ETV Bharat / state

2 Children Injured in a Bomb Blast : বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম 2 শিশু

বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত 2 শিশু। দক্ষিণ 24 পরগনা উস্থির কেয়াকনা এলাকায় । এলাকায় চাঞ্চল্য ৷ ঘটনার তদন্ত শুরু পুলিশের (2 Children Injured In A Bomb Blast) ৷

North 24 Parganas News
বল ভেবে খেলতে গিয়ে বোমা বিষ্ফোরণে জখম 2 শিশু
author img

By

Published : Apr 2, 2022, 10:59 PM IST

উস্থি, 2 এপ্রিল : বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত দুই শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা উস্থি থানার কেয়াকনা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । আহত অবস্থায় শিশুদের উদ্ধার করে স্থানীয় ডায়মন্ড হারবার মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় (2 Children Injured in a Bomb Blast) ৷

স্থানীয় সূত্রে খবর, শনিবার বাড়ির কাছ থেকে বল ভেবে একটি বোমা নিয়ে আসে এক শিশু। বাড়ির উঠানের সামনে বল ভেবে বোমা নিয়ে এসেছিল দুই শিশু। হঠাৎই বোমা ফেটে যায় । বোমার আঘাতে গুরুতর জখম হয় দুই শিশু। বিষ্ফোরণের শব্দে বাড়ি থেকে বেরিয়ে আসে শিশুর বাবা-মা ও স্থানীয়রা । দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিশু দুটিকে চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দু’জন শিশুর মধ্যে একজনের আঘাত গুরুতর।

আরও পড়ুন : Bomb recover In Farakka : ফরাক্কায় 17টি বোমা উদ্ধার ধৃত 1

বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জনবহুল জায়গায় কীভাবে বোমা এল তা জানতে তদন্ত শুরু করেছে উস্থি থানার পুলিশ । ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে পুলিশ ।

উস্থি, 2 এপ্রিল : বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত দুই শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা উস্থি থানার কেয়াকনা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । আহত অবস্থায় শিশুদের উদ্ধার করে স্থানীয় ডায়মন্ড হারবার মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় (2 Children Injured in a Bomb Blast) ৷

স্থানীয় সূত্রে খবর, শনিবার বাড়ির কাছ থেকে বল ভেবে একটি বোমা নিয়ে আসে এক শিশু। বাড়ির উঠানের সামনে বল ভেবে বোমা নিয়ে এসেছিল দুই শিশু। হঠাৎই বোমা ফেটে যায় । বোমার আঘাতে গুরুতর জখম হয় দুই শিশু। বিষ্ফোরণের শব্দে বাড়ি থেকে বেরিয়ে আসে শিশুর বাবা-মা ও স্থানীয়রা । দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিশু দুটিকে চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দু’জন শিশুর মধ্যে একজনের আঘাত গুরুতর।

আরও পড়ুন : Bomb recover In Farakka : ফরাক্কায় 17টি বোমা উদ্ধার ধৃত 1

বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জনবহুল জায়গায় কীভাবে বোমা এল তা জানতে তদন্ত শুরু করেছে উস্থি থানার পুলিশ । ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.