ETV Bharat / state

আন্তঃরাজ্য ট্রাক পাচারচক্র ফাঁস, গ্রেপ্তার 4 - আন্তঃরাজ্য ট্রাক পাচার চক্রে গ্রেপ্তার 4

শনিবার রাতে বনগাঁর ফুলতলা যশোর রোডে চার যুবককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় । তারপর চারজনকে পাকড়াও করে থানায় নিয়ে আসে পুলিশ । ওই দুষ্কৃতীরা জেরায় ট্রাক চুরির কথা স্বীকার করে । ধৃতদের কাছ থেকে একটি নম্বর প্লেট বিহীন বোলেরো গাড়ি ও 7.3 লিটার নিষিদ্ধ তরল মাদক উদ্ধার করেছে পুলিশ ।

ট্রাক পাচার চক্রে গ্রেপ্তার 2
Truck trafficking cycle
author img

By

Published : Sep 21, 2020, 10:48 AM IST

বনগাঁ , 21 সেপ্টেম্বর : আন্তঃরাজ্য ট্রাক পাচারচক্রের পর্দা ফাঁস করল বনগাঁ থানার পুলিশ । শনিবার রাতে যশোর রোড থেকে ট্রাক চুরি ও পাচারের অভিযোগে চার পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতরা হল তপন দাস (32), বাদশা মণ্ডল (26), সামাদ মণ্ডল (28) ও আরশাদ মণ্ডল (25)। ধৃতদের কাছ থেকে একটি নম্বর প্লেটবিহীন বোলেরো গাড়ি ও 7.3 লিটার নিষিদ্ধ তরল মাদক উদ্ধার করেছে পুলিশ । ধৃতদের রবিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে চার জনের পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক । ধৃতরা রাজ্য ও জাতীয় সড়ক থেকে ট্রাক চুরি করে পরে সেগুলি ভিনরাজ্যে পাচার করত বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , কয়েকদিন ধরে বনগাঁ শহরে ট্রাক চুরির অভিযোগ আসছিল । কয়েকদিন আগে শহর থেকে একটা ট্রাক চুরির ঘটনা ঘটেছিল । ট্রাক ব্যবসায়ী থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের করেছিলেন । তদন্তে নেমে পুলিশ ট্রাকটিকে উদ্ধারও করেছিল । কিন্তু সম্প্রতি পুলিশের হেপাজতে থাকা ট্রাকটি নজরদারি সত্ত্বেও দুষ্কৃতীরা চুরি করে চম্পট দেয় । স্বাভাবিকভাবে এই ঘটনায় বিপাকে পড়ে পুলিশ । ট্রাক ব্যবসায়ীরা প্রশ্ন তুলতে শুরু করেন , বনগাঁ থানার পুলিশি নজরদারিতে থাকা ট্রাক যদি সুরক্ষিত না থাকে তাহলে অন্য গাড়ির সুরক্ষা পুলিশ কীভাবে দেবে ।

বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে বনগাঁর পুলিশ কর্তারা । তদন্তে নেমে পুলিশ জানতে পারে ট্রাক চুরি করে পাচারের সঙ্গে একটা চক্র অতিসক্রিয় হয়ে উঠেছে । পাচারকারীরা মূলত রাজ্য ও জাতীয় সড়কের নির্জন এলাকা থেকে ট্রাক চুরি করত । তারপর সেগুলিকে নিয়ে যেত নদিয়ার বগুলায় । সেখানে চুরি করা ট্রাকের নম্বর প্লেট, চেসিস নম্বর সঙ্গে দ্রুত বদল করে নিত । তারপর গাড়ির রং পরিবর্তন সহ গাড়ির অন্যান্য যন্ত্রাংশ কাটাই করে ভিনরাজ্যে বিক্রি করে দিত । শুধু চুরি করাই নয়, আন্তঃরাজ্য ট্রাক পাচারের সঙ্গেও এরা জড়িত । ধৃতরা বনগাঁর ফুলতলা , জয়পুর ও কুঠিবাড়ি এলাকার বাসিন্দা ।

বনগাঁ , 21 সেপ্টেম্বর : আন্তঃরাজ্য ট্রাক পাচারচক্রের পর্দা ফাঁস করল বনগাঁ থানার পুলিশ । শনিবার রাতে যশোর রোড থেকে ট্রাক চুরি ও পাচারের অভিযোগে চার পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতরা হল তপন দাস (32), বাদশা মণ্ডল (26), সামাদ মণ্ডল (28) ও আরশাদ মণ্ডল (25)। ধৃতদের কাছ থেকে একটি নম্বর প্লেটবিহীন বোলেরো গাড়ি ও 7.3 লিটার নিষিদ্ধ তরল মাদক উদ্ধার করেছে পুলিশ । ধৃতদের রবিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে চার জনের পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক । ধৃতরা রাজ্য ও জাতীয় সড়ক থেকে ট্রাক চুরি করে পরে সেগুলি ভিনরাজ্যে পাচার করত বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , কয়েকদিন ধরে বনগাঁ শহরে ট্রাক চুরির অভিযোগ আসছিল । কয়েকদিন আগে শহর থেকে একটা ট্রাক চুরির ঘটনা ঘটেছিল । ট্রাক ব্যবসায়ী থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের করেছিলেন । তদন্তে নেমে পুলিশ ট্রাকটিকে উদ্ধারও করেছিল । কিন্তু সম্প্রতি পুলিশের হেপাজতে থাকা ট্রাকটি নজরদারি সত্ত্বেও দুষ্কৃতীরা চুরি করে চম্পট দেয় । স্বাভাবিকভাবে এই ঘটনায় বিপাকে পড়ে পুলিশ । ট্রাক ব্যবসায়ীরা প্রশ্ন তুলতে শুরু করেন , বনগাঁ থানার পুলিশি নজরদারিতে থাকা ট্রাক যদি সুরক্ষিত না থাকে তাহলে অন্য গাড়ির সুরক্ষা পুলিশ কীভাবে দেবে ।

বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে বনগাঁর পুলিশ কর্তারা । তদন্তে নেমে পুলিশ জানতে পারে ট্রাক চুরি করে পাচারের সঙ্গে একটা চক্র অতিসক্রিয় হয়ে উঠেছে । পাচারকারীরা মূলত রাজ্য ও জাতীয় সড়কের নির্জন এলাকা থেকে ট্রাক চুরি করত । তারপর সেগুলিকে নিয়ে যেত নদিয়ার বগুলায় । সেখানে চুরি করা ট্রাকের নম্বর প্লেট, চেসিস নম্বর সঙ্গে দ্রুত বদল করে নিত । তারপর গাড়ির রং পরিবর্তন সহ গাড়ির অন্যান্য যন্ত্রাংশ কাটাই করে ভিনরাজ্যে বিক্রি করে দিত । শুধু চুরি করাই নয়, আন্তঃরাজ্য ট্রাক পাচারের সঙ্গেও এরা জড়িত । ধৃতরা বনগাঁর ফুলতলা , জয়পুর ও কুঠিবাড়ি এলাকার বাসিন্দা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.