ETV Bharat / state

ফর্মে সই না থাকায় রেজাল্ট পাবে না 8 পরীক্ষার্থী, স্কুলে বিক্ষোভ

author img

By

Published : Jul 6, 2021, 4:53 PM IST

আমডাঙায় স্কুলে বিক্ষোভ দেখাল আটজন মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা ৷ অভিযোগ, পড়ুয়াদের দিয়ে পরীক্ষার ফর্মে প্রয়োজনীয় সই করায়নি স্কুল কর্তৃপক্ষ ৷ তার জেরেই এই পরীক্ষার্থীদের বছর বাতিল হতে চলেছে ৷ সমস্যা সমাধানে স্কুল কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়ে মঙ্গলবার স্কুলে বিক্ষােভ দেখালেন অভিভাবকরা ৷

আমডাঙা মাধবপুর প্রহ্লাদ বিদ্যাপীঠে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিক্ষোভ
আমডাঙা মাধবপুর প্রহ্লাদ বিদ্যাপীঠে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিক্ষোভ

আমডাঙা, 6 জুলাই : স্কুলে তালা দিয়ে বিক্ষোভ দেখাল পরীক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা ৷ মাধ্যমিক পরীক্ষার ফর্মে সই না থাকায় রেজাল্ট পাবে না মাধবপুর প্রহ্লাদ বিদ্যাপীঠের আটজন পরীক্ষার্থী ৷ ফর্মে সই না থাকার বিষয়টি স্কুলের তরফে সময় মতো পড়ুয়াদের জানানো হয়নি বলে অভিযোগ ৷ এই অবস্থায় সমাধান চেয়ে স্কুল কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করে পরীক্ষার্থীরা ৷ কিন্তু স্কুলের তরফে তৎপরতা দেখানো হচ্ছে না অভিযোগ তুলে মঙ্গলবার পরীক্ষার্থী এবং তাদের বাড়ির লোকজন স্কুলে এসে বিক্ষোভ দেখান ৷

পরীক্ষার্থী সাবিয়া পারভিন এবং অন্যদের অভিযোগ, ফর্ম ফিলআপ করার দিন স্যার জানান তাদের ফর্ম ফিলআপ করা হয়ে গিয়েছে ৷ তারা দু'টি জায়গায় সই করে বাড়ি চলে যায় ৷ পরে দেখা যাচ্ছে তাদের আরও একটি ফর্মে সই করা বাকি ছিল ৷ সেদিন সেসব সম্পর্কে তাদের কিছু বলা হয়নি ৷ তাদের বাড়ি যেতে বলা হয়েছিল বলেই তারা বাড়ি চলে যায় ৷ এদিকে স্কুলের প্রধান শিক্ষক সুবীর কুমার ঘোষের দাবি, এই আটজন পরীক্ষার্থী এনরোলমেন্ট ফর্মে সই না করেই বাড়ি চলে গিয়েছিল । তাতেই এই বিপত্তি তৈরি হয়েছে ।

এদিন স্কুলে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে আসেন পরীক্ষার্থীদের অভিভাবকরা ৷ প্রধান শিক্ষককে না পেয়ে বিক্ষোভ দেখান তাঁরা । তাঁদের দাবি, সমস্যা যা তৈরি হয়েছে সেটা স্কুল কর্তৃপক্ষই তৈরি করেছে ৷ তাই এখন পড়ুয়া এবং তাদের পরিবারের লোকজন চাইছেন স্কুল কর্তৃপক্ষের তরফে উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান করা হোক ৷ এক পরীক্ষার্থীর দাদা ওমর ফারুক জানান, শত চেষ্টা করেও স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না ৷ তিনি স্কুলে আসবেন বলেও আসছেন না ৷ ফোন করলে ফোনও ধরছেন না ৷

রেজাল্ট পাবে না জানতে পেরে বিক্ষোভ দেখাল মাধবপুর প্রহ্লাদ বিদ্যাপীঠের আটজন মাধ্যমিক পরীক্ষার্থী ৷

অভিভাবকদের অভিযোগ, স্কুল মাধ্যমিক পরীক্ষার জন্য টাকা নিয়েছে ৷ আর দেখল না সব পরীক্ষার্থী এনরোলমেন্ট ফর্মে সই করল কি না । সবার নাম না নিয়েই বোর্ডের কাছে নাম পাঠাল কী করে ? তাঁদের দাবি, বোর্ডে নাম পাঠানোর আগে স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের বাড়িতে খবর দিতে পারত ৷ পড়ুয়াদের অভিভাবকদের ফোন নম্বরও স্কুলে দেওয়া রয়েছে ৷ করোনা পরিস্থিতিতে এমনিতেই স্কুলে আসা বন্ধ রয়েছে ৷ অনলাইনে ক্লাস চলছে অনেক স্কুলেই ৷ এমন ঘটনায় শিক্ষকদের দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলছেন তাঁরা ।

