ETV Bharat / state

21 জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট অসম্পূর্ণ, তাই দোষীরা শাস্তি পায়নি : জ্যোতিপ্রিয় - তদন্ত কমিশনের রিপোর্ট অসম্পূর্ণ, মন্তব্য জ্যোতিপ্রিয়র

চূড়ান্ত রিপোর্ট না এলে দোষীদের শাস্তি দেওয়া যায় না । হাবরায় 21 জুলাইয়ের কর্মসূচিতে অংশগ্রহণ করে বললেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷

Commission report is Incomplete said Jyotipriya
জ্যোতিপ্রিয় মল্লিক
author img

By

Published : Jul 21, 2020, 4:34 PM IST

Updated : Jul 21, 2020, 6:30 PM IST

হাবরা, 21 জুলাই : বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত 21 জুলাই ঘটনায় কমিশনের রিপোর্ট অসম্পূর্ণ । তাই দোষীদের শাস্তি দেওয়া যাচ্ছে না । উত্তর 24 পরগনার হাবড়ায় 21 জুলাইয়ের কর্মসূচিতে অশংগ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্তব্য করলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ।

এদিন তাঁকে প্রশ্ন করা হয়, কমিশনের রিপোর্ট কেন প্রকাশ্যে আনা হচ্ছে না? জবাবে মন্ত্রী বলেন, "রিপোর্ট যেটা জমা পড়েছে, তা সম্পূর্ণ নয় । আরও কিছু তদন্ত বাকি রয়েছে । সেই তদন্ত রিপোর্ট জমা পড়ুক । তারপর তা প্রকাশ্যে আনা হবে ।"

দোষীদের কবে শাস্তি হবে ? জ্যোতিপ্রিয়র জবাব, "চূড়ান্ত রিপোর্ট না এলে দোষীদের শাস্তি দেওয়া যায় না ।" কিন্তু, চূড়ান্ত রিপোর্ট প্রকাশে এতটা দেরি কেন? খাদ্যমন্ত্রী বলেন, "একটা রিপোর্ট করতে তো সময় লাগে । CBI 2004 সালের মামলার তদন্ত রিপোর্ট এখনও শেষ করতে পারেনি । 1988 সালের মামলা CBI আজও তদন্ত করে যাচ্ছে । সুতরাং, রিপোর্ট সংশোধন হয়ে আসুক । তারপর সব হবে । হঠকারিতা করে কিছু করা যায় না ।"

কমিশনের রিপোর্ট অসম্পূর্ণ, হাবরায় বললেন জ্যোতিপ্রিয় ৷

BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ 21 জুলাইয়ে শহিদ দিবস পালনকে প্রহসন বলেছেন । এই প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, "দিলীপ ঘোষ একটা অমানুষ । শহিদদের শ্রদ্ধা জানাতে পারেন না । একটা অমানুষের কথার গুরুত্ব দেব না । আমরা বিরোধী রাজনৈতিক দলের শহিদদের কখনও অসম্মান করি না । দিলীপ ঘোষের শিক্ষা বিশেষ নেই । তাই তিনি শহিদ দিবস পালন সম্পর্কে এমন মন্তব্য করেন।"

মঙ্গলবার হাবড়ায় 21 জুলাইয়ের কর্মসূচির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভায় যোগ দেবেন বলে জানান খাদ্যমন্ত্রী।

হাবরা, 21 জুলাই : বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত 21 জুলাই ঘটনায় কমিশনের রিপোর্ট অসম্পূর্ণ । তাই দোষীদের শাস্তি দেওয়া যাচ্ছে না । উত্তর 24 পরগনার হাবড়ায় 21 জুলাইয়ের কর্মসূচিতে অশংগ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্তব্য করলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ।

এদিন তাঁকে প্রশ্ন করা হয়, কমিশনের রিপোর্ট কেন প্রকাশ্যে আনা হচ্ছে না? জবাবে মন্ত্রী বলেন, "রিপোর্ট যেটা জমা পড়েছে, তা সম্পূর্ণ নয় । আরও কিছু তদন্ত বাকি রয়েছে । সেই তদন্ত রিপোর্ট জমা পড়ুক । তারপর তা প্রকাশ্যে আনা হবে ।"

দোষীদের কবে শাস্তি হবে ? জ্যোতিপ্রিয়র জবাব, "চূড়ান্ত রিপোর্ট না এলে দোষীদের শাস্তি দেওয়া যায় না ।" কিন্তু, চূড়ান্ত রিপোর্ট প্রকাশে এতটা দেরি কেন? খাদ্যমন্ত্রী বলেন, "একটা রিপোর্ট করতে তো সময় লাগে । CBI 2004 সালের মামলার তদন্ত রিপোর্ট এখনও শেষ করতে পারেনি । 1988 সালের মামলা CBI আজও তদন্ত করে যাচ্ছে । সুতরাং, রিপোর্ট সংশোধন হয়ে আসুক । তারপর সব হবে । হঠকারিতা করে কিছু করা যায় না ।"

কমিশনের রিপোর্ট অসম্পূর্ণ, হাবরায় বললেন জ্যোতিপ্রিয় ৷

BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ 21 জুলাইয়ে শহিদ দিবস পালনকে প্রহসন বলেছেন । এই প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, "দিলীপ ঘোষ একটা অমানুষ । শহিদদের শ্রদ্ধা জানাতে পারেন না । একটা অমানুষের কথার গুরুত্ব দেব না । আমরা বিরোধী রাজনৈতিক দলের শহিদদের কখনও অসম্মান করি না । দিলীপ ঘোষের শিক্ষা বিশেষ নেই । তাই তিনি শহিদ দিবস পালন সম্পর্কে এমন মন্তব্য করেন।"

মঙ্গলবার হাবড়ায় 21 জুলাইয়ের কর্মসূচির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভায় যোগ দেবেন বলে জানান খাদ্যমন্ত্রী।

Last Updated : Jul 21, 2020, 6:30 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.