ETV Bharat / state

107 জন বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রাখছেন : মুকুল - tmc mlas contacts with mukul roy

রাজ্যের 107 জন বিধায়ক যোগাযোগ রেখেছেন তাঁর সঙ্গে ৷ আজ কাঁচরাপাড়ার বাসভবনে একথা বলেন BJP নেতা মুকুল রায়৷ বলেন, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম থেকে শুরু করে তৃণমূলের বহু নেতৃত্ব শোভনকে দলে রাখার চেষ্টা করেছিল ৷ এমন কী বাড়ি পর্যন্ত গেছে ৷ 2001-2011 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পিছনে যাদের অবদান চোখে দেখা যায় তাঁদের মধ্যে শোভন একজন ৷ তাই তৃমমূলের ক্ষতি হয়নি একথা বলে লাভ নেই ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 15, 2019, 10:18 PM IST

Updated : Aug 15, 2019, 11:33 PM IST

কাঁচরাপাড়া, 15 অগাস্ট : তৃণমূল কংগ্রেস থেকে একের পর এক বড় নেতা নাম লেখাচ্ছেন BJP-তে ৷ অর্জুন সিং, শুভ্রাংশু রায়, সুনীল সিংয়ের মতো বড় নেতারাও শাসকদলে নাম লিখিয়েছেন ৷ গতকাল তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের সহযোদ্ধা তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ৷ এই পরিস্থিতিতে মুকুল রায় জানালেন, 100-রও বেশি বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ৷ আজ কাঁচরাপাড়ায় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে মুকুলবাবু বলেন, "আমি তো বলেছি 107 জন বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ৷ আমি দায়িত্ব নিয়ে বলছি, এরা সবাই যোগাযোগ রাখছে ৷ তবে দল সিদ্ধান্ত নেবে কে দলে যোগ দেবে ৷"

গতকাল শোভন চট্টোপাধ্যায়ের BJP-তে যোগ নিয়ে মুকুলবাবু বলেন, "তৃণমূল বলছে শোভন চলে গেলে দলের কিছু ক্ষতি নেই , এই কথাটা তো ওরা পাঁচদিন আগে বলেনি ৷ পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম থেকে শুরু করে তৃণমূলের বহু নেতৃত্ব শোভনকে দলে রাখার চেষ্টা করেছিল ৷ এমন কী বাড়ি পর্যন্ত গেছে ৷ তাই আজ একথা বলে লাভ নেই ৷ 2001-2011 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পিছনে যাদের অবদান চোখে দেখা যায় তাঁদের মধ্যে শোভন একজন ৷ এর উপর কোনও প্রশ্ন উঠতে পারে না ৷ তবে এবার শোভনের অবদানে BJP শক্তিশালী হল ৷"

mukul
পদযাত্রায় মুকুল রায় ,শুভ্রাংশু, অর্জুন সিং ও টলিপাড়ার তারকারা

অন্যদিকে, তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের BJP-তে যোগদান করার ব্যাপারে প্রশ্ন করা হলে মুকুলবাবু বলেন, "আমাদের কাছে তালিকা জমা আছে ৷ দল নির্ধারণ করবে কে যোগ দেবে কে দেবে না ৷ দেবশ্রী কাল গেছিল কি না সেই বিষয়ে আমার জানা নেই ৷ ও কার সঙ্গে কথা বলেছে কি না তাও জানি না৷ তার সঙ্গে আমার বছর তিনেক কোনও যোগাযোগ নেই ৷"

ভিডিয়োয় শুনুন মুকুল রায়ের বক্তব্য

আজ স্বাধীনতা দিবসের দিনে মুকুল রায়ের গড় কাঁচরাপাড়া এলাকায় পথযাত্রা হয় । মুকুল রায় ছাড়াও পা মেলান শুভ্রাংশু রায় ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । মিছিলে উপস্থিত ছিলেন টলিপাড়ার তারকারাও ৷

কাঁচরাপাড়া, 15 অগাস্ট : তৃণমূল কংগ্রেস থেকে একের পর এক বড় নেতা নাম লেখাচ্ছেন BJP-তে ৷ অর্জুন সিং, শুভ্রাংশু রায়, সুনীল সিংয়ের মতো বড় নেতারাও শাসকদলে নাম লিখিয়েছেন ৷ গতকাল তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের সহযোদ্ধা তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ৷ এই পরিস্থিতিতে মুকুল রায় জানালেন, 100-রও বেশি বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ৷ আজ কাঁচরাপাড়ায় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে মুকুলবাবু বলেন, "আমি তো বলেছি 107 জন বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ৷ আমি দায়িত্ব নিয়ে বলছি, এরা সবাই যোগাযোগ রাখছে ৷ তবে দল সিদ্ধান্ত নেবে কে দলে যোগ দেবে ৷"

