ETV Bharat / state

Child Body Recovered: মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে গিয়ে মৃত 5 বছরের শিশু

মামার বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি শিশুর (Child Body Recovered)। খেলার সময় পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হল পাঁচ বছরের রিয়াজুলের (Child dies after falling into pond)। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হাসনাবাদে ।

5-year-old child dies after falling into pond while visiting his uncle house
মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে গিয়ে মৃত 5 বছরের শিশু
author img

By

Published : Oct 17, 2022, 8:13 PM IST

বসিরহাট, 17 অক্টোবর: মামার বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি হল পাঁচ বছরের শিশুর (Child Body Recovered)। খেলার সময় পুকুরে পড়ে গিয়ে প্রাণ হারাল রিয়াজুল ইসলাম । এই ঘটনায় সোমবার শোকের ছায়া নেমে আসে উত্তর 24 পরগনার হাসনাবাদের পাটলিখানপুর গ্রামে (Child dies after falling into pond)।

পুলিশ পুকুর থেকে ওই শিশুর নিথর দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । কীভাবে শিশুটি পুকুরে পড়ে গেল ? কেউ কি তাকে সেখানে নিয়ে গিয়েছিল ? তারই উত্তর পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারী অফিসারেরা । তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শিশুটি খেলতে গিয়ে কোনওভাবে পুকুরে পড়ে যেতে পারে । তাই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে ।

জানা গিয়েছে, মধ্যমগ্রামের দাঁড়িয়া এলাকায় বাড়ি শিশুটির । সম্প্রতি সে বাবা-মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল । এ দিন সকালে বাড়ির উঠোনেই খেলা করছিল পাঁচ বছরের শিশুটি । হঠাৎই তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না । খেলার সময় হঠাৎই সে নিখোঁজ হয়ে যাওয়ায় চিন্তায় পড়ে যান পরিবারের লোকজন । শুরু হয় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি । কিন্তু কোথাও রিয়াজুলের হদিশ মেলেনি ।

আরও পড়ুন: দামোদরের জলে ডুবে মৃত 2

সবশেষে শিশুটির সন্ধানে খোঁজ চালানো হয় বাড়ির সামনের পুকুরে । কিছুক্ষণ পরেই শিশুটির দেহ ভেসে ওঠে পুকুরের জলে । তড়িঘড়ি পুকুর থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় টাকি গ্রামীণ হাসপাতালে । কিন্তু ততক্ষণে সব শেষ ! চিকিৎসকরা জানিয়ে দেন, অনেকক্ষণ আগেই মৃত্যু হয়েছে শিশুটির । এই কথা শুনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা । মর্মান্তিক এই ঘটনায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া ।

এ দিকে, বিষয়টি নিয়ে হাসনাবাদ থানার পুলিশ জানিয়েছে, "ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷"

বসিরহাট, 17 অক্টোবর: মামার বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি হল পাঁচ বছরের শিশুর (Child Body Recovered)। খেলার সময় পুকুরে পড়ে গিয়ে প্রাণ হারাল রিয়াজুল ইসলাম । এই ঘটনায় সোমবার শোকের ছায়া নেমে আসে উত্তর 24 পরগনার হাসনাবাদের পাটলিখানপুর গ্রামে (Child dies after falling into pond)।

পুলিশ পুকুর থেকে ওই শিশুর নিথর দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । কীভাবে শিশুটি পুকুরে পড়ে গেল ? কেউ কি তাকে সেখানে নিয়ে গিয়েছিল ? তারই উত্তর পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারী অফিসারেরা । তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শিশুটি খেলতে গিয়ে কোনওভাবে পুকুরে পড়ে যেতে পারে । তাই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে ।

জানা গিয়েছে, মধ্যমগ্রামের দাঁড়িয়া এলাকায় বাড়ি শিশুটির । সম্প্রতি সে বাবা-মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল । এ দিন সকালে বাড়ির উঠোনেই খেলা করছিল পাঁচ বছরের শিশুটি । হঠাৎই তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না । খেলার সময় হঠাৎই সে নিখোঁজ হয়ে যাওয়ায় চিন্তায় পড়ে যান পরিবারের লোকজন । শুরু হয় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি । কিন্তু কোথাও রিয়াজুলের হদিশ মেলেনি ।

আরও পড়ুন: দামোদরের জলে ডুবে মৃত 2

সবশেষে শিশুটির সন্ধানে খোঁজ চালানো হয় বাড়ির সামনের পুকুরে । কিছুক্ষণ পরেই শিশুটির দেহ ভেসে ওঠে পুকুরের জলে । তড়িঘড়ি পুকুর থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় টাকি গ্রামীণ হাসপাতালে । কিন্তু ততক্ষণে সব শেষ ! চিকিৎসকরা জানিয়ে দেন, অনেকক্ষণ আগেই মৃত্যু হয়েছে শিশুটির । এই কথা শুনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা । মর্মান্তিক এই ঘটনায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া ।

এ দিকে, বিষয়টি নিয়ে হাসনাবাদ থানার পুলিশ জানিয়েছে, "ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.