হাড়োয়া (উত্তর 24 পগরনা), 5 এপ্রিল : ভোটের মুখে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল হাড়োয়া থানার পুলিশ। ধৃতদের নাম কর্ণধর মণ্ডল ও চাঁদমোহন মণ্ডল।সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে হাড়োয়ার কুলটি পঞ্চায়েতের লকগেট গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র সমেত হাতেনাতে ধরা হয় এই দুষ্কৃতীদের । পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শটার ও এক রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত হয়েছে। ভোটের সময় এলাকায় সন্ত্রাস কিংবা বড়সড় কোনও অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
আগামী 17 এপ্রিল পঞ্চম দফায় উত্তর 24 পরগনার 16টি কেন্দ্রের ভোটগ্রহণ রয়েছে ৷ তার মধ্য আছে হাড়োয়া বিধানসভাও । ফলে, ভোটের আগে সতর্ক পুলিশ প্রশাসন ৷ অপরাধ রুখতে ও বেআইনি অস্ত্রের খোঁজে চলছে তল্লাশি অভিযান । লক্ষ্য একটাই শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন করা । তাই তৎপরতায় কোনওরকম খামতি রাখতে চাইছে না পুলিশ প্রশাসন। আর সেই চেষ্টাতেই আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল হাড়োয়া থানার পুলিশ । সূত্র মারফত এদিন পুলিশের কাছে খবর আসে হাড়োয়ার লকগেট গ্রামে দুই অপরিচিত ব্যক্তি ঘোরাঘুরি করছে ৷ খবর পেয়ে পুলিশের একটি দন অভিযান চালায় সেখানে। পালানোর আগেই হাতেনাতে ধরা হয় দু'জনকে। সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে মেলে একটি ওয়ান শটার ও এক রাউন্ড কার্তুজ ।
আরও পড়ুন : নৈহাটিতে বেআইনি অস্ত্রকারখানার হদিশ, ধৃত 2
ধৃত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে হাড়োয়া থানায় নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় জানতে পারে পুলিশ। ঘটনায় আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের কোনও যোগ আছে কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে । এই বিষয়ে হাড়োয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে । ধৃতদের বিরুদ্ধে ধারা 25(আই)(এ), ধারা 27 ও 35নং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।