আরও পড়ুন : জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে বারাসতে বামেদের বিক্ষোভ

আমডাঙা, 6 জুলাই : স্কুলে তালা দিয়ে বিক্ষোভ দেখাল পরীক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা ৷ মাধ্যমিক পরীক্ষার ফর্মে সই না থাকায় রেজাল্ট পাবে না মাধবপুর প্রহ্লাদ বিদ্যাপীঠের আটজন পরীক্ষার্থী ৷ ফর্মে সই না থাকার বিষয়টি স্কুলের তরফে সময় মতো পড়ুয়াদের জানানো হয়নি বলে অভিযোগ ৷ এই অবস্থায় সমাধান চেয়ে স্কুল কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করে পরীক্ষার্থীরা ৷ কিন্তু স্কুলের তরফে তৎপরতা দেখানো হচ্ছে না অভিযোগ তুলে মঙ্গলবার পরীক্ষার্থী এবং তাদের বাড়ির লোকজন স্কুলে এসে বিক্ষোভ দেখান ৷

পরীক্ষার্থী সাবিয়া পারভিন এবং অন্যদের অভিযোগ, ফর্ম ফিলআপ করার দিন স্যার জানান তাদের ফর্ম ফিলআপ করা হয়ে গিয়েছে ৷ তারা দু'টি জায়গায় সই করে বাড়ি চলে যায় ৷ পরে দেখা যাচ্ছে তাদের আরও একটি ফর্মে সই করা বাকি ছিল ৷ সেদিন সেসব সম্পর্কে তাদের কিছু বলা হয়নি ৷ তাদের বাড়ি যেতে বলা হয়েছিল বলেই তারা বাড়ি চলে যায় ৷ এদিকে স্কুলের প্রধান শিক্ষক সুবীর কুমার ঘোষের দাবি, এই আটজন পরীক্ষার্থী এনরোলমেন্ট ফর্মে সই না করেই বাড়ি চলে গিয়েছিল । তাতেই এই বিপত্তি তৈরি হয়েছে ।

এদিন স্কুলে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে আসেন পরীক্ষার্থীদের অভিভাবকরা ৷ প্রধান শিক্ষককে না পেয়ে বিক্ষোভ দেখান তাঁরা । তাঁদের দাবি, সমস্যা যা তৈরি হয়েছে সেটা স্কুল কর্তৃপক্ষই তৈরি করেছে ৷ তাই এখন পড়ুয়া এবং তাদের পরিবারের লোকজন চাইছেন স্কুল কর্তৃপক্ষের তরফে উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান করা হোক ৷ এক পরীক্ষার্থীর দাদা ওমর ফারুক জানান, শত চেষ্টা করেও স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না ৷ তিনি স্কুলে আসবেন বলেও আসছেন না ৷ ফোন করলে ফোনও ধরছেন না ৷

রেজাল্ট পাবে না জানতে পেরে বিক্ষোভ দেখাল মাধবপুর প্রহ্লাদ বিদ্যাপীঠের আটজন মাধ্যমিক পরীক্ষার্থী ৷

অভিভাবকদের অভিযোগ, স্কুল মাধ্যমিক পরীক্ষার জন্য টাকা নিয়েছে ৷ আর দেখল না সব পরীক্ষার্থী এনরোলমেন্ট ফর্মে সই করল কি না । সবার নাম না নিয়েই বোর্ডের কাছে নাম পাঠাল কী করে ? তাঁদের দাবি, বোর্ডে নাম পাঠানোর আগে স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের বাড়িতে খবর দিতে পারত ৷ পড়ুয়াদের অভিভাবকদের ফোন নম্বরও স্কুলে দেওয়া রয়েছে ৷ করোনা পরিস্থিতিতে এমনিতেই স্কুলে আসা বন্ধ রয়েছে ৷ অনলাইনে ক্লাস চলছে অনেক স্কুলেই ৷ এমন ঘটনায় শিক্ষকদের দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলছেন তাঁরা ।

আরও পড়ুন : জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে বারাসতে বামেদের বিক্ষোভ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.