ETV Bharat / state

ডাকাতির ছক বানচাল, ধৃত 3

author img

By

Published : Nov 14, 2020, 10:15 PM IST

শনিবার ভোররাতে ওই তিনজন পেট্রল পাম্পের পিছনে ফাঁকা জায়গায় জড়ো হয়েছিল ৷ তাদের কাছে অস্ত্র ছিল বলেও জানা গিয়েছে ৷ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ ৷

Gobardanga
বনগাঁ

বনগাঁ, 14 নভেম্বর : গোবরডাঙার পর গোপালনগর । ফের ডাকাতির ছক বানচাল । তিন সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ । এদিন পলতা পেট্রল পাম্পের কাছে পুলিশ গ্রেপ্তার করে তিন দুষ্কৃতীকে ৷ জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি-ডাকাতি সহ একাধিক অভিযোগ রয়েছে ৷ ধৃতদের নাম জামাল গাজি, গোপাল ভদ্র ও ভোলা জোয়ারদার ৷

পুলিশ সূত্রের খবর, শনিবার ভোররাতে ওই তিনজন পেট্রোল পাম্পের পিছনে ফাঁকা জায়গায় জড়ো হয়েছিল ৷ তাদের কাছে অস্ত্র ছিল বলেও জানা গিয়েছে ৷ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ ৷ এরপরেই তাদের পাকাড়াও করে পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে লোহার রড, দা ও আগ্নেয়াস্ত্র ৷ এদিন ধৃত তিনজনকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ৷

প্রসঙ্গত, তিন দিন আগে গোবরডাঙার সাদপুর এলাকা থেকে পুলিশ চার সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করে । ধৃতদের কাছ থেকে একটি দেশি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, একটি হাঁসুয়া, একটা ভোজালি ও একটা লোহার রড বাজেয়াপ্ত করে । পরপর দু'টি জায়গায় ডাকাতির আগে পুলিশ মোট সাত জনকে গ্রেপ্তার করল ।

বনগাঁ, 14 নভেম্বর : গোবরডাঙার পর গোপালনগর । ফের ডাকাতির ছক বানচাল । তিন সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ । এদিন পলতা পেট্রল পাম্পের কাছে পুলিশ গ্রেপ্তার করে তিন দুষ্কৃতীকে ৷ জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি-ডাকাতি সহ একাধিক অভিযোগ রয়েছে ৷ ধৃতদের নাম জামাল গাজি, গোপাল ভদ্র ও ভোলা জোয়ারদার ৷

পুলিশ সূত্রের খবর, শনিবার ভোররাতে ওই তিনজন পেট্রোল পাম্পের পিছনে ফাঁকা জায়গায় জড়ো হয়েছিল ৷ তাদের কাছে অস্ত্র ছিল বলেও জানা গিয়েছে ৷ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ ৷ এরপরেই তাদের পাকাড়াও করে পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে লোহার রড, দা ও আগ্নেয়াস্ত্র ৷ এদিন ধৃত তিনজনকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ৷

প্রসঙ্গত, তিন দিন আগে গোবরডাঙার সাদপুর এলাকা থেকে পুলিশ চার সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করে । ধৃতদের কাছ থেকে একটি দেশি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, একটি হাঁসুয়া, একটা ভোজালি ও একটা লোহার রড বাজেয়াপ্ত করে । পরপর দু'টি জায়গায় ডাকাতির আগে পুলিশ মোট সাত জনকে গ্রেপ্তার করল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.