ETV Bharat / state

দেগঙ্গায় আমফানের ক্ষতিপূরণের টাকা ফেরালেন 34 জন - আমফান দুর্নীতি

আগে ফিরিয়ে ছিলেন 12 জন ৷ টাকার পরিমাণ ছিল 2 লাখ 40 হাজার ৷ এবার আমফান ক্ষতিপূরণের 6 লাখ 80 হাজার টাকা ফেরালেন দেগঙ্গার ব্লকের 34 জন ৷

amphan compensation corruption
আমফান ক্ষতিপূরণ
author img

By

Published : Jul 3, 2020, 2:33 AM IST

দেগঙ্গা, 2 জুন : রাজ্যজুড়ে আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ একাধিক অভিযোগ আসার পর এই বিষয়ে কড়া বার্তা দেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সেই বার্তার পর টাকা ফেরাতে শুরু করেছে অনেকে । বৃহস্পতিবার দেগঙ্গায় সরকারি ক্ষতিপূরণের 20 হাজার টাকা ফেরত দিলেন 34 জন ৷ স্থানীয় BDO-র কাছে অর্থ ফেরান তাঁরা । যার মোট পরিমাণ 6 লাখ 80 হাজার টাকা । সকলেই চেক জমা দেন । কেউ কেউ পঞ্চায়েত প্রধানের মাধ্যমে BDO-র কাছে ক্ষতিপূরণের চেক ফেরান । যাঁরা আজ ক্ষতিপূরণের টাকা ফেরান তাঁরা চাকলা, চৌরাশি ও হাদিপুর ঝিকরা 2 নম্বর পঞ্চায়েতের বাসিন্দা ।

সরকারি ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে বেশ কয়েকবার বিক্ষোভ হয় দেগঙ্গায় ৷ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে সরব হয় একাধিক ক্ষতিগ্রস্ত পরিবার ৷ ঘটনায় পঞ্চায়েত ও BDO অফিসে বিক্ষোভ দেখায় তারা । এরপরও পরিস্থিতি পালটায়নি ৷ মাঝে ফের উত্তপ্ত হয়ে ওঠে দেগঙ্গা ৷ BDO অফিস চত্বরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের ৷ BDO অফিস ভাঙচুরও করা হয় ৷ ঘটনায় 15 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের মধ্যে কয়েকজন একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া । এই ঘটনায় শুরু হয় রাজনৈতিক চাপানউতোর । তৃণমূল দাবি করে, বিক্ষোভে বহিরাগতদের হাত রয়েছে ৷ অভিযোগ উড়িয়ে দেয় বিরোধীরা । অন্যদিকে অস্বস্তিতে পড়ে দুর্নীতির তদন্তের আশ্বাস দেয় জেলা তৃণমূল নেতৃত্ব । মুখ্যমন্ত্রীও বার্তা দেন, "এনিয়ে (আমফানের ক্ষতিপূরণ) কোনওরকম দলবাজি বরদাস্ত করা হবে না । কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷" এরপরই ক্ষতিপূরণের টাকা ফেরানো শুরু হয় দেগঙ্গা ব্লকে । বৃহস্পতিবার 34 জন 6 লাখ 80 হাজার টাকা ফেরান ৷

দেগঙ্গার BDO সুব্রত মল্লিক বলেন, "ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য নয় এমন 34 জন আজ চেকের মাধ্যমে অর্থ ফেরত দিয়েছেন । আশা করছি কয়েকদিনের মধ্যে একটা স্বচ্ছ জায়গায় পৌঁছাতে পারব ৷ "

এর আগে দেগঙ্গা ব্লকেরই 12 জন 2 লাখ 80 হাজার টাকা ফেরত দিয়েছিলেন ।

দেগঙ্গা, 2 জুন : রাজ্যজুড়ে আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ একাধিক অভিযোগ আসার পর এই বিষয়ে কড়া বার্তা দেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সেই বার্তার পর টাকা ফেরাতে শুরু করেছে অনেকে । বৃহস্পতিবার দেগঙ্গায় সরকারি ক্ষতিপূরণের 20 হাজার টাকা ফেরত দিলেন 34 জন ৷ স্থানীয় BDO-র কাছে অর্থ ফেরান তাঁরা । যার মোট পরিমাণ 6 লাখ 80 হাজার টাকা । সকলেই চেক জমা দেন । কেউ কেউ পঞ্চায়েত প্রধানের মাধ্যমে BDO-র কাছে ক্ষতিপূরণের চেক ফেরান । যাঁরা আজ ক্ষতিপূরণের টাকা ফেরান তাঁরা চাকলা, চৌরাশি ও হাদিপুর ঝিকরা 2 নম্বর পঞ্চায়েতের বাসিন্দা ।

সরকারি ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে বেশ কয়েকবার বিক্ষোভ হয় দেগঙ্গায় ৷ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে সরব হয় একাধিক ক্ষতিগ্রস্ত পরিবার ৷ ঘটনায় পঞ্চায়েত ও BDO অফিসে বিক্ষোভ দেখায় তারা । এরপরও পরিস্থিতি পালটায়নি ৷ মাঝে ফের উত্তপ্ত হয়ে ওঠে দেগঙ্গা ৷ BDO অফিস চত্বরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের ৷ BDO অফিস ভাঙচুরও করা হয় ৷ ঘটনায় 15 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের মধ্যে কয়েকজন একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া । এই ঘটনায় শুরু হয় রাজনৈতিক চাপানউতোর । তৃণমূল দাবি করে, বিক্ষোভে বহিরাগতদের হাত রয়েছে ৷ অভিযোগ উড়িয়ে দেয় বিরোধীরা । অন্যদিকে অস্বস্তিতে পড়ে দুর্নীতির তদন্তের আশ্বাস দেয় জেলা তৃণমূল নেতৃত্ব । মুখ্যমন্ত্রীও বার্তা দেন, "এনিয়ে (আমফানের ক্ষতিপূরণ) কোনওরকম দলবাজি বরদাস্ত করা হবে না । কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷" এরপরই ক্ষতিপূরণের টাকা ফেরানো শুরু হয় দেগঙ্গা ব্লকে । বৃহস্পতিবার 34 জন 6 লাখ 80 হাজার টাকা ফেরান ৷

দেগঙ্গার BDO সুব্রত মল্লিক বলেন, "ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য নয় এমন 34 জন আজ চেকের মাধ্যমে অর্থ ফেরত দিয়েছেন । আশা করছি কয়েকদিনের মধ্যে একটা স্বচ্ছ জায়গায় পৌঁছাতে পারব ৷ "

এর আগে দেগঙ্গা ব্লকেরই 12 জন 2 লাখ 80 হাজার টাকা ফেরত দিয়েছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.