ETV Bharat / state

আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার 2 কুখ্যাত দুষ্কৃতী, ধৃত এক মদপাচারকারীও - 3 arrested in basirhat with gun and liquor , north 24 paraganas

আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ । আজ ভোররাতে উত্তর 24 পরগনার বসিরহাটের গুলাইচণ্ডী ফুটবল মাঠ থেকে পুলিশ তাদের পাকড়াও করেছে ।

3 arrested in basirhat with gun and liquor , north 24 paraganas
আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার 2 কুখ্যাত দুষ্কৃতী ও মদ পাচারে গ্রেপ্তার 1
author img

By

Published : May 2, 2020, 9:44 PM IST

Updated : May 3, 2020, 10:13 AM IST

বসিরহাট , 2 মে : আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ । আজ ভোররাতে উত্তর 24 পরগনার বসিরহাটের গুলাইচণ্ডী ফুটবল মাঠ থেকে পুলিশ তাদের পাকড়াও করেছে ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আনারুল গাজি ও আবু তালেব মণ্ডল । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে গুলি ভরতি রিভলবার । পাশাপাশি, ভারত-বাংলাদেশ সীমান্তের লবঙ্গ গ্রাম থেকে শিবু মৃধা নামে এক মাদক পাচারকারীকেও পুলিশ গ্রেপ্তার করেছে । তার কাছ থেকে উদ্ধার হয়েছে 600 বোতল মদ । ধৃত দুই দুষ্কৃতীর বিরুদ্ধে বসিরহাট-সহ জেলার বিভিন্ন থানায় পুলিশের খাতায় একাধিক রাহাজানি, ছিনতাই, ডাকাতি ও সমাজবিরোধী কাজের অভিযোগ রয়েছে ।

অন্যদিকে, ওই শিবু মৃধার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ ও বেআইনিভাবে মদ মজুত করার অভিযোগও রয়েছে । বসিরহাটের পুলিশ সুপার কঙ্করপ্রসাদ বারুই, অতিরিক্ত পুলিশ সুপার চন্দন ঘোষ, বসিরহাট থানার আইসি প্রেমাশিস চট্টরাজ ও বসিরহাটের এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্রের নেতৃত্বে গতকাল রাতে বিশেষ অভিযান চালানো হয় । তখনই ওই দুই সশস্ত্র দুষ্কৃতী ও মদ বিক্রেতাকে পুলিশ গ্রেপ্তার করে । আজ তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে । তাদের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

বসিরহাট , 2 মে : আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ । আজ ভোররাতে উত্তর 24 পরগনার বসিরহাটের গুলাইচণ্ডী ফুটবল মাঠ থেকে পুলিশ তাদের পাকড়াও করেছে ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আনারুল গাজি ও আবু তালেব মণ্ডল । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে গুলি ভরতি রিভলবার । পাশাপাশি, ভারত-বাংলাদেশ সীমান্তের লবঙ্গ গ্রাম থেকে শিবু মৃধা নামে এক মাদক পাচারকারীকেও পুলিশ গ্রেপ্তার করেছে । তার কাছ থেকে উদ্ধার হয়েছে 600 বোতল মদ । ধৃত দুই দুষ্কৃতীর বিরুদ্ধে বসিরহাট-সহ জেলার বিভিন্ন থানায় পুলিশের খাতায় একাধিক রাহাজানি, ছিনতাই, ডাকাতি ও সমাজবিরোধী কাজের অভিযোগ রয়েছে ।

অন্যদিকে, ওই শিবু মৃধার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ ও বেআইনিভাবে মদ মজুত করার অভিযোগও রয়েছে । বসিরহাটের পুলিশ সুপার কঙ্করপ্রসাদ বারুই, অতিরিক্ত পুলিশ সুপার চন্দন ঘোষ, বসিরহাট থানার আইসি প্রেমাশিস চট্টরাজ ও বসিরহাটের এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্রের নেতৃত্বে গতকাল রাতে বিশেষ অভিযান চালানো হয় । তখনই ওই দুই সশস্ত্র দুষ্কৃতী ও মদ বিক্রেতাকে পুলিশ গ্রেপ্তার করে । আজ তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে । তাদের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

Last Updated : May 3, 2020, 10:13 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.