ETV Bharat / state

হাড়োয়ায় ডাকাতির ছক বানচাল পুলিশের, ধৃত 3

ডাকাতি করার আগেই তিন জন ধৃত ৷ ধারালো অস্ত্রের সঙ্গে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার ৷ ধৃতরা ডাকাতির ছক কষছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷

হাড়োয়ায় ডাকাতির ছক বানচাল পুলিশের, ধৃত 3
হাড়োয়ায় ডাকাতির ছক বানচাল পুলিশের, ধৃত 3
author img

By

Published : Jun 14, 2021, 3:12 PM IST

হাড়োয়া, 14 জুন : ডাকাতির ছক বানচাল করে পুলিশের জালে ধরা পড়ল তিন দুষ্কৃতী ৷ উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ৷ ঘটনাটি ঘটেছে হাড়োয়ার খাসবালান্দায় ৷ ধৃতরা হল, দীন মহম্মদ মোল্লা, আলমগীর মোল্লা, নুর ইসলাম মোল্লা ৷ হাড়োয়া থানার পুলিশ অভিযান চালিয়ে কার্তুজ, ভোজালি, আয়রন রড, গ্যাস কাটার মেশিন সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ৷

জানা গিয়েছে, তিন দুষ্কৃতীই হাড়োয়ার রাধানগরের শংকরপুরের বাসিন্দা ৷ জেলার একাধিক থানায় ধৃতদের নামে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে ৷ চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন দুষ্কর্মে সিদ্ধহস্ত ছিল এই তিন জন ৷ ধরার জন্য দীর্ঘদিন ধরেই অভিযান চালাচ্ছিল পুলিশ ৷

আরও পড়ুন : শিলিগুড়িতে ডাকাতির ছক বানচাল করল পুলিশ, গ্রেফতার 6

হাড়োয়ার আইটিআই কলেজের সামনে কিছু অপরিচিত লোক জড়ো হয়েছে । খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল দ্রুত পৌঁছায় সেখানে । ঘিরে ফেলা হয় এলাকা । ফলে পুলিশের চোখে ধূলো দিয়ে পালানোর কোনও সুযোগ পায়নি তারা । এরপর তল্লাশি চালিয়ে ওই অপরিচিতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র।

তদন্তকারী অফিসাররা একপ্রকার নিশ্চিত ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল তারা ৷ আইটিআই কলেজে নাকি অন্য কোথাও এই ছক কষা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে পুলিশ সূত্রে । ধৃত ওই তিন দুষ্কৃতীদের নিজেদের হেফাজতে নিতে এদিন দুপুরে তাদের বসিরহাটে মহকুমা আদালতে পেশ করা হয়েছে ৷

হাড়োয়া, 14 জুন : ডাকাতির ছক বানচাল করে পুলিশের জালে ধরা পড়ল তিন দুষ্কৃতী ৷ উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ৷ ঘটনাটি ঘটেছে হাড়োয়ার খাসবালান্দায় ৷ ধৃতরা হল, দীন মহম্মদ মোল্লা, আলমগীর মোল্লা, নুর ইসলাম মোল্লা ৷ হাড়োয়া থানার পুলিশ অভিযান চালিয়ে কার্তুজ, ভোজালি, আয়রন রড, গ্যাস কাটার মেশিন সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ৷

জানা গিয়েছে, তিন দুষ্কৃতীই হাড়োয়ার রাধানগরের শংকরপুরের বাসিন্দা ৷ জেলার একাধিক থানায় ধৃতদের নামে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে ৷ চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন দুষ্কর্মে সিদ্ধহস্ত ছিল এই তিন জন ৷ ধরার জন্য দীর্ঘদিন ধরেই অভিযান চালাচ্ছিল পুলিশ ৷

আরও পড়ুন : শিলিগুড়িতে ডাকাতির ছক বানচাল করল পুলিশ, গ্রেফতার 6

হাড়োয়ার আইটিআই কলেজের সামনে কিছু অপরিচিত লোক জড়ো হয়েছে । খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল দ্রুত পৌঁছায় সেখানে । ঘিরে ফেলা হয় এলাকা । ফলে পুলিশের চোখে ধূলো দিয়ে পালানোর কোনও সুযোগ পায়নি তারা । এরপর তল্লাশি চালিয়ে ওই অপরিচিতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র।

তদন্তকারী অফিসাররা একপ্রকার নিশ্চিত ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল তারা ৷ আইটিআই কলেজে নাকি অন্য কোথাও এই ছক কষা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে পুলিশ সূত্রে । ধৃত ওই তিন দুষ্কৃতীদের নিজেদের হেফাজতে নিতে এদিন দুপুরে তাদের বসিরহাটে মহকুমা আদালতে পেশ করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.