গতকাল শোভন চট্টোপাধ্যায়ের BJP-তে যোগ নিয়ে মুকুলবাবু বলেন, "তৃণমূল বলছে শোভন চলে গেলে দলের কিছু ক্ষতি নেই , এই কথাটা তো ওরা পাঁচদিন আগে বলেনি ৷ পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম থেকে শুরু করে তৃণমূলের বহু নেতৃত্ব শোভনকে দলে রাখার চেষ্টা করেছিল ৷ এমন কী বাড়ি পর্যন্ত গেছে ৷ তাই আজ একথা বলে লাভ নেই ৷ 2001-2011 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পিছনে যাদের অবদান চোখে দেখা যায় তাঁদের মধ্যে শোভন একজন ৷ এর উপর কোনও প্রশ্ন উঠতে পারে না ৷ তবে এবার শোভনের অবদানে BJP শক্তিশালী হল ৷"

mukul
পদযাত্রায় মুকুল রায় ,শুভ্রাংশু, অর্জুন সিং ও টলিপাড়ার তারকারা

অন্যদিকে, তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের BJP-তে যোগদান করার ব্যাপারে প্রশ্ন করা হলে মুকুলবাবু বলেন, "আমাদের কাছে তালিকা জমা আছে ৷ দল নির্ধারণ করবে কে যোগ দেবে কে দেবে না ৷ দেবশ্রী কাল গেছিল কি না সেই বিষয়ে আমার জানা নেই ৷ ও কার সঙ্গে কথা বলেছে কি না তাও জানি না৷ তার সঙ্গে আমার বছর তিনেক কোনও যোগাযোগ নেই ৷"

ভিডিয়োয় শুনুন মুকুল রায়ের বক্তব্য

আজ স্বাধীনতা দিবসের দিনে মুকুল রায়ের গড় কাঁচরাপাড়া এলাকায় পথযাত্রা হয় । মুকুল রায় ছাড়াও পা মেলান শুভ্রাংশু রায় ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । মিছিলে উপস্থিত ছিলেন টলিপাড়ার তারকারাও ৷

Intro:কাঁচরাপাড়া মুকুল রায় প্রেস মীট Body:বর্তমানে রাজ্যের বহু তৃণমূলের হেভিওয়েট নেতৃত্ব বিজেপির সাথে যোগাযোগ রাখছেন। সেই তালিকার মধ্যে 107 জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন।কিন্তু দল সিদ্ধান্ত নেবে কাদের নেবে এবং কাদের নেবে না। সম্প্রতি তৃণমূলের এক হেভিওয়েট নেতা শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছেন।ফলে এই শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদান করায় বিজেপি নিশ্চিত ভাবে অনেকটাই শক্তিশালী হলো বলে মন্তব্য করেন বিজেপি নেতা মুকুল রায়। কারণ 2001 সাল থেকে 2011 সাল সময়কালে এই মমতা ব্যানার্জি থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হওয়ার পেছনে এই শোভন চট্টোপাধ্যায়ের অবদান অনেকটাই রয়েছে। তাই শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদান করা রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব রয়েছে। কেননা শোভন চট্টোপাধ্যায় কে দলে রাখতে তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম থেকে শুরু করে তৃণমূলের বহু নেতৃত্ব প্রাণান্তপর চেষ্টা করেছে। এমনকি তার বাড়ি পর্যন্ত ছুটে গিয়েছে সকলে।অন্যদিকে তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদান করার ব্যাপারে মুকুলবাবু জানান দেবশ্রীর বিজেপিতে যোগদান করার ব্যাপারে তিনি কিছুই জানেন না।

আজ স্বাধীনতা দিবসের দিনে মুকুল রায়ের গড় কাঁচরাপাড়া এলাকায় হয়ে গেল তিরঙ্গা যাত্রা ।এই তিরঙ্গা যাত্রা মিছিলে পা মেলালেন বিজেপি নেতা মুকুল রায় তার পুত্র শুভ্রাংশু রায় এবং ব্যারাকপুর সংসদ অর্জুন সিং ।এছাড়াও এই মিছিলে তাদের সঙ্গে পা মেলান টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রীরা। কাঁচরাপাড়া থানা মোড় থেকে শুরু করে কলেজ মোড় পর্যন্ত বিশাল আকারের জাতীয় পতাকা নিয়ে এই তিরঙ্গা মিছিল সংগঠিত হয়। তার আগে মুকুলবাবু নিজের বাড়িতে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অকপট ভাবে তৃণমূলের বিরুদ্ধে সোজা জবাব দিয়ে স্ট্রেট ব্যাটে খেলে একের পর এক চার ছক্কা হাঁকালেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।Conclusion:কাঁচরাপাড়া থেকে দেবপ্রিয় সরকার, ব্যারাকপুর
Last Updated : Aug 15, 2019, 11:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.