ETV Bharat / state

India-Bangladesh Border: সীমান্তে আটক 11 বাংলাদেশি অনুপ্রবেশকারী

ভারত-বাংলাদেশ সীমান্তে (India Bangladesh Border) চোরাপথে অনুপ্রবেশের চেষ্টা ! বিএসএফের (BSF) হাতে পাকড়াও 11 বাংলাদেশি । অনুপ্রবেশের প্রবণতা বাড়ায় উদ্বেগ বিএসএফের অন্দরে ।

11 Bangladeshi infiltrators detained at India Bangladesh border
11 Bangladeshi infiltrators detained at India Bangladesh border
author img

By

Published : Oct 29, 2022, 6:55 PM IST

বসিরহাট, 29 অক্টোবর: পুজো মিটতে না-মিটতে ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) আবারও বেড়েছে অনুপ্রবেশের প্রবণতা ! গত দু'দিনে উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্ট থেকে ধরা পড়েছে মোট 11 জন বাংলাদেশি । বিএসএফ (BSF) সূত্রে খবর, বৈধ কাগজপত্র ছাড়াই তারা হাকিমপুর সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশের চেষ্টা করছিল । তখনই হাতেনাতে পাকড়াও করা হয় 11 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে (11 Bangladeshi infiltrators detained) ।

তাদের মধ্যে ছ'জন মহিলা এবং পাঁচজন পুরুষ রয়েছে । প্রত্যেকেরই বাড়ি ওপার বাংলার সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা এলাকায় । পরে, বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা আটক ওই 11 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিলে গ্রেফতার করা হয় তাঁদের ।

ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ কিংবা চোরাচালানের ঘটনা নতুন কিছু নয় । আগেও নানা সময়ে বসিরহাট এবং স্বরূপনগরের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাপথে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে । বেশিরভাগ ক্ষেত্রেই সেই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে বিএসএফের তৎপরতায় ।

শুধু অনুপ্রবেশের ঘটনার কথা বললে ভুল হবে, পাচারকারীরাও রীতিমতো সক্রিয় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় । কখনও মাছের চারা পোনা, সোনার বিস্কুট । কখনও আবার রুপোর গয়না পাচারের চেষ্টা হয়েছে সীমান্ত দিয়ে । তবে, পাহারায় থাকা সীমান্ত রক্ষীবাহিনীর জওয়ানরা তৎপর থাকায় সেই সমস্ত পাচার অধিকাংশ সময়ই সফল হতে পারেনি । এবারও যার অন‍্যথা হল না ।

সূত্রের খবর, শুক্রবার রাতে স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে টহল দেওয়ার সময় বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা লক্ষ্য করেন, কিছু পুরুষ ও মহিলা সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশের চেষ্টা করছেন । তখনই তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয় । জেরায় বৈধ কোনও কাগজপত্র এবং সদুত্তর দিতে না পারায় এদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ কর্তৃপক্ষ । এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে আবারও সেই চেকপোস্ট থেকে অনুপ্রবেশের অভিযোগে আরও কয়েকজন বাংলাদেশিকে পাকড়াও করা হয় বিএসএফের তরফে ।

আরও পড়ুন: মেখলিগঞ্জ সীমান্তে 'অবাধ বিচরণ' বাংলাদেশিদের ! প্রশাসনিক অভিযানের দাবি

সবমিলিয়ে গত দু'দিনে মোট 11 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা । ঠিক কী কারণে এই বাংলাদেশিরা সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশের চেষ্টা করছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্বরূপনগর থানার পুলিশ । এদিকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনিবার দুপুরে বসিরহাট মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ ।

বসিরহাট, 29 অক্টোবর: পুজো মিটতে না-মিটতে ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) আবারও বেড়েছে অনুপ্রবেশের প্রবণতা ! গত দু'দিনে উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্ট থেকে ধরা পড়েছে মোট 11 জন বাংলাদেশি । বিএসএফ (BSF) সূত্রে খবর, বৈধ কাগজপত্র ছাড়াই তারা হাকিমপুর সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশের চেষ্টা করছিল । তখনই হাতেনাতে পাকড়াও করা হয় 11 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে (11 Bangladeshi infiltrators detained) ।

তাদের মধ্যে ছ'জন মহিলা এবং পাঁচজন পুরুষ রয়েছে । প্রত্যেকেরই বাড়ি ওপার বাংলার সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা এলাকায় । পরে, বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা আটক ওই 11 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিলে গ্রেফতার করা হয় তাঁদের ।

ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ কিংবা চোরাচালানের ঘটনা নতুন কিছু নয় । আগেও নানা সময়ে বসিরহাট এবং স্বরূপনগরের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাপথে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে । বেশিরভাগ ক্ষেত্রেই সেই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে বিএসএফের তৎপরতায় ।

শুধু অনুপ্রবেশের ঘটনার কথা বললে ভুল হবে, পাচারকারীরাও রীতিমতো সক্রিয় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় । কখনও মাছের চারা পোনা, সোনার বিস্কুট । কখনও আবার রুপোর গয়না পাচারের চেষ্টা হয়েছে সীমান্ত দিয়ে । তবে, পাহারায় থাকা সীমান্ত রক্ষীবাহিনীর জওয়ানরা তৎপর থাকায় সেই সমস্ত পাচার অধিকাংশ সময়ই সফল হতে পারেনি । এবারও যার অন‍্যথা হল না ।

সূত্রের খবর, শুক্রবার রাতে স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে টহল দেওয়ার সময় বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা লক্ষ্য করেন, কিছু পুরুষ ও মহিলা সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশের চেষ্টা করছেন । তখনই তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয় । জেরায় বৈধ কোনও কাগজপত্র এবং সদুত্তর দিতে না পারায় এদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ কর্তৃপক্ষ । এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে আবারও সেই চেকপোস্ট থেকে অনুপ্রবেশের অভিযোগে আরও কয়েকজন বাংলাদেশিকে পাকড়াও করা হয় বিএসএফের তরফে ।

আরও পড়ুন: মেখলিগঞ্জ সীমান্তে 'অবাধ বিচরণ' বাংলাদেশিদের ! প্রশাসনিক অভিযানের দাবি

সবমিলিয়ে গত দু'দিনে মোট 11 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা । ঠিক কী কারণে এই বাংলাদেশিরা সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশের চেষ্টা করছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্বরূপনগর থানার পুলিশ । এদিকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনিবার দুপুরে বসিরহাট মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.