হাড়োয়া, 14 এপ্রিল : সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর সভা থেকে ফেরার পথে গাড়ি উল্টে আহত সংযুক্ত মোর্চার 14 জন আইএসএফ কর্মী । এদের মধ্যে 9 জনের আঘাত গুরুতর । ঘটনাটি ঘটেছে বসিরহাটের বাসন্তী হাইওয়ের চণ্ডীবাড়ির ঘোষপাড়ায় । আহতদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে, গুরুতর আহত 9 জনকে কলকাতার আর জি কর ও চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়ি গতি বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে ।
মিনাখার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রদ্যুৎ রায়ের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় বামনপুকুর হাইস্কুল মাঠে জনসভা ছিল সূর্যকান্ত মিশ্রের । সেই সভায় সংযুক্ত মোর্চার অসংখ্য কর্মী সমর্থক সামিল হয়েছিলেন । হাড়োয়ার বকজুড়ি পঞ্চায়েতের মেটোআইট গ্রাম থেকে আইএসএফের কর্মীরাও গিয়েছিলেন সূর্যকান্ত মিশ্রের সভায় যোগ দিতে । সভা শেষে ছোট একটি গাড়িতে করে আইএসএফের 25-30 জন ফিরছিলেন । তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাসন্তী হাইওয়ের উপর উল্টে যায় গাড়িটি । এদিক ওদিক ছিটকে পড়েন গাড়িতে থাকা সবাই । দুর্ঘটনায় 14 জন আহত হয়েছেন । এদের মধ্যে 9 জনের আঘাত গুরুতর।
আরও পড়ুন : মা উড়ালপুলে গাড়ি দুর্ঘটনা, আহত 3
আহতদের উদ্ধার করে স্থানীয় নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এলাকার লোকজন। সেখানে আপাতত 5 জনের চিকিৎসা চলছে । বাকি 9 জনকে গুরুতর অবস্থায় আর জি কর ও চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে । এই দুর্ঘটনার জেরে বাসন্তী হাইওয়েতে সাময়িক যানজট সৃষ্টি হয় । পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে ।
বাসন্তী হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় জখম আইএসএফের 14 জন কর্মী - সূর্যকান্ত মিশ্র
মিনাখার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রদ্যুৎ রায়ের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় বামনপুকুর হাইস্কুল মাঠে জনসভা ছিল সূর্যকান্ত মিশ্রের । সভা শেষে ছোট একটি গাড়িতে করে আইএসএফের 25-30 জন ফিরছিলেন । তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাসন্তী হাইওয়ের উপর উল্টে যায় গাড়িটি । দুর্ঘটনায় 14 জন আহত হয়েছেন ৷
হাড়োয়া, 14 এপ্রিল : সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর সভা থেকে ফেরার পথে গাড়ি উল্টে আহত সংযুক্ত মোর্চার 14 জন আইএসএফ কর্মী । এদের মধ্যে 9 জনের আঘাত গুরুতর । ঘটনাটি ঘটেছে বসিরহাটের বাসন্তী হাইওয়ের চণ্ডীবাড়ির ঘোষপাড়ায় । আহতদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে, গুরুতর আহত 9 জনকে কলকাতার আর জি কর ও চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়ি গতি বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে ।
মিনাখার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রদ্যুৎ রায়ের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় বামনপুকুর হাইস্কুল মাঠে জনসভা ছিল সূর্যকান্ত মিশ্রের । সেই সভায় সংযুক্ত মোর্চার অসংখ্য কর্মী সমর্থক সামিল হয়েছিলেন । হাড়োয়ার বকজুড়ি পঞ্চায়েতের মেটোআইট গ্রাম থেকে আইএসএফের কর্মীরাও গিয়েছিলেন সূর্যকান্ত মিশ্রের সভায় যোগ দিতে । সভা শেষে ছোট একটি গাড়িতে করে আইএসএফের 25-30 জন ফিরছিলেন । তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাসন্তী হাইওয়ের উপর উল্টে যায় গাড়িটি । এদিক ওদিক ছিটকে পড়েন গাড়িতে থাকা সবাই । দুর্ঘটনায় 14 জন আহত হয়েছেন । এদের মধ্যে 9 জনের আঘাত গুরুতর।
আরও পড়ুন : মা উড়ালপুলে গাড়ি দুর্ঘটনা, আহত 3
আহতদের উদ্ধার করে স্থানীয় নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এলাকার লোকজন। সেখানে আপাতত 5 জনের চিকিৎসা চলছে । বাকি 9 জনকে গুরুতর অবস্থায় আর জি কর ও চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে । এই দুর্ঘটনার জেরে বাসন্তী হাইওয়েতে সাময়িক যানজট সৃষ্টি হয় । পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে ।