ব্যারাকপুর, 20 অক্টোবর : বাবা হয়ে ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি ৷ কিন্তু হাল ছাড়েননি ৷ ছেলের মৃত্যুর জন্য দায়ী যারা, তাদের শাস্তি চান তিনি ৷ দশমীর দিন ভোরে নিমতায় খুন হয়েছিলেন ম্যানেজমেন্টের ছাত্র দেবাঞ্জন দাস ৷ প্রথমে দুর্ঘটনা মনে হলেও পরে জানা যায় এটা খুন ৷ খোঁজ শুরু হয় মূল অভিযুক্ত প্রিন্স সিংয়ের ৷
গোপন সূত্রে খবর পেয়ে বজবজ থেকে প্রিন্সকে গ্রেপ্তার করে নিমতা থানার পুলিশ ৷ আজ তাকে 14 দিনের পুলিশ হেপাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে হাজির করা হয় ৷ পুলিশের এই আবেদন মঞ্জুর করেন বিচারক ৷
দেবাঞ্জনের শরীরে গুলির ক্ষত থাকায় খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য সামগ্রী উদ্ধারে পুলিশ তদন্ত করছে৷ ঘটনাটি ত্রিকোণ প্রেম কিনা তাও এখনও স্পষ্ট নয় ৷ প্রিন্সকে 2 নভেম্বর ফের ব্যারাকপুর আদালতে পেশ করা হবে ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় মোট দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