ETV Bharat / state

সীমান্তে আড়াই লাখ টাকার রুপোর গয়না উদ্ধার

গয়না পাচারকারীর ছক বানচাল করল সীমান্তরক্ষী বাহিনী । উদ্ধার হয়েছে প্রায় আড়াই লাখ টাকার রুপোর গয়না ।

 border security force
border security force
author img

By

Published : Aug 3, 2020, 10:07 PM IST

কলকাতা, 3 অগাস্ট : ভারত-বাংলাদেশ সীমান্তে ফের সক্রিয় গয়না পাচার চক্র । লকডাউনের মাঝে সেভাবে গয়না উদ্ধার হয়নি সীমান্ত থেকে । কিন্তু আনলক পর্ব শুরু হতেই ফের সক্রিয় হয়ে উঠেছে পাচারকারীরা । পাচারকারীদের ছক বানচাল করল বর্ডার সিকিউরিটি ফোর্স । উদ্ধার হল 5 কেজির বেশি রুপোর গয়না । যার বাজার দর প্রায় আড়াই লাখ টাকা । ঘটনায় পাচারকারী পালাতে সমর্থ হলেও, তাকে চিহ্নিত করেছে সীমান্তরক্ষী বাহিনী । খোঁজ চলছে ।

জানা গেছে, কলকাতা সেক্টরের উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্ট সকাল 11 টা নাগাদ জনাকীর্ণ থাকে । ওই সময় সীমান্ত পারাপারের কাজ চলে । ফলে সীমান্তরক্ষী বাহিনী তৎপর থাকে । আজ জওয়ানেরা হঠাতই একটি লাল রঙের বাইক চেকপোস্ট এলাকায় দেখতে পায় । বাইক আরোহীর সন্দেহজনক গতিবিধি দেখে জওয়ানেরা পিছু ধাওয়া করে । পাচারকারী বুঝতে পেরে ভিড়ের সুযোগ নিয়ে বাইক রেখে গা ঢাকা দেয় ।

জওয়ানেরা বাইকটিকে বাজেয়াপ্ত করে । সিট খুলে 5 কেজি 65 গ্রাম রুপোর গয়না উদ্ধার করে । বাইকের সূত্র ধরে খোঁজ-খবর চালিয়ে জানা যায়, বাইকটি 32 বছরের ফিরোজ নামক এক যুবকের । যুবক হাকিম পাড়ার বাসিন্দা ।

ইতিমধ্যেই স্বরূপনগর থানায় ওই যুবকের বিষয়ে জানান হয়েছে । বাজেয়াপ্ত করা রুপোর গয়না পুলিশকে হস্তান্তর করা হয়েছে । পুলিশ ফিরোজের খোঁজ চালাচ্ছে ।

কলকাতা, 3 অগাস্ট : ভারত-বাংলাদেশ সীমান্তে ফের সক্রিয় গয়না পাচার চক্র । লকডাউনের মাঝে সেভাবে গয়না উদ্ধার হয়নি সীমান্ত থেকে । কিন্তু আনলক পর্ব শুরু হতেই ফের সক্রিয় হয়ে উঠেছে পাচারকারীরা । পাচারকারীদের ছক বানচাল করল বর্ডার সিকিউরিটি ফোর্স । উদ্ধার হল 5 কেজির বেশি রুপোর গয়না । যার বাজার দর প্রায় আড়াই লাখ টাকা । ঘটনায় পাচারকারী পালাতে সমর্থ হলেও, তাকে চিহ্নিত করেছে সীমান্তরক্ষী বাহিনী । খোঁজ চলছে ।

জানা গেছে, কলকাতা সেক্টরের উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্ট সকাল 11 টা নাগাদ জনাকীর্ণ থাকে । ওই সময় সীমান্ত পারাপারের কাজ চলে । ফলে সীমান্তরক্ষী বাহিনী তৎপর থাকে । আজ জওয়ানেরা হঠাতই একটি লাল রঙের বাইক চেকপোস্ট এলাকায় দেখতে পায় । বাইক আরোহীর সন্দেহজনক গতিবিধি দেখে জওয়ানেরা পিছু ধাওয়া করে । পাচারকারী বুঝতে পেরে ভিড়ের সুযোগ নিয়ে বাইক রেখে গা ঢাকা দেয় ।

জওয়ানেরা বাইকটিকে বাজেয়াপ্ত করে । সিট খুলে 5 কেজি 65 গ্রাম রুপোর গয়না উদ্ধার করে । বাইকের সূত্র ধরে খোঁজ-খবর চালিয়ে জানা যায়, বাইকটি 32 বছরের ফিরোজ নামক এক যুবকের । যুবক হাকিম পাড়ার বাসিন্দা ।

ইতিমধ্যেই স্বরূপনগর থানায় ওই যুবকের বিষয়ে জানান হয়েছে । বাজেয়াপ্ত করা রুপোর গয়না পুলিশকে হস্তান্তর করা হয়েছে । পুলিশ ফিরোজের খোঁজ চালাচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.