ETV Bharat / state

বনগাঁ মহকুমা হাসপাতালে 50 বেডের কোভিড ইউনিট - 50 Bed COVID Unit

দাবি ছিল দীর্ঘদিনের ৷ কিন্তু পরিকাঠামোগত সমস্যার কারণে তা চালু করতে পারেনি স্বাস্থ্য দফতর । এবার বহুদিনের অপেক্ষা শেষে বনগাঁ মহকুমা হাসপাতালে 50 বেডের কোভিড ইউনিট চালু হল ৷

বনগাঁ মহকুমা হাসপাতাল
বনগাঁ মহকুমা হাসপাতাল
author img

By

Published : Apr 24, 2021, 7:35 PM IST

বনগাঁ, 24 এপ্রিল : রাজ্যের প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার গ্রাফ । করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমা হাসপাতালে কোভিড ইউনিট চালু হল ৷ প্রাথমিকভাবে ইউনিটে 50 টি শয্যার ব্যবস্থা করা হয়েছে । বর্তমানে সেখানে 12 জন কোভিড আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ।

গতবছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বনগাঁ হাসপাতালে করোনা ইউনিট চালু করার দাবি তুলেছিলেন স্থানীয়রা । সিপিএমের পক্ষ থেকে রাস্তায় নেমে কোভিড হাসপাতালের দাবি করা হয়েছিল । একই দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল বনগাঁর এক আইনজীবী । কিন্তু পরিকাঠামোগত সমস্যার কারণে তা চালু করতে পারেনি স্বাস্থ্য দফতর । পরিবর্তে জ্বরের ওয়ার্ড চালু হয় ।

সেই ওয়ার্ডে জ্বরের রোগীদের ভর্তি করে চিকিৎসা করা হচ্ছিল । তাঁদের মধ্যে কারও করোনা সংক্রমণ ধরা পড়লে তাঁদেরকে প্রয়োজন মত অন্য কোনও কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হত । নতুন করে বনগাঁ মহাকুমায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে ৷ স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত বনগাঁ মহাকুমায় 475 জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন । শেষ 24 ঘণ্টায় 75 জন আক্রান্ত হয়েছেন । এই পরিস্থিতিতে বনগাঁতে করোনার চিকিৎসার ব্যবস্থা হওয়ায় খুশি এলাকার মানুষ ।

এ-বিষয়ে বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার শংকর প্রসাদ মাহাত বলেন, "আমরা গতকাল থেকে ওয়ার্ড চালু করেছি । আমাদের 50 শয্যার বরাদ্দ হয়েছে । যেহেতু এটা স্পেশাল ওয়ার্ড এই কারণে এখনও আমাদের কিছু কিছু চাহিদা আছে, আমরা সেটা স্বাস্থ্যভবনকে জানিয়েছি ।"

বেশ কিছু চাহিদা এখনও রয়েছে, তবে তার মধ্যেই বনগাঁ মহকুমা হাসপাতালে চালু করে দেওয়া হল কোভিড ইউনিট

আরও পড়ুন : অক্সিজেনের ঘাটতি মেটাতে ব্যবস্থা স্বাস্থ্য দফতরের, জানালেন মুখ্যমন্ত্রী

আইনজীবী দীপাঞ্জন দত্ত বলেন, "বনগাঁর মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিগত দিনে এই কোভিড ওয়ার্ডের দাবিতে প্রশাসনের কাছে ডেপুটেশন দিয়েছে । আমি ব্যক্তিগতভাবে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা করেছিলাম । সেই মামলায় স্বাস্থ্য দফতরকে কোভিড ওয়ার্ডের জন্য ভাবতে বলা হয়েছিল । কোভিড ওয়ার্ড হওয়াকে আমি সাধুবাদ জানাই ।" পাশাপাশি তিনি মনে করেন, "প্রশাসনের পক্ষ থেকে আরও নজরদারি বাড়ানোর দরকার । কারণ, এখনও বহু মানুষ সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা, ঠিক করে মাস্কও পরেন না ।"

