ETV Bharat / state

ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কে কোটি টাকার দুর্নীতি, ধৃতদের পুলিশি হেপাজত

একসময় এই ব্যাঙ্কের চেয়ারম্যান পদে ছিলেন BJP সাংসদ অর্জুন সিং । চেয়ারম্যান থাকাকালীন ব্যাঙ্ক থেকে বেআইনিভাবে লোন পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে । যদিও সে অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি ।

বারাসত আদালতের খবর
বারাসত আদালতের ছবি
author img

By

Published : Sep 14, 2020, 9:19 PM IST

বারাসত, 14 সেপ্টেম্বর : ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কের 11 কোটি 34 লাখ টাকা দুর্নীতির অভিযোগে ধৃত চন্দ্রনাথ ভট্টাচার্য ও অভিজিৎ চক্রবর্তীকে আজ দুপুরে তোলা হয় বারাসত আদালতে । আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও তা নাকচ হয়ে যায় । বিচারক ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজতের আদেশ দেন । প্রসঙ্গত, ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কের দুর্নীতি মামলায় ওই দু'জনকে গ্রেপ্তার করে ব্যারাকপুরের গোয়েন্দা বিভাগ । এর মধ্যে চন্দনাথ ভট্টাচার্য ওই কো-অপারেটিভ ব্যাঙ্কের CEO ।অন্যজন লোন গ্রহীতা ।

ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে বেআইনিভাবে লোন নেওয়া ও সেই লোন অন্য জায়গায় স্থানান্তরিত করার অভিযোগ ওঠে । 2018 সালের মার্চ মাস থেকে 2019 সাল পর্যন্ত একের পর এক অভিযোগ আসতে শুরু করে পুলিশের কাছে । এরপরই ব্যাঙ্কের দুর্নীতির তদন্ত নামে ব্যারাকপুরের গোয়েন্দা বিভাগ । একসময় এই ব্যাঙ্কের চেয়ারম্যান পদে ছিলেন BJP সাংসদ অর্জুন সিং । চেয়ারম্যান থাকাকালীন ব্যাঙ্ক থেকে বেআইনিভাবে লোন পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে । যদিও সেই অভিযোগ বারবার অস্বীকার করেছেন BJP সাংসদ অর্জুন সিং। তাঁকে পরিকল্পিত ভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি । দুর্নীতি মামলায় কয়েকদিন আগেই সাংসদের মজদুর ভবনের অফিস ও এক আত্মীয়ের বাড়িতে তল্লাশিও চালায় ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকর্তারা । তা নিয়েও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন BJP সাংসদ । এসবের মধ্যেই ব্যাঙ্কের দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেন ব্যাঙ্কের CEO ও লোন গ্রহীতা ।

আরও পড়ুন : আর্থিক তছরুপের অভিযোগ, অর্জুন সিংয়ের বাড়িতে তল্লাশি

এই বিষয়ে মামলার বিশেষ সরকারি আইনজীবী সত্যবত দাস বলেন, “ধৃতদের কাছ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ । পুলিশ জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে ধৃতদের কাছ থেকে । সেই জন্য সাতদিনের পুলিশ হেপাজতের আদেশ দিয়েছে বিচারক।” তাঁর কথায়, “এই দুর্নীতি মামলায় যে সমস্ত রাঘব বোয়ালরা জড়িয়ে রয়েছে তাঁদেরকেও পুলিশ এবার ধরতে পারবে বলে আশা করছি । একটা পৌরসভায় এত ওয়াক অর্ডার ফোর্স হচ্ছে । ডকুমেন্ট ফোর্স করা হচ্ছে । ভাবুন তাহলে কী হতে পারে ?”

ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কের 11 কোটি 34 লাখ টাকা দুর্নীতি

বিশেষ সরকারি আইনজীবী আরও বলেন, “2018 সালে 27 মার্চ স্ট্যাম্প পেপার কেনা হচ্ছে । আর এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে 26 মার্চ । তাহলেই ভাবুন কীরকম জালিয়াতি ও দুর্নীতি হয়েছে কো-অপারেটিভ ব্যাঙ্কে ।” এই দুর্নীতির সঙ্গে ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান ও BJP সাংসদ অর্জুন সিং প্রত্যক্ষভাবে জড়িত বলেও দাবি করেন সরকারি আইনজীবী । ধৃতদের বিরুদ্ধে 467,468,471,420,406,409,IPC-র 120(বি)ধারায় মামলা রুজু হয়েছে।

বারাসত, 14 সেপ্টেম্বর : ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কের 11 কোটি 34 লাখ টাকা দুর্নীতির অভিযোগে ধৃত চন্দ্রনাথ ভট্টাচার্য ও অভিজিৎ চক্রবর্তীকে আজ দুপুরে তোলা হয় বারাসত আদালতে । আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও তা নাকচ হয়ে যায় । বিচারক ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজতের আদেশ দেন । প্রসঙ্গত, ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কের দুর্নীতি মামলায় ওই দু'জনকে গ্রেপ্তার করে ব্যারাকপুরের গোয়েন্দা বিভাগ । এর মধ্যে চন্দনাথ ভট্টাচার্য ওই কো-অপারেটিভ ব্যাঙ্কের CEO ।অন্যজন লোন গ্রহীতা ।

ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে বেআইনিভাবে লোন নেওয়া ও সেই লোন অন্য জায়গায় স্থানান্তরিত করার অভিযোগ ওঠে । 2018 সালের মার্চ মাস থেকে 2019 সাল পর্যন্ত একের পর এক অভিযোগ আসতে শুরু করে পুলিশের কাছে । এরপরই ব্যাঙ্কের দুর্নীতির তদন্ত নামে ব্যারাকপুরের গোয়েন্দা বিভাগ । একসময় এই ব্যাঙ্কের চেয়ারম্যান পদে ছিলেন BJP সাংসদ অর্জুন সিং । চেয়ারম্যান থাকাকালীন ব্যাঙ্ক থেকে বেআইনিভাবে লোন পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে । যদিও সেই অভিযোগ বারবার অস্বীকার করেছেন BJP সাংসদ অর্জুন সিং। তাঁকে পরিকল্পিত ভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি । দুর্নীতি মামলায় কয়েকদিন আগেই সাংসদের মজদুর ভবনের অফিস ও এক আত্মীয়ের বাড়িতে তল্লাশিও চালায় ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকর্তারা । তা নিয়েও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন BJP সাংসদ । এসবের মধ্যেই ব্যাঙ্কের দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেন ব্যাঙ্কের CEO ও লোন গ্রহীতা ।

আরও পড়ুন : আর্থিক তছরুপের অভিযোগ, অর্জুন সিংয়ের বাড়িতে তল্লাশি

এই বিষয়ে মামলার বিশেষ সরকারি আইনজীবী সত্যবত দাস বলেন, “ধৃতদের কাছ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ । পুলিশ জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে ধৃতদের কাছ থেকে । সেই জন্য সাতদিনের পুলিশ হেপাজতের আদেশ দিয়েছে বিচারক।” তাঁর কথায়, “এই দুর্নীতি মামলায় যে সমস্ত রাঘব বোয়ালরা জড়িয়ে রয়েছে তাঁদেরকেও পুলিশ এবার ধরতে পারবে বলে আশা করছি । একটা পৌরসভায় এত ওয়াক অর্ডার ফোর্স হচ্ছে । ডকুমেন্ট ফোর্স করা হচ্ছে । ভাবুন তাহলে কী হতে পারে ?”

ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কের 11 কোটি 34 লাখ টাকা দুর্নীতি

বিশেষ সরকারি আইনজীবী আরও বলেন, “2018 সালে 27 মার্চ স্ট্যাম্প পেপার কেনা হচ্ছে । আর এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে 26 মার্চ । তাহলেই ভাবুন কীরকম জালিয়াতি ও দুর্নীতি হয়েছে কো-অপারেটিভ ব্যাঙ্কে ।” এই দুর্নীতির সঙ্গে ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান ও BJP সাংসদ অর্জুন সিং প্রত্যক্ষভাবে জড়িত বলেও দাবি করেন সরকারি আইনজীবী । ধৃতদের বিরুদ্ধে 467,468,471,420,406,409,IPC-র 120(বি)ধারায় মামলা রুজু হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.