ETV Bharat / state

জয়শ্রীরামের পালটা 10 হাজার পোস্টকার্ড যাচ্ছে প্রধানমন্ত্রীর ঠিকানায়

'জয় হিন্দ', 'বন্দেমাতরম', 'জয় বাংলা' লেখা 10 হাজার পোস্টকার্ড পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঠিকানায় । দক্ষিণ দমদম পৌরসভার তৃণমূল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও গৌতম হালদারের নেতৃত্বে শুরু হয়েছে এই কর্মসূচি ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 4, 2019, 6:13 PM IST

Updated : Jun 4, 2019, 6:19 PM IST

দমদম, 4 জুন : পোস্টকার্ডে লেখা 'জয় হিন্দ', 'বন্দেমাতরম', 'জয় বাংলা' । ঠিকানা, 7 লোক কল্যাণ মার্গ, নিউ দিল্লি । এখানেই থাকেন দেশের প্রধানমন্ত্রী । তাঁকেই উদ্দেশ করে চিঠি পাঠাচ্ছেন তৃণমূল সমর্থকরা ।

এটা কোনও লেখার ভুল নয় । এমনই কর্মসূচি নিয়েছেন দক্ষিণ দমদম পৌরসভার তৃণমূল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও গৌতম হালদার । উদ্দেশ্য, অর্জুন সিং-এর পালটা ।

জয়শ্রীরাম স্লোগান নিয়ে এই মুহূর্তে সরগরম রাজ্য-রাজনীতি । চন্দ্রকোনা, জগদ্দল ও নৈহাটিতে BJP-র জয়শ্রীরাম ধ্বনিতে মেজাজ হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । 2 জুন ফেসবুকে সরবও হন তিনি । এরপরই গতকাল মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় জয়শ্রীরাম লেখা পোস্টকার্ড পাঠান ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং । অর্জুনের 'পালটা' হিসেবে আজ প্রধানমন্ত্রীর ঠিকানায় পোস্টকার্ড পাঠানো শুরু করল তৃণমূল ।

তৃণমূল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর জয়শ্রীরাম ধ্বনি দিয়ে ঝাপিয়ে পড়ে BJP ঠিক করেনি । কিন্তু, আমরা অর্জুন সিং, বাবুল সুপ্রিয়দের নয়, সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবনে ঠিকানায় এই চিঠি পাঠাচ্ছি ।"

প্রধানমন্ত্রীর ঠিকানায় পাঠানো হচ্ছে চিঠি

তৃণমূল কাউন্সিলর গৌতম হালদার বলেন, "রাস্তাঘাটে জয়শ্রীরাম বলা বাংলার সংস্কৃতি নয় । জয়শ্রীরামে আমাদের কারও আপত্তি নেই । মন্দিরে গিয়ে জয়শ্রীরাম ধ্বনি দেওয়াই যায় । এটা বোঝাতেই আমরা প্রধানমন্ত্রীকে 10 হাজার পোস্টকার্ড পাঠাচ্ছি ।"

অন্যদিকে, গতকাল দিলীপ ঘোষের হোয়াটসঅ্যাপ নম্বর-সহ একটি বার্তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় । সেই বার্তায় লেখা ছিল, "যদি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, তাহলে এখনই ওঁকে 'জয় হিন্দ', 'জয় বাংলা', 'মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ' লিখে মেসেজ পাঠান ।"

দমদম, 4 জুন : পোস্টকার্ডে লেখা 'জয় হিন্দ', 'বন্দেমাতরম', 'জয় বাংলা' । ঠিকানা, 7 লোক কল্যাণ মার্গ, নিউ দিল্লি । এখানেই থাকেন দেশের প্রধানমন্ত্রী । তাঁকেই উদ্দেশ করে চিঠি পাঠাচ্ছেন তৃণমূল সমর্থকরা ।

এটা কোনও লেখার ভুল নয় । এমনই কর্মসূচি নিয়েছেন দক্ষিণ দমদম পৌরসভার তৃণমূল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও গৌতম হালদার । উদ্দেশ্য, অর্জুন সিং-এর পালটা ।

