ETV Bharat / state

নিমতায় তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার 2 - CCTV

নিমতায় তৃণমূল নেতা খুনের ঘটনায় পুলিশ দু'জনকে গ্রেপ্তার করেছে ।

নির্মল কুণ্ডু
author img

By

Published : Jun 5, 2019, 9:43 AM IST

Updated : Jun 5, 2019, 3:55 PM IST

নিমতা, 5 জুন : নিমতায় তৃণমূল কংগ্রেস নেতা নির্মল কুণ্ডু খুনের ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করছে পুলিশ ।

এই সংক্রান্ত আরও খবর : নিমতায় স্থানীয় তৃণমূল নেতাকে গুলি করে খুন

মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন নির্মলবাবু । তখন দুই দুষ্কৃতী বাইকে চেপে এসে তাঁর উপর গুলি চালায় । নির্মলবাবুর কপালে গুলি লাগে । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ।

এই সংক্রান্ত আরও খবর : বাড়ির সামনে খুন তৃণমূল নেতা, দেখুন CCTV ফুটেজ

পুলিশ সূত্রে জানা গেছে উত্তম আগে তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল । পরে সে দল ছেড়ে দেয় । এই ঘটনার সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের যোগ রয়েছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে বলে সূত্রে জানা গেছে । উত্তমের বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অভিযোগ রয়েছে । গতকাল পুলিশ তাকে পুরানো একটি মামলায় গ্রেপ্তার করে নিমাইবাবু খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদ করছে ।

ভিডিয়োয় শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

এবিষয়ে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "যদু বংশ ধ্বংস হচ্ছে । চোর-ডাকাত সবাই তৃণমূল কংগ্রেসে ঢুকেছে । তারা এলাকা দখল নিয়ে ঝামেলা করছে । সেখানে BJP-র নাম জড়ানো হচ্ছে । সাধারণ মানুষ জানে কে কি করেছে ।"

নিমতা, 5 জুন : নিমতায় তৃণমূল কংগ্রেস নেতা নির্মল কুণ্ডু খুনের ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করছে পুলিশ ।

এই সংক্রান্ত আরও খবর : নিমতায় স্থানীয় তৃণমূল নেতাকে গুলি করে খুন

মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন নির্মলবাবু । তখন দুই দুষ্কৃতী বাইকে চেপে এসে তাঁর উপর গুলি চালায় । নির্মলবাবুর কপালে গুলি লাগে । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ।

এই সংক্রান্ত আরও খবর : বাড়ির সামনে খুন তৃণমূল নেতা, দেখুন CCTV ফুটেজ

পুলিশ সূত্রে জানা গেছে উত্তম আগে তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল । পরে সে দল ছেড়ে দেয় । এই ঘটনার সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের যোগ রয়েছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে বলে সূত্রে জানা গেছে । উত্তমের বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অভিযোগ রয়েছে । গতকাল পুলিশ তাকে পুরানো একটি মামলায় গ্রেপ্তার করে নিমাইবাবু খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদ করছে ।

ভিডিয়োয় শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

এবিষয়ে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "যদু বংশ ধ্বংস হচ্ছে । চোর-ডাকাত সবাই তৃণমূল কংগ্রেসে ঢুকেছে । তারা এলাকা দখল নিয়ে ঝামেলা করছে । সেখানে BJP-র নাম জড়ানো হচ্ছে । সাধারণ মানুষ জানে কে কি করেছে ।"

sample description
Last Updated : Jun 5, 2019, 3:55 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.