ETV Bharat / state

পরিকাঠামোর অভাব, বনগাঁর হাসপাতালে চালু হল না 30 টি এইচডিইউ শয্যা

author img

By

Published : May 21, 2021, 3:53 PM IST

পরিকাঠামোগত সমস্য়া এবং কর্মীর অভাব ৷ মূলত, এই দু’টি কারণেই বনগাঁর হাসপাতালে কোভিডের চিকিৎসার জন্য অতিরিক্ত 30 টি এইচডিইউ শয্যা চালু করা গেল না ৷ তবে চলতি মাসের মধ্যেই সমস্য়া মিটিয়ে শয্য়াগুলি ব্য়বহার করা যাবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ ৷

WB_HDU_BED_PROBLEM_VIZ1_WBC10017
পরিকাঠামোর অভাব, বনগাঁর হাসপাতালে চালু হল না 30 টি এইচডিইউ শয্যা

বনগাঁ, 21 মে : পরিকাঠামোগত কিছু সমস্যার জন্য বনগাঁর হাসপাতালে চালু হল না অতিরিক্ত 30 টি এইচডিইউ শয্যা ৷ ফলে সংকটজনক কোভিড রোগীদের নিয়ে এখনও কলকাতাতেই ছুটতে হচ্ছে পরিজনদের ৷ বেড়ে যাচ্ছে মৃত্যুর ঝুঁকি ৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষের আশা, চলতি মে মাসের মধ্যেই সংশ্লিষ্ট 30 টি এইচডিইউ শয্যা চালু করা সম্ভব হবে।

উত্তর 24 পরগনা জেলায় লাগাতার বাড়ছে করোনার সংক্রমণ ৷ উদ্বেগ বাড়ছে বনগাঁতেও ৷ পাল্লা দিয়ে বাড়ছে কোভিড শয্যার চাহিদা ৷ একইসঙ্গে বাড়ছে এইচডিইউ শয্যার চাহিদাও ৷ পর্যাপ্ত শয্য়া না থাকায় অন্যত্র রেফার করতে হচ্ছে মুমূর্ষু রোগীদের ৷ শয্যা-সংকট মেটাতেই বনগাঁ মহকুমার জীবনরতন ধর হাসপাতলে বৃহস্পতিবার থেকে চালু হয়েছে 250 টি কোভিড শয্য়া ৷ যার মধ্যে 30 টি শয্যা বরাদ্দ ছিল এইচডিইউ-এর জন্য ৷ তবে কোভিড ওয়ার্ড চালু করা গেলেও কিছু পরিকাঠামোগত সমস্যা এবং কর্মীর অভাব থাকায় এইচডিইউ বিভাগ এখনই চালু করা সম্ভব হল না ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বনগাঁ মহকুমা হাসপাতালে এই মুহূর্তে ছ’টি এইচডিইউ শয্যা রয়েছে ৷ তবে সেগুলি সাধারণ রোগীদের জন্য ৷

এই বিষয়ে হাসপাতালের সুপার শংকরপ্রসাদ মাহাত বলেন, ‘‘বনগাঁ হাসপাতালে 30 টি এইচডিইউ শয্যা কোভিডের চিকিৎসার জন্য বরাদ্দ থাকলেও বিদ্য়ুৎ সংক্রান্ত কিছু সমস্য়া থাকায় এবং পর্যাপ্ত পরিমাণে কর্মী না থাকায় তা চালু করা সম্ভব হয়নি ৷ জেলা স্বাস্থ্য দফতরে বিষয়টি জানানো হয়েছে ৷ দ্রুত যাতে এইচডিইউ শয্যাগুলি চালু করা যায়, সেই কাজ চলছে ৷’’

আরও পড়ুন : 250 শয্যার কোভিড হাসপাতাল তৈরি করছে ইসকো

তবে ঠিক কবে এই শয্যাগুলি চালু করা সম্ভব হবে, সেই বিষয়ে হাসপাতালের সুপার নির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি ৷ যদিও চলতি মে মাসের মধ্যেই তা চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী ৷ রোগীর পরিজনেরা জানাচ্ছেন, বনগাঁর হাসপাতালে এইচডিইউ শয্যা চালু হলে চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে ৷ মুমূর্ষু রোগীদের নিয়ে আর কলকাতায় ছুটতে হবে না ৷

বনগাঁ, 21 মে : পরিকাঠামোগত কিছু সমস্যার জন্য বনগাঁর হাসপাতালে চালু হল না অতিরিক্ত 30 টি এইচডিইউ শয্যা ৷ ফলে সংকটজনক কোভিড রোগীদের নিয়ে এখনও কলকাতাতেই ছুটতে হচ্ছে পরিজনদের ৷ বেড়ে যাচ্ছে মৃত্যুর ঝুঁকি ৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষের আশা, চলতি মে মাসের মধ্যেই সংশ্লিষ্ট 30 টি এইচডিইউ শয্যা চালু করা সম্ভব হবে।

উত্তর 24 পরগনা জেলায় লাগাতার বাড়ছে করোনার সংক্রমণ ৷ উদ্বেগ বাড়ছে বনগাঁতেও ৷ পাল্লা দিয়ে বাড়ছে কোভিড শয্যার চাহিদা ৷ একইসঙ্গে বাড়ছে এইচডিইউ শয্যার চাহিদাও ৷ পর্যাপ্ত শয্য়া না থাকায় অন্যত্র রেফার করতে হচ্ছে মুমূর্ষু রোগীদের ৷ শয্যা-সংকট মেটাতেই বনগাঁ মহকুমার জীবনরতন ধর হাসপাতলে বৃহস্পতিবার থেকে চালু হয়েছে 250 টি কোভিড শয্য়া ৷ যার মধ্যে 30 টি শয্যা বরাদ্দ ছিল এইচডিইউ-এর জন্য ৷ তবে কোভিড ওয়ার্ড চালু করা গেলেও কিছু পরিকাঠামোগত সমস্যা এবং কর্মীর অভাব থাকায় এইচডিইউ বিভাগ এখনই চালু করা সম্ভব হল না ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বনগাঁ মহকুমা হাসপাতালে এই মুহূর্তে ছ’টি এইচডিইউ শয্যা রয়েছে ৷ তবে সেগুলি সাধারণ রোগীদের জন্য ৷

এই বিষয়ে হাসপাতালের সুপার শংকরপ্রসাদ মাহাত বলেন, ‘‘বনগাঁ হাসপাতালে 30 টি এইচডিইউ শয্যা কোভিডের চিকিৎসার জন্য বরাদ্দ থাকলেও বিদ্য়ুৎ সংক্রান্ত কিছু সমস্য়া থাকায় এবং পর্যাপ্ত পরিমাণে কর্মী না থাকায় তা চালু করা সম্ভব হয়নি ৷ জেলা স্বাস্থ্য দফতরে বিষয়টি জানানো হয়েছে ৷ দ্রুত যাতে এইচডিইউ শয্যাগুলি চালু করা যায়, সেই কাজ চলছে ৷’’

আরও পড়ুন : 250 শয্যার কোভিড হাসপাতাল তৈরি করছে ইসকো

তবে ঠিক কবে এই শয্যাগুলি চালু করা সম্ভব হবে, সেই বিষয়ে হাসপাতালের সুপার নির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি ৷ যদিও চলতি মে মাসের মধ্যেই তা চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী ৷ রোগীর পরিজনেরা জানাচ্ছেন, বনগাঁর হাসপাতালে এইচডিইউ শয্যা চালু হলে চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে ৷ মুমূর্ষু রোগীদের নিয়ে আর কলকাতায় ছুটতে হবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.