জয়শ্রীরাম স্লোগান নিয়ে এই মুহূর্তে সরগরম রাজ্য-রাজনীতি । চন্দ্রকোনা, জগদ্দল ও নৈহাটিতে BJP-র জয়শ্রীরাম ধ্বনিতে মেজাজ হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । 2 জুন ফেসবুকে সরবও হন তিনি । এরপরই গতকাল মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় জয়শ্রীরাম লেখা পোস্টকার্ড পাঠান ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং । অর্জুনের 'পালটা' হিসেবে আজ প্রধানমন্ত্রীর ঠিকানায় পোস্টকার্ড পাঠানো শুরু করল তৃণমূল ।

তৃণমূল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর জয়শ্রীরাম ধ্বনি দিয়ে ঝাপিয়ে পড়ে BJP ঠিক করেনি । কিন্তু, আমরা অর্জুন সিং, বাবুল সুপ্রিয়দের নয়, সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবনে ঠিকানায় এই চিঠি পাঠাচ্ছি ।"

প্রধানমন্ত্রীর ঠিকানায় পাঠানো হচ্ছে চিঠি

তৃণমূল কাউন্সিলর গৌতম হালদার বলেন, "রাস্তাঘাটে জয়শ্রীরাম বলা বাংলার সংস্কৃতি নয় । জয়শ্রীরামে আমাদের কারও আপত্তি নেই । মন্দিরে গিয়ে জয়শ্রীরাম ধ্বনি দেওয়াই যায় । এটা বোঝাতেই আমরা প্রধানমন্ত্রীকে 10 হাজার পোস্টকার্ড পাঠাচ্ছি ।"

অন্যদিকে, গতকাল দিলীপ ঘোষের হোয়াটসঅ্যাপ নম্বর-সহ একটি বার্তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় । সেই বার্তায় লেখা ছিল, "যদি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, তাহলে এখনই ওঁকে 'জয় হিন্দ', 'জয় বাংলা', 'মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ' লিখে মেসেজ পাঠান ।"

Wb_kol_toilet building in 100 stations in west bengal_copy_papri কলকাতা, 4 জুন: 'স্বচ্ছ ভারত' অভিযানের অঙ্গ হিসেবে এবার পশ্চিমবঙ্গের স্টেশনের চত্বরে সাধারণ মানুষের সুবিধার্থে তৈরি হতে চলেছে শৌচালয়। পূর্ব রেল, ইস্টার্ন কলফিল্ড লিমিটেড ও রয়টার্স প্রকল্প যৌথ উদ্যোগে রাজ্যের প্রায় 100টি স্টেশন চত্বরে তৈরি করবে এই শৌচালয়। সেই উদ্দেশ্যেই আজ একটি সাংবাদিক বৈঠকে মৌ স্বাক্ষর হয়। স্টেশন পরিষ্কার রাখতে এবং শৌচালয়ের অভাবে খোলা জায়গা যত্রতত্র অপরিচ্ছন্ন না করে যাতে সাধারণ মানুষ শৌচালয় ব্যবহার করতে পারেন তাই সেই লক্ষ্যেই এই শৌচালয়গুলি তৈরি করা হবে। এই শৌচালয়গুলি যাত্রীরা ছাড়াও সাধারণ মানুষ ব্যবহার করতে পারবেন বিনামূল্যে। এছাড়াও যাত্রী ও রেল ব্যবহারকারীদের জন্য জন্য আরও অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করবে পূর্ব রেল। শুধু পশ্চিমবঙ্গেই নয় অন্যান্য জায়গায়ও এই ধরনের ধরনের অন্যান্য জায়গায়ও এই ধরনের ধরনের শৌচালয় নির্মাণ করা হবে। ইতিমধ্যে সারা ভারত জুড়ে 151টি স্টেশন চিহ্নিত করা হয়েছে যেখানে নির্মাণ করা হবে শৌচালয়। পুরুষ, মহিলা ও দিব্যাংওদের জন্য থাকবে পৃথক ব্যবস্থা। আজ সাংবাদিক বৈঠকে রেল কর্তৃপক্ষের তরফে তরফে জানানো হয় যে শৌচালয় গুলি নির্মাণ করতে খরচ হবে মোট 25 কোটি টাকা। 'স্বচ্ছ ভারত' প্রকল্পের অঙ্গ হিসেবে এর আগেও ভারতীয় রেল এই ধরনের অনেক পদক্ষেপ করেছে। এমনই আরেকটি পদক্ষেপ নেওয়া হল।
Last Updated : Jun 4, 2019, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.