোকানের ভিতর ঢুকে যায় তারা । টেবিলের উপর টাকা দেখে সীতারামবাবুর কাছে টাকা চায় তারা ৷ দিতে অস্বীকার করায় জোর করে সেই টাকা তুলে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা ।

বাধা দিলে সীতারামবাবুর সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় দুষ্কৃতীদের । তখনই একজন রিভলবার বের করে সীতারামবাবুকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গুলি এসে পেটে লাগা মাত্রই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি । গুলির আওয়াজে পরিবার ও স্থানীয় লোকজন ছুটে আসার আগেই বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা । রক্তাক্ত অবস্থায় সীতারামবাবুকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে । কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

খবর পেয়ে রাতেই এসডিপিও-র নেতৃত্বে ঘটনাস্থলে যায় মাটিয়া থানার পুলিশবাহিনী । শুরু হয় তদন্ত । তবে এখনও পর্যন্ত দুষ্কৃতীদের কারোরই খোঁজ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর ।

আরও পড়ুন : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে সংসদে তৃণমূল সাংসদরা

এদিকে ঘটনাকে ঘিরে রীতিমতো ব্যবসায়ী মহলে আতঙ্কের সৃষ্টি হয়েছে । আতঙ্কিত ব্যবসায়ীরা চাইছেন, ঘটনার তদন্ত করে দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন । সেই সঙ্গে এলাকার নিরাপত্তা জোরদার করার দাবিও তুলেছেন ব্যবসায়ীদের একাংশ ।

অন্যদিকে তোলার টাকা চাওয়া নিয়ে বচসার জেরে এই ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে মাটিয়া থানার পুলিশ । সেই সঙ্গে এলাকার সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে ।

বসিরহাট, 19 জুলাই : টাকা দিতে অস্বীকার করায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে পালাল দুষ্কৃতীরা । আশঙ্কাজনক অবস্থায় সীতারাম সাহা নামে ওই ব্যবসায়ী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার বসিরহাটের মাটিয়া থানা এলাকায় ।

বসিরহাটের মাটিয়া থানার রঘুনাথপুরের টাকি রোডের ধারে বাড়ি বছর পঞ্চান্ন-র সীতারাম সাহার । দোতলা বাড়ির নিচেই রয়েছে তাঁর গাড়ির যন্ত্রাংশের দোকান ।রবিবার রাতে দোকানের শাটার নামিয়ে ভিতরে তিনি হিসেব-নিকেশ করার সময় বাইক নিয়ে দুই দুষ্কৃতী তাঁর দোকানের সামনে এসে দাঁড়ায় । এরপর শাটার তুলে আচমকাই দোকানের ভিতর ঢুকে যায় তারা । টেবিলের উপর টাকা দেখে সীতারামবাবুর কাছে টাকা চায় তারা ৷ দিতে অস্বীকার করায় জোর করে সেই টাকা তুলে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা ।

বাধা দিলে সীতারামবাবুর সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় দুষ্কৃতীদের । তখনই একজন রিভলবার বের করে সীতারামবাবুকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গুলি এসে পেটে লাগা মাত্রই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি । গুলির আওয়াজে পরিবার ও স্থানীয় লোকজন ছুটে আসার আগেই বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা । রক্তাক্ত অবস্থায় সীতারামবাবুকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে । কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

খবর পেয়ে রাতেই এসডিপিও-র নেতৃত্বে ঘটনাস্থলে যায় মাটিয়া থানার পুলিশবাহিনী । শুরু হয় তদন্ত । তবে এখনও পর্যন্ত দুষ্কৃতীদের কারোরই খোঁজ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর ।

আরও পড়ুন : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে সংসদে তৃণমূল সাংসদরা

এদিকে ঘটনাকে ঘিরে রীতিমতো ব্যবসায়ী মহলে আতঙ্কের সৃষ্টি হয়েছে । আতঙ্কিত ব্যবসায়ীরা চাইছেন, ঘটনার তদন্ত করে দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন । সেই সঙ্গে এলাকার নিরাপত্তা জোরদার করার দাবিও তুলেছেন ব্যবসায়ীদের একাংশ ।

অন্যদিকে তোলার টাকা চাওয়া নিয়ে বচসার জেরে এই ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে মাটিয়া থানার পুলিশ । সেই সঙ্গে এলাকার সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.