অশোকনগর, 21 মার্চ : কেরালায় মাটি চাপা পড়ে মৃত 3 পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল উত্তর 24 পরগনার অশোকনগরের ভুরকুণ্ডা গ্রামে (3 migrant worker from North 24 Parganas died in Kerala) ৷ গত 5 মার্চ মোট 10 জন শ্রমিক কেরালায় কাজের জন্য গিয়েছিলেন ৷ সেখানেই গত শুক্রবার প্রায় 25 ফুট গভীর একটি গর্তে কাজ করতে নেমেছিলেন 4 জন ৷ এঁদের মধ্যে একজন নদিয়ার হরিণঘাটার বাসিন্দা ছিলেন ৷ তিনিও মাটি চাপা পড়ে মারা গিয়েছেন ৷
জানা গিয়েছে, ভুরকুণ্ডা গ্রামের নজ্জেশ আলি মণ্ডল, নুর আমিন মণ্ডল ও কুদ্দুস আলি মণ্ডল এবং নদিয়ার বাসিন্দা ফইজুল মণ্ডল কেরালায় মাটি কাটার কাজ করছিলেন ৷ সেই কারণে প্রায় 25 ফুটের একটি গর্তে নেমেছিলেন তাঁরা ৷ কাজ চলাকালীন হঠাৎই ধ্বস নামে সেখানে ৷ মাটি চাপা পড়েন চারজনেই (Migrant Workers Died in Kerala) ৷ আর তাঁদের বাঁচাতে গিয়ে আহত হন ফারুখ মণ্ডল এবং জিয়ারুল মণ্ডল নামে আরও 2 জন ৷ তাঁরা কেরালার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷
আরও পড়ুন : Raiganj Accident : নয়ানজুলিতে পড়ল পরিযায়ী শ্রমিক বোঝাই বাস, মৃত 6
রবিবার বিকেলে অশোকনগরের ভুরকুণ্ডা গ্রামের বাসিন্দা নজ্জেশ আলি মণ্ডল, নুর আমিন মণ্ডল এবং কুদ্দুস আলি মণ্ডলের দেহ তাঁদের বাড়িতে পৌঁছয় ৷ পুরো গ্রাম সেখানে ভিড় করেছিল 3 মৃত শ্রমিককে দেখতে ৷ উপস্থিত ছিলেন ভুরকুণ্ডা গ্রামপঞ্চায়েতের প্রধান বৃন্দাবন ঘোষ ৷ তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷ সেই সঙ্গে তিনি এও প্রতিশ্রুতি দেন, পরিবারগুলি যাতে সরকারি সহযোগিতা পায় সেই চেষ্টা করবেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ৷