বনগাঁ মহকুমার এই হাসপাতালে বনগাঁ, গাইঘাটা ও বাগদা এলাকার বহু মানুষ চিকিৎসার জন্য আসেন । এতদিন করোনায় আক্রান্ত হলে তাদের শহরতলির অন্য কোনও হাসপাতালে যেতে হত । বনগাঁ হাসপাতাল করোনা ইউনিট চালু হওয়ায় এসব এলাকার মানুষ উপকৃত হবেন বলে মত বিশিষ্ট মহলের ।

বনগাঁ, 24 এপ্রিল : রাজ্যের প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার গ্রাফ । করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমা হাসপাতালে কোভিড ইউনিট চালু হল ৷ প্রাথমিকভাবে ইউনিটে 50 টি শয্যার ব্যবস্থা করা হয়েছে । বর্তমানে সেখানে 12 জন কোভিড আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ।

গতবছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বনগাঁ হাসপাতালে করোনা ইউনিট চালু করার দাবি তুলেছিলেন স্থানীয়রা । সিপিএমের পক্ষ থেকে রাস্তায় নেমে কোভিড হাসপাতালের দাবি করা হয়েছিল । একই দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল বনগাঁর এক আইনজীবী । কিন্তু পরিকাঠামোগত সমস্যার কারণে তা চালু করতে পারেনি স্বাস্থ্য দফতর । পরিবর্তে জ্বরের ওয়ার্ড চালু হয় ।

সেই ওয়ার্ডে জ্বরের রোগীদের ভর্তি করে চিকিৎসা করা হচ্ছিল । তাঁদের মধ্যে কারও করোনা সংক্রমণ ধরা পড়লে তাঁদেরকে প্রয়োজন মত অন্য কোনও কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হত । নতুন করে বনগাঁ মহাকুমায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে ৷ স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত বনগাঁ মহাকুমায় 475 জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন । শেষ 24 ঘণ্টায় 75 জন আক্রান্ত হয়েছেন । এই পরিস্থিতিতে বনগাঁতে করোনার চিকিৎসার ব্যবস্থা হওয়ায় খুশি এলাকার মানুষ ।

এ-বিষয়ে বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার শংকর প্রসাদ মাহাত বলেন, "আমরা গতকাল থেকে ওয়ার্ড চালু করেছি । আমাদের 50 শয্যার বরাদ্দ হয়েছে । যেহেতু এটা স্পেশাল ওয়ার্ড এই কারণে এখনও আমাদের কিছু কিছু চাহিদা আছে, আমরা সেটা স্বাস্থ্যভবনকে জানিয়েছি ।"

বেশ কিছু চাহিদা এখনও রয়েছে, তবে তার মধ্যেই বনগাঁ মহকুমা হাসপাতালে চালু করে দেওয়া হল কোভিড ইউনিট

আরও পড়ুন : অক্সিজেনের ঘাটতি মেটাতে ব্যবস্থা স্বাস্থ্য দফতরের, জানালেন মুখ্যমন্ত্রী

আইনজীবী দীপাঞ্জন দত্ত বলেন, "বনগাঁর মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিগত দিনে এই কোভিড ওয়ার্ডের দাবিতে প্রশাসনের কাছে ডেপুটেশন দিয়েছে । আমি ব্যক্তিগতভাবে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা করেছিলাম । সেই মামলায় স্বাস্থ্য দফতরকে কোভিড ওয়ার্ডের জন্য ভাবতে বলা হয়েছিল । কোভিড ওয়ার্ড হওয়াকে আমি সাধুবাদ জানাই ।" পাশাপাশি তিনি মনে করেন, "প্রশাসনের পক্ষ থেকে আরও নজরদারি বাড়ানোর দরকার । কারণ, এখনও বহু মানুষ সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা, ঠিক করে মাস্কও পরেন না ।"

বনগাঁ মহকুমার এই হাসপাতালে বনগাঁ, গাইঘাটা ও বাগদা এলাকার বহু মানুষ চিকিৎসার জন্য আসেন । এতদিন করোনায় আক্রান্ত হলে তাদের শহরতলির অন্য কোনও হাসপাতালে যেতে হত । বনগাঁ হাসপাতাল করোনা ইউনিট চালু হওয়ায় এসব এলাকার মানুষ উপকৃত হবেন বলে মত বিশিষ্ট মহলের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.