ETV Bharat / state

কলকাতায় অপহরণের পর উদ্ধার মণিপুরের মুখ্যমন্ত্রীর মাসতুতো ভাই, ধৃত 5 - মণিপুরেরে মুখ্যমন্ত্রী

টংব্রন লুখই সিং নিউটাউনের একটি বহুতল ফ্ল্যাটে থাকতেন । শুক্রবার দুপুরে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর ফ্ল্যাটে যায় । নিজেদের CID অফিসার পরিচয় দেয় । ফ্ল্যাটের কয়েকটি ঘরেও তল্লাশি চালায় তারা । টংব্রন লুখই ও তাঁর  আপ্ত সহায়কের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গাড়িতে করে তুলে নিয়ে যায় তারা ।

5 arrested on NewTown kidnaping case
গ্রেপ্তার 5
author img

By

Published : Dec 14, 2019, 5:24 PM IST

নিউটাউন, 14 ডিসেম্বর : 7 ঘণ্টার মধ্যে অপহরণের কিনারা করল নিউটাউন থানার পুলিশ । মণিপুরের মুখ্যমন্ত্রীর মাসতুতো ভাই টংব্রন সিং ও তাঁর আপ্ত সহায়ক মৈরংথেম সান্তা সিংকে শুক্রবার দুপুরে অপহরণের অভিযোগ ওঠে । সেই অভিযোগের ভিত্তিতে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ । অভিযুক্তদের বেনিয়াপুকুর ও পার্কস্ট্রিট এলাকা থেকে শুক্রবার আটক করা হয় । পরে শনিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয় । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 2 লাখ টাকা, অপহরণে ব্যবহৃত গাড়ি ও তিনটি নকল পিস্তল ।

জানা গিয়েছে টংব্রন লুখই সিং নিউটাউনের একটি বহুতল ফ্ল্যাটে থাকতেন । শুক্রবার দুপুরে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর ফ্ল্যাটে যায় । নিজেদের CID অফিসার পরিচয় দেয় । ফ্ল্যাটের কয়েকটি ঘরেও তল্লাশি চালায় তারা । টংব্রন লুখই ও তাঁর আপ্ত সহায়কের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গাড়িতে করে তুলে নিয়ে যায় তারা । ঘটনার পর তাঁর পরিবারের তরফে নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ । শুক্রবার সন্ধেয় পাঁচ দুষ্কৃতীকে আটক করে পুলিশ । ধৃতরা হল বিনোদ রাও, মোহম্মদ রিয়াজ় আলি, ইদ্রিশ আলি, নিকি সিং ও খাইরুল রহমান ।

কলকাতার বিভিন্ন রাস্তার CCTV ফুটেজ খতিয়ে দেখে অপহরণকারীদের গাড়িটি শনাক্ত করে পুলিশ । শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ পার্কস্ট্রিট ও বেনিয়াপুকুর এলাকা থেকে ওই পাঁচ দুষ্কৃতীকে আটক করে নিউটাউন থানার পুলিশ । অন্যদিকে পার্কসার্কাস এলাকা থেকে টংব্রন লুখই সিং ও তাঁর আপ্ত সহায়ক মৈরংথেম সান্তা সিংকে উদ্ধার করা হয় । জিজ্ঞাসাবাদের পর শনিবার সকালে ওই 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে 419, 363, 364(a) ও 34 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।

নিউটাউন, 14 ডিসেম্বর : 7 ঘণ্টার মধ্যে অপহরণের কিনারা করল নিউটাউন থানার পুলিশ । মণিপুরের মুখ্যমন্ত্রীর মাসতুতো ভাই টংব্রন সিং ও তাঁর আপ্ত সহায়ক মৈরংথেম সান্তা সিংকে শুক্রবার দুপুরে অপহরণের অভিযোগ ওঠে । সেই অভিযোগের ভিত্তিতে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ । অভিযুক্তদের বেনিয়াপুকুর ও পার্কস্ট্রিট এলাকা থেকে শুক্রবার আটক করা হয় । পরে শনিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয় । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 2 লাখ টাকা, অপহরণে ব্যবহৃত গাড়ি ও তিনটি নকল পিস্তল ।

জানা গিয়েছে টংব্রন লুখই সিং নিউটাউনের একটি বহুতল ফ্ল্যাটে থাকতেন । শুক্রবার দুপুরে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর ফ্ল্যাটে যায় । নিজেদের CID অফিসার পরিচয় দেয় । ফ্ল্যাটের কয়েকটি ঘরেও তল্লাশি চালায় তারা । টংব্রন লুখই ও তাঁর আপ্ত সহায়কের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গাড়িতে করে তুলে নিয়ে যায় তারা । ঘটনার পর তাঁর পরিবারের তরফে নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ । শুক্রবার সন্ধেয় পাঁচ দুষ্কৃতীকে আটক করে পুলিশ । ধৃতরা হল বিনোদ রাও, মোহম্মদ রিয়াজ় আলি, ইদ্রিশ আলি, নিকি সিং ও খাইরুল রহমান ।

কলকাতার বিভিন্ন রাস্তার CCTV ফুটেজ খতিয়ে দেখে অপহরণকারীদের গাড়িটি শনাক্ত করে পুলিশ । শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ পার্কস্ট্রিট ও বেনিয়াপুকুর এলাকা থেকে ওই পাঁচ দুষ্কৃতীকে আটক করে নিউটাউন থানার পুলিশ । অন্যদিকে পার্কসার্কাস এলাকা থেকে টংব্রন লুখই সিং ও তাঁর আপ্ত সহায়ক মৈরংথেম সান্তা সিংকে উদ্ধার করা হয় । জিজ্ঞাসাবাদের পর শনিবার সকালে ওই 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে 419, 363, 364(a) ও 34 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।

Intro:মনিপুরের মুখ্যমন্ত্রীর মাসতুতো ভাই টংব্রন লুখই সিং ও তার সহযোগী মৈরংথেম সান্তা সিংকে অপহরণের অভিযোগে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নিউটাউন থানার পুলিশ। ধৃতরা হল বিনোদ রাও, মোহাম্মদ রিয়াজ আলী, ইদ্রিস আলী, নিকি সিং ও খাইরুল রহমান। এদের বেনিয়াপুকুর এবং পার্ক স্টিট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয়েছে তোলার টাকা, অপহরণের ব্যবহৃত গাড়ি এবং তিনটি ভুয়ো বন্দুক।



Body:জানা গিয়েছে মনিপুরের মুখ্যমন্ত্রীর মাসতুতো ভাই টংব্রন লুখই সিং নিউ টাউনের একটি বহুতলে থাকত। শুক্রবার দুপুরে বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের ফ্ল্যাটে যায় এবং নিজেদের সিআইডি অফিসার পরিচয় দিয়ে সেই বহুতলের বেশ কয়েকটি ঘরে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে সিআইডি পরিচয় দেওয়া ওই দুষ্কৃতীরা নগদ বেশ কিছু টাকা ও মনিপুরের মুখ্যমন্ত্রী মাসতুতো ভাই ও তার পিএ কে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গাড়িতে করে তুলে নিয়ে যায়। এরপর তার পরিবারের লোক নিউটাউন থানায় একটি লিখিত অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে নিউটাউন থানার পুলিশ এলাকার বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং সেই গাড়িকে শনাক্ত করে। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ কলকাতার পার্কস্ট্রিট ও বেনিয়াপুকুর এলাকা সিআইডি পরিচয় দেওয়া ৫ জন দুষ্কৃতীকে আটক করে নিউটাউন থানার পুলিশ। অন্যদিকে পার্ক সার্কাস এলাকা থেকে টংব্রন লুখই সিং ও তার সহযোগী মৈরংথেম সান্তা সিংকে উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর শনিবার 5 জনকে গ্রেফতার করে নিউ টাউন থানার পুলিশ। শনিবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে। ধৃতদের বিরুদ্ধে ৪১৯, ৩৬৩, ৩৬৪এ, ৩৪ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.