নৈহাটি, 3 ডিসেম্বর : পাচারের আগেই উদ্ধার হল বিরল প্রজাতির কচ্ছপ । গ্রেপ্তার হয়েছে 2 জন । নৈহাটি স্টেশনে কলকাতা-গোরক্ষপুরের দূরপাল্লার ট্রেন থেকে কচ্ছপ সহ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে । পাচারকারীরা উত্তর প্রদেশের সালানপুরের বাসিন্দা ।
গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল জিআরপিএফ-র সহায়তায় শিয়ালদা মেন শাখার নৈহাটি স্টেশনে কলকাতা-গোরক্ষপুরের ট্রেনে তল্লাশি চালায় । উদ্ধার করে 3 টি চটের বস্তা । বস্তায় করে 92 টি বিরল প্রজাতির কচ্ছপ পাচার করার পরিকল্পনায় ছিল পাচারকারীরা । কচ্ছপগুলি ব্যারাকপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । উদ্ধার হওয়া কচ্ছপগুলির বাজার মূল্য প্রায় কয়েক লাখ টাকা ।
তদন্তে নেমেছে পুলিশ । ধৃতদের সঙ্গে আর কারা কারা কচ্ছপ পাচারের সঙ্গে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ । ধৃতদের আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে । বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, কচ্ছপগুলো ইন্ডিয়ান সফট শেল প্রজাতির । গতকালই কচ্ছপগুলো রেলপুলিশ বনদপ্তরের হাতে তুলে দেয় ।