কলকাতা, 21 মার্চ : নভেল কোরোনা ভাইরাসে (COVID-19) এবার রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল তিন ৷ তৃতীয় আক্রান্তের খোঁজ মিলল উত্তর ২৪ পরগনার হাবড়ায় ৷ হাবড়ার বাসিন্দা যুবতি সম্প্রতি স্কটল্যান্ড থেকে ফিরেছেন । ফেরার পর তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা দেয় ৷ এরপর গতকাল তাঁকে কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালে ভরতি করা হয় । গতকালই তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয় । আজ সকালে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী জানান, " গতরাতে সাড়ে ১১ টায় ওই যুবতির সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে আসে ৷ তাতে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে । "
এনিয়ে রাজ্যে COVID-19-এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন । এই তিনজনই বর্তমানে কলকাতার ID&BG হাসপাতালে চিকিৎসাধীন । রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, COVID-19-এ তৃতীয় এই আক্রান্তের খোঁজ পাওয়া গেছে গতকাল গভীর রাতে । আজ সকাল থেকেই উত্তর 24 পরগনার বাসিন্দা ওই আক্রান্তের পরিবারের অন্য সদস্যদের কোয়ারান্টাইনে রাখার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে ।তাঁদের রাজারহাটের কোয়ারান্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে ৷
17 মার্চ রাতে রাজ্যে প্রথম কোরোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গেছিল । জানা যায়, COVID-19-এ আক্রান্ত 18 বছরের এক যুবক ৷ তিনি দক্ষিণ কলকাতার বাসিন্দা । লন্ডন থেকে গত 15 মার্চ কলকাতায় ফিরেছিলেন । গতকাল সকালে দ্বিতীয় আক্রান্তের খোঁজ পাওয়া যায় । 22 বছরের আক্রান্ত সেই যুবক 13 মার্চ লন্ডন থেকে কলকাতায় ফেরেন । তিনিও দক্ষিণ কলকাতার বাসিন্দা । এই দুই আক্রান্তের পরিবারের সদস্যদের রাজারহাটের কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর ।