ETV Bharat / state

স্বরূপনগর থেকে গ্রেপ্তার 13 অনুপ্রবেশকারী, এক সপ্তাহে পাকড়াও 59 - Emigrantes arrested from Swarupnagar

রাতের অন্ধকারে চোরাপথ দিয়ে স্বরূপনগরে ঢোকে 13 জন । প্রথমে তাদের আটক করে সীমান্তরক্ষী বাহিনী । পরে তাদের গ্রেপ্তার করে স্বরূপনগর থানা ।

গ্রেপ্তার অনুপ্রবেশকারী
author img

By

Published : Sep 21, 2019, 6:39 PM IST

স্বরূপনগর, 21 সেপ্টেম্বর : চোরাপথে ভারত সীমানায় ঢোকায় মহিলা ও শিশুসহ গ্রেপ্তার 13 জন । আজ সকালে স্বরূপনগর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে । গত এক সপ্তাহে এই নিয়ে সীমান্তে মোট 59 জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৈধ কাগজপত্র ছাড়াই স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে আমুদিয়ায় ঢোকে 13 জন । ভোরবেলা দেখতে পেয়ে সেখান থেকে তাদের আটক করে 112 নম্বর ও 153 নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনী । তারপর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় তাদের । ধৃতদের মধ্যে চারজন মহিলা, দু'জন শিশু ও পাঁচজন পুরুষ ছিলেন । এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় ।

অন্যদিকে স্বরূপনগর থানার চারঘাট থেকে 10 লিটার তরল মাদকসহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ । তার বাজারমূল্য কয়েক লাখ টাকা । ওই দুই দুষ্কৃতীকে আজ বারাসত জেলা আদালতে তোলা হয়েছে ।

বাংলাদেশিরা কী কারণে এদেশে ঢুকেছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে সীমাম্তরক্ষী বাহিনীর মধ্যে । যদিও BSF জানিয়েছে, তারা সীমান্তে নজরদারি ক্রমশ বাড়াচ্ছে ।

স্বরূপনগর, 21 সেপ্টেম্বর : চোরাপথে ভারত সীমানায় ঢোকায় মহিলা ও শিশুসহ গ্রেপ্তার 13 জন । আজ সকালে স্বরূপনগর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে । গত এক সপ্তাহে এই নিয়ে সীমান্তে মোট 59 জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৈধ কাগজপত্র ছাড়াই স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে আমুদিয়ায় ঢোকে 13 জন । ভোরবেলা দেখতে পেয়ে সেখান থেকে তাদের আটক করে 112 নম্বর ও 153 নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনী । তারপর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় তাদের । ধৃতদের মধ্যে চারজন মহিলা, দু'জন শিশু ও পাঁচজন পুরুষ ছিলেন । এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় ।

অন্যদিকে স্বরূপনগর থানার চারঘাট থেকে 10 লিটার তরল মাদকসহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ । তার বাজারমূল্য কয়েক লাখ টাকা । ওই দুই দুষ্কৃতীকে আজ বারাসত জেলা আদালতে তোলা হয়েছে ।

বাংলাদেশিরা কী কারণে এদেশে ঢুকেছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে সীমাম্তরক্ষী বাহিনীর মধ্যে । যদিও BSF জানিয়েছে, তারা সীমান্তে নজরদারি ক্রমশ বাড়াচ্ছে ।

Intro:সেবরুপনগরে ফের গ্রেপ্তার ১১ জন অনুপ্রবেশকারী। এক সপ্তাহে পাকড়াও ৫৯ জন

স্বরূপনগরঃ চোরাপথে ভারতীয় সীমানায় ঢোকায় মহিলা ও শিশু-সহ গ্রেপ্তার ১১ জন। শনিবার সকালে স্বরূপনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত এক সপ্তাহে এই নিয়ে সীমান্তে মোট ৫৯ জন অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেপ্তার করল।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের আমুদিয়ায় শনিবার সকালে 4 মহিলা দুই শিশু ও 7 জন পুরুষ সহ মোট 11জনকে গ্রেফতার করল 112 নম্বর ও 153 ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় । কোনও বৈধ কাগজপত্র ছাড়াই রাতের অন্ধকারে এদেশে ঢুকল চোরাপথ দিয়ে। বাহিনীর জওয়ানরা ভোরবেলা তাদেরকে দেখতে পায়। তাদেরকে আটক করে। স্বরূপনগর থানার পুলিশের হাতে দিয়ে দেয়। গত একসপ্তাহ স্বরূপনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে পুলিশ ও বিএসএফ যৌথভাবে মোট 59 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ।

পাশাপাশি বিএসএফ স্বরূপনগর থানার চারঘাট থেকে 10 লিটার তরল মাদক-সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। দুই দুষ্কৃতীকে আজ শনিবার বারাসত জেলা আদালতে তোলা হয়েছে।

বাংলাদেশিরা কী কারণে এদেশে ঢুকেছে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে সীমাম্তরক্ষী বাহিনীর মধ্যে। যদিও বিএসএফের পক্ষ থেকে সীমান্তে নজরদারি বাড়ছে বলে জানানো হয়েছে। Body:সেবরুপনগরে ফের গ্রেপ্তার ১১ জন অনুপ্রবেশকারী। এক সপ্তাহে পাকড়াও ৫৯ জন

স্বরূপনগরঃ চোরাপথে ভারতীয় সীমানায় ঢোকায় মহিলা ও শিশু-সহ গ্রেপ্তার ১১ জন। শনিবার সকালে স্বরূপনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত এক সপ্তাহে এই নিয়ে সীমান্তে মোট ৫৯ জন অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেপ্তার করল।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের আমুদিয়ায় শনিবার সকালে 4 মহিলা দুই শিশু ও 7 জন পুরুষ সহ মোট 11জনকে গ্রেফতার করল 112 নম্বর ও 153 ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় । কোনও বৈধ কাগজপত্র ছাড়াই রাতের অন্ধকারে এদেশে ঢুকল চোরাপথ দিয়ে। বাহিনীর জওয়ানরা ভোরবেলা তাদেরকে দেখতে পায়। তাদেরকে আটক করে। স্বরূপনগর থানার পুলিশের হাতে দিয়ে দেয়। গত একসপ্তাহ স্বরূপনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে পুলিশ ও বিএসএফ যৌথভাবে মোট 59 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ।

পাশাপাশি বিএসএফ স্বরূপনগর থানার চারঘাট থেকে 10 লিটার তরল মাদক-সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। দুই দুষ্কৃতীকে আজ শনিবার বারাসত জেলা আদালতে তোলা হয়েছে।

বাংলাদেশিরা কী কারণে এদেশে ঢুকেছে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে সীমাম্তরক্ষী বাহিনীর মধ্যে। যদিও বিএসএফের পক্ষ থেকে সীমান্তে নজরদারি বাড়ছে বলে জানানো হয়েছে। Conclusion:সেবরুপনগরে ফের গ্রেপ্তার ১১ জন অনুপ্রবেশকারী। এক সপ্তাহে পাকড়াও ৫৯ জন

স্বরূপনগরঃ চোরাপথে ভারতীয় সীমানায় ঢোকায় মহিলা ও শিশু-সহ গ্রেপ্তার ১১ জন। শনিবার সকালে স্বরূপনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত এক সপ্তাহে এই নিয়ে সীমান্তে মোট ৫৯ জন অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেপ্তার করল।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের আমুদিয়ায় শনিবার সকালে 4 মহিলা দুই শিশু ও 7 জন পুরুষ সহ মোট 11জনকে গ্রেফতার করল 112 নম্বর ও 153 ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় । কোনও বৈধ কাগজপত্র ছাড়াই রাতের অন্ধকারে এদেশে ঢুকল চোরাপথ দিয়ে। বাহিনীর জওয়ানরা ভোরবেলা তাদেরকে দেখতে পায়। তাদেরকে আটক করে। স্বরূপনগর থানার পুলিশের হাতে দিয়ে দেয়। গত একসপ্তাহ স্বরূপনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে পুলিশ ও বিএসএফ যৌথভাবে মোট 59 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ।

পাশাপাশি বিএসএফ স্বরূপনগর থানার চারঘাট থেকে 10 লিটার তরল মাদক-সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। দুই দুষ্কৃতীকে আজ শনিবার বারাসত জেলা আদালতে তোলা হয়েছে।

বাংলাদেশিরা কী কারণে এদেশে ঢুকেছে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে সীমাম্তরক্ষী বাহিনীর মধ্যে। যদিও বিএসএফের পক্ষ থেকে সীমান্তে নজরদারি বাড়ছে বলে জানানো হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.